![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজেকে মনে হয় জালানায় দারিয়ে থাকা কাক বিবেকের জালানায় দারিয়ে কাক এর মতো তাকিয়ে থাকা আর চিল্লানো
হেটে যাই দূরে দূর বহুদূরে থেমে যাই কিছু ধুসর আঙ্গিনায়,
তোমার বুকের যে কটি যায়গায় স্থান পেয়েছে বিন্দু পরিমাণ কালো মুকুট
যা চুইয়ে খাবে কিছু নবজাতক,
তেমন করেই মরুর বুকে জমে উঠে জেগে উঠে কিছু পানির আবরণ,
সে ভাবেই ভালো লাগা ইচ্ছে গুলোর পরিপূর্ণতা নয় শুধু যোনির সাদ গ্রহণে
তাহা উৎসর্গ হয়ে থাকে কিছু ক্ষুদ্র কথায়
হয়ত কিছু কিছু ছোট্ট মুহূর্তের হাত ধরেই দুটি মনের ভাল লাগার প্রলভনে নিরালায়,
ভালোবাসা নয় কোন ধুও মাখা রঙ্গিন রুম এ শরীর এর বস্ত্রগুলো,
এক এক করে খুলে রাত্রি জাগার কিঞ্চিন্ত সময়ের বন্ধুর কাছে নিজেকে সমর্পণ।
ভালোবাসা নয় গিটার এর তালে প্রতিদিন ,
খুঁজে বেরানো প্রেমিকা কে জংলী কুকুরের মত করে সুস্থ মস্তিষ্কের বস্ত্র হরণের কৌশল,
ভালবাসা কোন এক চায়ের টেবিলে এক বিবাহিত দম্পতির
একি চায়ের কাপে খাওয়াকেও বলে।
ভালোবাসা পবিত্র তোমার যৌনাঙ্গের তৃপ্তির জন্যে যে সম্পর্ক গড়ে তুলেছ
সেটা ভালোবাসা নয় অন্য কিছু।
বেশ্যা বৃতি11111
©somewhere in net ltd.