নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র কাওসারের জন্ম ১৯৯৬ সালের১০ নভেম্বর বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ী গ্রামে। বাবা মঞ্চ নাটকের শিল্পী হবার সুবাদে বাড়িতে বিভিন্ন নাটকের বই ছিল। কবি অবসরে সেই বইগুলো পড়তে পড়তেই সাহিত্যের প্রতি অনুরাগী হন। বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির মাধ্যমে তার স

রুদ্র কাওসার

রুদ্র কাওসারের জন্ম ১৯৯৬ সালের১০ নভেম্বর বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ী গ্রামে। বাবা মঞ্চ নাটকের শিল্পী হবার সুবাদে বাড়িতে বিভিন্ন নাটকের বই ছিল। কবি অবসরে সেই বইগুলো পড়তে পড়তেই সাহিত্যের প্রতি অনুরাগী হন। বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির মাধ্যমে তার সাহিত্য জগতে প্রবেশ। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হচ্ছে। রুদ্র কাওসার জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে এইস এস সি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

রুদ্র কাওসার › বিস্তারিত পোস্টঃ

বেলাভূমি

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৩

বেলাভূমি
- রুদ্র কাওসার
সমুদ্রের বেলাভূমির ভেজা বালুতে -
কত মানুষ পদচিহ্ন এঁকে যায়!
কত যুগলের স্বপ্ন বিলীন হয়েছে,
এই বিশাল সাগরের নোনাজলে!
কত ক্লান্ত হৃদয় শান্তি পেয়েছে দ্বীর্ঘশ্বাসে!
কত প্রেমিকের কল্পনা রঙিন হয়েছে,
প্রেমিকা'র খোলা চুলের স্নিগ্ধ সৌরভে!
কত বিচিত্র মানুষের পায়ের ছাপ,
অদৃশ্য হয়ে গেছে জোয়ারের জলে!
কত শোকের বিরহী বিলাপের ক্রন্দনে,
ছিঁড়ে গেছে মায়ার বুনো প্রেম!
কত আহ্লাদী মনের খেয়ালি আবেগে,
ঝরে গেছে অগণিত প্রস্ফুটিত হাসনাহেনা!
স্বর্গসুখের সন্ধানে একদিন যারা,
এসেছিলো পালংকির এই নগর তীরে-
অতিথি পাখির মতো অদৃশ্য ডানায়,
উড়ে যেতে দুরের ওই মেঘের দেশে!
তারপর ক্লান্ত চরণে ফিরে যাবে নীড়ে,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.