নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়তে ও চিন্তা করতে ভালবাসি। ছোট গল্পের সাথে সাথে ব্লগ লিখি।

আহা রুবন

পড়তে ও চিন্তা করতে ভালবাসি। ছোট গল্পের সাথে সাথে ব্লগ লিখি।

আহা রুবন › বিস্তারিত পোস্টঃ

ফখরুল সাহেব দেশটাকে বাঁচান।

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫০





ফখরুল সাহেব দেশটাকে বাঁচান। আমরা দিন দিন কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার দলের লোকজন চাঁদাবাজি-দখলবাজি নিয়ে তো মহাব্যস্ত! সে পুরাতন কথা। কিন্তু নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। আমার নিজের শহরে প্রতি সন্ধ্যা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে দুই গ্রুপ, তিন গ্রুপের মারামারি। নতুন বাড়ি তৈরি করতে চাঁদা চাই, জমি কিনলে মিষ্টি মুখ করাতে হয়— ভাবতে কষ্ট হয় সুতার, বিদ্যুৎ মিস্ত্রি, রাজ মিস্ত্রিদের কাজ পেতে গেলে চাঁদা দিতে হয়।

আওয়ামীলীগ দৃশ্যপটে নেই। ওদের মধ্যে একটা বোঝাপড়া ছিল এক গ্রুপ চাঁদা নিলে অন্য গ্রুপ দ্বিতীয়বার যেন না নেয়। এখন সেই বালাই নেই। সকালে একদল বিকেলে আরেক দল। আবার এলাকা নিয়ে নিজেরাই হানাহানিতে ব্যস্ত।

গ্রামে গিয়ে অদ্ভুত ঘটনা জানলাম— আপনারা জেনে থাকবেন ছাগল ব্রিডিং করাতে যে পাঁঠার প্রয়োজন হয় সেগুলো সাধারণত দুঃস্থ-জনেরা পালন করে থাকে। তিনটি গ্রামের ঘটনা শুনলাম ওখানে সকালে এক দল চাঁদা নিতে যায় তো বিকেলে আরেক দল। তারপর আবার অসামাজিক(!) কাজের হুমকি। বাধ্য হয়ে তারা ব্রিডিং ফার্ম বন্ধ করে দিয়েছে। দ্রুত পদক্ষেপ নিন। দেশটাকে বাঁচান।

সরকার কিছুই করবে না। তারা পলিথিন, দিবস বাতিল নিয়ে আছে।

সেয়ানা জামাত এসব থেকে নিজেদের দূরে রেখে রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনায় ব্যস্ত। মাঠের অবস্থা— বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে, উল্টো জামাতের বাড়ছে।

জামাতিরা যদি নির্বাচনে ভাল অবস্থায় চলে যায় এই দেশটা আর আমাদের থাকবে না।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:০২

সৈয়দ কুতুব বলেছেন: আমাদের এলাকায় তো বিএনপির ঘাটি! তেমন কোনো মারামারি নেই। সব শান্ত। তবে গেঞ্জাম হচ্ছে এটা সত্য।

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:০৭

আহা রুবন বলেছেন: মারামারি করছে মূলত কিশোর গ্যাং, আর এদের লালন-পালন করছে যাদের করার কথা তারাই।

২| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:৪০

শিশির খান ১৪ বলেছেন: এতো অভিযোগ আপনার অথচ ঠিকানাই বললেন না কোন গ্রামের কথা বলতেছেন সেটা না বললে মানুষ বুঝেবে কেমনে ? বিস্তারিত লেখেন অর্ধেক কথা পেটে রাখলে প্রশাসন ব্যাবস্থা নিবে কেমনে ? জামাত ভালো অবস্থানে গেলে দেশটা আপনার থাকবে না সেটা কিভাবে বুঝলেন ? জামাত তো আগে কখনো ক্ষমতায় আসে নাই এই বার ভোট দিয়া দেখেন হয়তো ভালো হইতেও পারে। সবাইকে এক বার সুযোগ দেওয়া উচিত। বড়ং এতো দিন দেশটা ভারতের ছিল এখন আপনার হওয়ার সম্ভবনা আছে।

৩| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১১:২২

মোনাপাজী বলেছেন: খুব খারাপ কথা। :(

৪| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১১:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন হতেতো আমার এলাকায় শুনিনি। যদি আপনার এলাকায় হয়ে থাকে আগে প্রতিহত করুন। এগুলো বি এন পির কাজ নয়।

৫| ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪২

আহরণ বলেছেন: অচিরেই তালেবান রাষ্ট্র হবে। এই মূর্খদের এটাই প্রাপ্য............... @ ভাইয়া?

৬| ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৩

আহরণ বলেছেন: সদ্য স্বাধীন বাঙ্গুদেশ..........

৭| ০২ রা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২০

কিরকুট বলেছেন: শিশির খান ১৪ বলেছেন: জামাত তো আগে কখনো ক্ষমতায় আসে নাই এই বার ভোট দিয়া দেখেন হয়তো ভালো হইতেও পারে। সবাইকে এক বার সুযোগ দেওয়া উচিত। বড়ং এতো দিন দেশটা ভারতের ছিল এখন আপনার হওয়ার সম্ভবনা আছে।

ছিছির বাইজান অক্করে ফাকি গো লাহান কতা কইছেন । দ্যাশ বারত লইয়া গিয়া বগল বাজাইছে । ওক্ষন জামাত আইয়া দ্যাশ টা পরা পানি দিয়া ছুদ্দ কইরা দিবার পারে ।

জিন্না দাদু জিন্দাবাদ !

৮| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৯

নিলঞ্জনা বলেছেন: কি যে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.