![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য দোজখের দরজা খোলা
তোমার জন্য সহস্র অভিশাপ
অন্ধকারে ঠেলে দিয়েছিলে আমায়
কালো আগুনে পুড়াবে তোমার পাপ
তোমার নিষ্পাপ ঐ চেহারাতে
দানবের সরু নখের আচর
জিব টেনে ছিঁড়ে ফেলার পড়ে দেখি
কোথায় যায় ঐ গালির জোর
তোমার বুকের ঠিক মাঝখানটাতে
আছে কি কোনো হৃৎপিণ্ড
নাকি সেটাও কোনো মরা লাশের ছিল
কেড়ে নেওয়া তো তোমার পছন্দ
দু চোখের সব স্বপ্নগুলো
করে দিয়েছ ভাঙ্গা কাচের মত
তোমার হাতে ছিল সে কাচের টুকরো
আর আমার বুকে ক্ষত
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১
শহরের আগন্তুক বলেছেন: কবিতা ভালো লেগেছে
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬
বিজন রয় বলেছেন: আপনার লেখার হাত আছে।
লিখুন নিয়মিত।