![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশিউর রহমান রুবেল গণমাধ্যমকর্মী, সদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনচেয়ারম্যানউন্নয়নের জন্য প্রচারাভিযানগণমাধ্যমকর্মীসদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন ও চেয়ারম্যান, উন্নয়নের জন্য প্রচারাভিযান
নারী কোনো পণ্য নয়। নারীদের অধিকার নিয়ে নারী নেত্রীদের সরব দেখি।
কিন্তু প্রতিযোগিতার নামে নারীকে বিশ্বমিডিয়ার সামনে বিবস্ত্র করার বিষয়ে আমরা কেন জানি নিশ্চপ!
এর অর্থ এই দাঁড়ায়- আমরা নারীকে পণ্য বানানোর কর্মকাণ্ডে মৌন সমর্থন দিচ্ছি। অথবা কিছু বলে পুঁজিবাদের দুনিয়ায় পুঁজিপতিদের চোখের কাটা হতে চাচ্ছি না?
[অসাধারণ লিখেছেন, সৈয়দা নাসরিন ইসলাম । ধন্যবাদ আপনাকে। পুরো লেখা পড়তে চাইলে ক্লিক] করুন। আমি শুধু শেয়ার করার জন্য কপি পেষ্ট করেছি মাত্র।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: সহমত
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
সাদা পাখি বলেছেন: +
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: সহমত
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: উল্লেখযোগ্য অংশ......
কিছু নারী নেত্রী রয়েছেন, যারা মনে করেন ইসলাম নারীকে একঘরে করে রেখেছে। তাদের এমন ধারণার মূলে রয়েছে ইসলাম সম্পর্কে অজ্ঞতা। সাধারণত নারী শ্রমিকদের ইসলামের প্রতি অনাগ্রহ সৃষ্টির জন্য একটি শ্রেণী ইসলামের ভুল ব্যাখ্যা করছে। অথচ হযরত মোহাম্মদ (সা.) নারীদের ঘরে বসে থাকতে বলেননি। রাসুল (সা.) বিভিন্ন যুদ্ধ ও সফরে তার স্ত্রীদের সঙ্গে নিয়ে গিয়েছেন। রাসুল (সা.) এর স্ত্রী হযরত আয়েশা (রা.) নিজে একটি যুদ্ধে অংশ নিয়েছেন। উটের পিঠে চেপে তিনি যুদ্ধে অংশ নেয়ার কারণে ওই যুদ্ধকে ‘উষ্টীর যুদ্ধ’ বলা হয়ে থাকে।
ইসলাম বলেছে, নারীরা যখন প্রয়োজনীয় কাজে ঘর ছেড়ে বাইরে যাবে তখন তারা ঘরের পরিবেশ বজায় রাখবে। এর অর্থ, সে নিজেকে সংযত রাখবে, সংরক্ষণ করবে। ইসলাম ধর্মের বিধানে নারীরা সব কাজই পরতে পারবে।
নারীকে ইসলাম ঘরের মধ্যে বসে থাকতে বাধ্য করেননি। তবে নিজেকে সংরক্ষণ করে রাখতে বলেছে। কিন্তু সংস্কৃতি বা সুন্দরী প্রতিযোগিতার নারীরা যখন নগ্নতায় জড়িয়ে পড়ে, তখন নিজের নারীত্ব সংরক্ষণ বেশ দুরুহ হয়ে পড়ে।
নারী মহলে থেকে মহিলাই থাকুক, এটা আমরা চাই না। নারীরা নিজেদের আত্মমার্যদা রক্ষায় সক্রিয় হোক। তাদের মনে রাখতে হবে সুন্দরী প্রতিযোগিতা নারীর মর্যাদা বাড়ায় না। বরং নারীকে উপভোগ্য ও লালসার বস্তুতে পরিণত করে। যেটি কারও কাম্য নয়।
একটি দেশ মুসলিম অধ্যুষিত না হিন্দু বৌদ্ধ অধ্যুষিত তা বোঝার আগে পৃথিবীর সব নারীদের বোঝা উচিত নারী কোনো ভোগ্য পণ্য নয়। একজন পুরুষের মতো নারীও সম্পূর্ণ আলাদা একজন মানুষ। মানুষের দেহের কোনো প্রতিযোগিতা হয় না।
তাই আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা নারীকে নগ্ন প্রতিযোগিতায় দেখতে চাই না। নারীকে সম্মানের আসনে দেখতে চাই।
+++++++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই, সব বুঝলাম। কিন্তু শেষ কথা হল, নারীরাই এমন প্রতিযোগীতায় যাবার জন্য উদগ্রীব হয়ে থাকে। এবং নারী নেত্রীদের কথা হচ্ছে, যেহেতু তারা নিজেরাই চাচ্ছে, সেহেতু তাদের এটাতে না যেতে দেওয়াই হবে তাদের উপরে জুলুম।
নিজের ভাল নিজে না বুঝলে কেউ বুঝিয়ে দেওয়াটাও সে শোভন মনে করে না।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: সহমত
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
আনমনা 007 বলেছেন: ভাল লিখেছেন, তবে ছবিটা পোস্ট করে আপনিও নারীকে পন্য বানাতে সামান্য হলেও সমর্থন বা উৎসাহ দিলেন,
