নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুবাইয়াৎ তন্ময়

রুবাইয়াৎ তন্ময় › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ শুধু বাংলাদেশ

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৫

রফিক সাহেব খুব দ্রুতগতিতে সিগারেট টানছেন।প্যাকেটে আরও চারটা সিগারেট বাকি।এগুলোও শেষ করতে হবে।টাকা দিয়ে কেনা জিনিস।বললেই ফেলে দেয়া যায়না।গত সাতাশ বছরের অভ্যাসটা আজ ছেড়ে দিতে হচ্ছে।তার স্ত্রী এত ঝগড়া করেও কাজটা করাতে পারেননি।তবে এই এগারোটা ছেলে যেই নাছোড়বান্দা মনে হচ্ছে কাজটা করিয়েই ছাড়বে।দল জিতলে প্রতিজ্ঞাটা যে তার রাখতেই হবে।

টেবিলের অবস্থাটা এত অগোছালো ভাবতেই পারেনি আতিক।ম্যাচ শুরুর আগেই সব গুছিয়ে ফেলতে হবে।বাংলাদেশ জিতলে আর ফাঁকিবাজি করবেনা সে।কিছু প্রতিজ্ঞা মন থেকেই রাখার ইচ্ছা জাগে।

লো ব্যাটারি শো করা সত্ত্বেও সেলফি তুলছে আনিকা।আজই শেষ।যতই লাভ উ সাকিব,লাভ ইউ মাশরাফি বলুক এই ছেলেগুলাই কিনা ওকে আর সেলফি তুলতে দিবেনা সারাদিন।সেলফিফ্রিক একটা মেয়ের জন্য এটা যে কতটা কষ্টের ও ই ভালো জানে।তবু দলের জন্য দেশের জন্য এইটুকু ভালোবাসা এমনিতেই আসে।

খুব খিদে নিয়ে প্যাডেল চালাচ্ছে মতি মিয়া।আজ খাওয়ায়ার সময় নেই।যতটুকু পারা যায় ক্ষেপ মেরে নিতে হবে।কাল বড় বড় টিভির দোকানের সামনে দাঁড়ালে চোখের পলকেই বেলা শেষ হয়ে যাবে।

সামান্য ক্যাশিয়ারের কাজ করেন আশরাফ আলি।১১ জন খেলোয়াড়ের সবার নাম জানেননা তিনি।তবু জানেন দল আজ কোয়ার্টার ফাইনালে।একটু পর পর খেলার খবর জানতে চাচ্ছেন আগ্রহ নিয়ে।চাচা ভাতিজার রহস্য জানেনা কাগজ কুড়ানোর কাজ করা সোহেল।সে শুধু জানে বাম হাতে ব্যাট করা ছেলেটা একসময় সামনে এগিয়ে বোলারদের ধরে দিত।তার বিশ্বাস আজও দিবে এবং ভালোভাবেই দিবে।

আঁতেল উপাধি পাওয়া মিতু নামের মেয়েটিও সবার সাথে খেলা দেখবে।একটা অ্যাসাইনমেন্ট জমা না দিলে কিইবা হবে।ফাইনাল এক্সামে ঠিক পুষিয়ে নিবে।প্রেমিকার সাথে দেখা না করলেও আজ সমস্যা নেই তুহিনের।আজ সাত খুন মাফ।

এতসব প্রতিজ্ঞা,ভাবনা,কাজকর্ম সব একটা ম্যাচকে ঘিরে।প্রতিবারই এমন ঘটে।আবেগ ভালোবাসার সবটা দিয়েই আমরা ক্রিকেটকে চিনি।সমালোচনা,ট্রল বা ভালোবাসা আবেগ সব একই মুদ্রার এপিঠ ওপিঠ।কখনো আলাদা করা যাবেনা।মাঝে মধ্যে একটু বেশিই করে ফেলি আমরা।কি আর করা।কারণ আমরা বিশ্বাস করি অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এত গরল উগড়ে দেয়া যেত না।

কালকের ম্যাচটায় পুরা ফাইনাল ফাইনাল ফিল চলে আসছে।সময়ই যেন কাটতেসে না।ফলাফল যাই হোক দেশ একটাই,বাংলাদেশ।তবে কোপ মারার স্বপ্নটাতো দেখতেই পারি।কোন কথা হবে না খালি কোপ হবে কোপ!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.