![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজেকে মনে হয় জালানায় দারিয়ে থাকা কাক বিবেকের জালানায় দারিয়ে কাক এর মতো তাকিয়ে থাকা আর চিল্লানো
আমাকে নিয়ে জাবে ?? নিয়ে জাবে কেও ???
যেখানে মোন খুলে কোথা বোলা জাবে,
যেখানে শপ্ন দেখা যাবে কনো বাধজেখানে
হাতছানি পাব মুক্ত গগনের যেখানে শুধুই শাধিনতা ।
আমাকে নিয়ে জাবে ?? নিয়ে জাবে কেও ???
যেখানে কথা বলতে গেলে ভাবতে হইনা অন্নরা কিহ বলবে
যেখানে নেই কন জঘন্ন রাজনিতি ,
নেই প্রতিবাদে ভাংচুরের হরতাল
নেই চেয়ার বদলের পালা ।
আমাকে নিয়ে জাবে ?? নিয়ে জাবে কেও ???
যেখানে নেই ধর্মের কটুলতা ,
যেখানে বল্বেনা কেও অহে তমার খোদা বোকা,
তুমি ধর্ম ভিরু তুমি জাতকুল মানন্
তুমি এটা করো অটা কর,
নেওনা কেও দয়া করে আমাকেহ অখানে যেখানে
আমি মুক্ত শুরে গান গাইতে পারি লিখতে পারি কবিতা
আজানের শুরে মন মাতাতে পারি
দেস্কে ভালবাশ্তে পারি প্রান ভরে
শব কিছুতেই রইবে আমার শর্ব শাধিনতা
আমাকে নিয়ে জাবে ?? নিয়ে জাবে কেও ???
শেই বাংলা দেশে জেহ বাংলাদেশের শপ্ন দেখেছিল
বঙ্গ বন্ধু,শেখ জিয়া,কাজি নজরুল
জেতে দেওনা আমাকে কেও অখানে
আমার শেই শনার বাংলাদেশে শাধিন চেতনার দেশে
কুলাঙ্গার রাজনিতির যেখানে কন বালাই নেই
নেওনা কেও ???? জেতে দেওনা কেও??
©somewhere in net ltd.