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: বিষয়টি দৃষ্টি আকষর্ণের জন্য দেয়া। তবে পণ্য বানাতে নয়।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: এটাতে না যেতে দেওয়াই হবে তাদের উপরে জুলুম।
নিজের ভাল নিজে না বুঝলে কেউ বুঝিয়ে দেওয়াটাও সে শোভন মনে করে না।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৫
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: সহমত
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
মনুমনু বলেছেন: আমি কই কি, শরীর দেখাইলেই যাখানে ভাল টাকা কামানো যায়। ছেলেদের ভেড়া বানিয়ে নেয়া যায়, এই সূযোগ স হজে ছাড়েনা কেউ। যতই নীতি কপচাইনা কেন আমরা--
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৮
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: ভালো তো, ভালো না
ছেলেদের ভেড়া বানাতে গিয়ে সবকিছুই বিসর্জন দিতে পারে মেয়েরা। তাই নয়কি।
ভালো থাকবেন।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
The following two pictures are self explanatory.
ধন্যবাদ।
+++।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
তথাকথিত আধুনিক এ সমাজ নারীর মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করছে নাকি তাকে ভোগ্যপণ্যে পরিণত করছে ?
বাংলাদেশে কয়েক ডজন এনজিও কাজ করছে পতিতাদের স্বাস্থ্য রক্ষার জন্য !
তারা যাতে এইডসে আক্রান্ত না হয়ে যায় তার জন্য !
এর পেছনে খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা । নারী এবং পুরুষ কর্মীরা পতিতা পল্লী ও ভাসমান পতিতাদের কাছে যেয়ে তাদেরকে কনডম ব্যবহার শেখাচ্ছে, পিল দিয়ে আসছে।
কখনো কি শুনছেন এ পেশা ছেড়ে অন্য কোন সম্মানজনক পেশায় নিয়ে আসার জন্য কোন এনজিও কাজ করছে ?
তারা কোনদিন এসব চালাবে না কারন তাহলে বিদেশী ফান্ডিং বন্ধ হয়ে যাবে । বরং তারা এটাকে সম্মানজনক পেশা বানানোর জন্য কাজ করবে । বিক্রি করা হচ্ছে সাবান বা স্যাম্পু কিন্তু দেখানো হচ্ছে নারীর উন্নত দেহ !
কেন ?
কারন খোলামেলা না হলে পন্য চলবে না । পারফিউমের বিজ্ঞাপন দেখানো হচ্ছে অর্ধ উলঙ্গ মেয়েরা ধেয়ে আসছে এর গন্ধে! গাড়ির সামনে স্বল্প বসনে একটি সুন্দরী মেয়ে না দাড়ালে গাড়ি বিক্রি হবেনা !
এ কোন বর্বর সমাজে আমরা বসবাস করছি?
নারীর শরীরের সাথে এখন গর্ভ ও কিনে নেয়া হচ্ছে ? ভালবাসার সম্পর্কে কোনমতে একটি মেয়ে কনসিভ (মাতৃগর্ভে শিশুর আগমন) করলে বাচ্চাটাকে এবরোশন (মেরে ফেলা) হচ্ছে ! কষ্ট পাচ্ছে কে ? শুধু মেয়েটাই বোঝে এ কি পরিমান কষ্টের । এটা শুধু শারীরীক কষ্ট নয় মানসিক কষ্টও । বিদ্যমান থাকে এ বেদনা সারাটি জীবন মেয়েটার মনে।
এ পূজিবাদ তার পূজির জোরে আমাদের সমাজ সভ্যতাকে ভেঙ্গে দিচ্ছে । পরিবার গুলোকে ভেঙ্গে খান খান করে দিচ্ছে । গাড়ি বাড়ি আর নারীতে আমাদের দৃষ্টি সীমাবদ্ধ করে রাখছে । আমরা এর বেশী আর চিন্তা করতে পারছিনা।
ধন্যবাদ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২১
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: সহমত
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬
সুফিয়া বলেছেন: আপনার সাথে সহমত। ঐ সুন্দরীদের স্থলে এই সুন্দরকে উপস্থাপন করলে কেমন হয় দেখুন তো।
Click This Link
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২০
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: ধন্যবাদ, ধন্য হলাম
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
তারেক হিমু বলেছেন: যথার্থ লিখেছেন সৈয়দা নাসরিন ইসলাম ।