নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোনের জালানা

নিজেকে জানার জোননোই ঘুরে বেরাই

তাসফিক হোসাইন রেইজা

মাঝে মাঝে নিজেকে মনে হয় জালানায় দারিয়ে থাকা কাক বিবেকের জালানায় দারিয়ে কাক এর মতো তাকিয়ে থাকা আর চিল্লানো

তাসফিক হোসাইন রেইজা › বিস্তারিত পোস্টঃ

এক চিলতে সুখ চাই

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

নরকের দরজা খুলে প্রবেশ করেছিলাম শেই ছোট্ট কালে,

তাই তো নরকের মতনই হৃদয়ের গভীরে জন কীর্ণ জালা

অন্ধকারে হাঁটছি শেই অনেক আগে থিকেই ,এখন আমি ক্লান্ত,

তমাদের কাছে এখন চাইতে এসেছি !! ফিরিয়ে দিওনা আমায় !!!!





মনে করোনা কারি কারি টাকা বাহ বিলাসিতা ভরা কন মুহূর্ত,

বা শুনিলের শেই চিঁর প্রেমিকা নিলার দুর্লভ ভালবাসা,

বাহ নাম করা কোন কবির লেখা জন পরিচিত শেই কবিতা,

আমি এক চিলতে সুখ চাইতে এসেছি দেবে আমায় ???





এর জন্যে জেতে হবেনা তমায়,দূর বহুদূর শেই অট্টালিকার চুরাই ,

নাইবা ছিনিয়ে আনতে হবে আব্রাহাম লিঙ্কন এর শেই জীবন্ত পতিছছবির মূর্তি,

না জানাতে হবেনা মোনালিসা শেই আশ্চর্য হাশির রহস্য,

নাহ আনতে হবে পাহাড়ি অই মেয়েটার খুব যতন করে পরা পায়ের নূপুর,

ভালবেসে শুধু মনে রেখ , দিয়ো আমায় কোন এক সমায় ক্লান্ত কোন দুপুর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.