![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১) দুই ভাই গভীর অরণ্যে হারিয়ে গিয়েছে
উঠোনের ঐ দেয়াল পেরিয়ে
অজানা এক বন
হারিয়ে গেছে দুই সহোদর
বিপদ যে ভীষণ
ভূতের বাড়ি, ডাইনী বুড়ি,
কুমড়োদের এক দেশ,
মানুষখেকো, ব্যাঙের জাহাজ,
নাই চমকের শেষ।
নীল পাখি আর কাঠুরিয়া
জানিয়ে দিল এমন-
আঁধারের এক প্রাণী তাদের
করছে অনুসরণ।
পালিয়ে তারা কোথায় যাবে
সবদিকে বিপদ
দুভাই শুধুই খুঁজে বেড়ায়
বাড়ি ফেরার পথ।
(২) দ্বীপে ভেসে আসা নাবিক
আলো-আঁধারের দেশে
জোয়ার ভাটার সর্বনেশে
ঢেউয়ের সাথে ভেসে
এসেছিল সে একা
সময় তটের স্রোতে
দিন যাচ্ছিল কেটে
সৈকতে বসে বসে
স্বপ্নের রঙে আঁকা
লাল কেশ আর
সবুজ পাতার
ভাষাহীন রূপকথা
''ওভার দা গার্ডেন ওয়াল'' আর "দা রেড টার্টেল" অ্যানিমেশন দুটি দেখে লিখেছিলাম এই দুটি অনুকাব্য। দুটি অ্যানিমেশন-ই মডার্ন রূপকথা নিয়ে গল্প বলেছে, প্রথমটা শিশুতোষ, আর দ্বিতীয়টা বড়দের। এই দুটি জিনিষ না দেখে এই কবিতা দুটি পড়লে কিছু বোঝা যাবে বলে মনে হয় না। দুঃখিত।
একদম উপরের ছবিটা এঁকেছেন Tin Can Forest
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৩
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: দারুন হয়েছে কবিতা দুখানা...
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে ^_^
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ ^_^
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪
বিনম্র বলেছেন: ভালো লাগল বেশ।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ ^_^
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
আটলান্টিক বলেছেন: ছবিগুলো তো দারুণ হয়েছে।কবিতাটা ও চমৎকার।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ ^_^
দা রেড টার্টেল মুভিটি দেখতে পারেন, যদি সুন্দর দৃশ্যের ছবি ভালো লাগে। গতবার অস্কার নমিনি হয়েছিল। পুরো মুভিতে কোনো ডায়লগ নেই কিন্তু, নারী এবং পুরুষের সম্পর্ক নিয়ে দারুন একটা গল্প।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
জাহিদ অনিক বলেছেন: ভাষাহীন রূপকথা ভালো লাগলো।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩১
প্রতিভাবান অলস বলেছেন: বাহ্