![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুদ্র কাওসারের জন্ম ১৯৯৬ সালের১০ নভেম্বর বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ী গ্রামে। বাবা মঞ্চ নাটকের শিল্পী হবার সুবাদে বাড়িতে বিভিন্ন নাটকের বই ছিল। কবি অবসরে সেই বইগুলো পড়তে পড়তেই সাহিত্যের প্রতি অনুরাগী হন। বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির মাধ্যমে তার সাহিত্য জগতে প্রবেশ। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হচ্ছে। রুদ্র কাওসার জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে এইস এস সি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
তোমার স্মৃতি
- রুদ্র কাওসার
আবেগের বাতাসে ভর করে,
একদিন গোধূলির পাখি হয়ে,
উড়ে যাবো তোমার শহরে!
প্রেমের আলতা পালকে মেখে,
কষ্টের কুয়াশা এই ঠোঁট ঘষে-
কতপথ পাড়ি দিবো অন্ধকারে!
রাতের নিস্তব্ধতা ভেদ করে,
উল্কার মতো ছুটে যাবো নগরে!
কোন এক কাক ডাকা ভোরে,
তোমার স্মৃতি খুঁজে ফিরবো,
নিভৃতে অনুসন্ধানী চাহুনিতে-
খুঁজে ফিরবো তোমার স্মৃতি,
কখনো খুঁজবো ফার্মগেটের আশপাশে,
কখনো মানিক মিয়া এভিনিউ,
চন্দ্রিমা উদ্যাণের সবুজ দুর্বা ঘাসে!
নিউ মার্কেটের সেই দোকানে,
সৌরগলির তিন রাস্তার মাথায় ,
কখনো কাওরান বাজারের সেই,
ফুসকার দোকানের কাঠের চেয়ারে!
দৃষ্টি ক্লান্ত হলে দির্ঘশ্বাসে,
ভেজা চোখে ফিরে যাবো উদ্বাস্তু'র
অসহায় পথহারা মানুষের ভিড়ে!
©somewhere in net ltd.