![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“এই, তারাতারি করো!”
ভদ্রলোক তার স্ত্রীকে তৈরি হবার জন্য তাগাদা দিচ্ছিলেন।
মেয়ে মানুষ যেকোনো কিছু করতে গেলেই এত্ত সময় নেয়...
“এইতো আমার শেষ। আমাদের হাতে তো অনেক সময়। শোউ, সবকিছু নিয়ে হইচই না করলে যেন তোমার চলেই না।”
আজ তার আসলেই আর তর সইছে না।
বছরের শেষ মৌসুম...
শোউ তার স্যুটের পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন।
“তোমার বাবা মা আমাদের দেখে ভীমরি খাবেন না তো?”
“তুমি যে কি সব বলো”, শোউ হেসে বললেন। “ওনারা তাদের নাতিকে পেয়েই খুশি হবেন।” পাশের খাটে শোয়া তাদের ছোট্ট ছেলেটার দিকে তাকালেন তিনি।
“দেরি করেছি বলে সরি। আমি তৈরি।” স্ত্রী মুচকি হেসে বললেন, “এই যা, তুমি যে কি... “
“কি?”
“এদিকে আসো।” তিনি শোউ এর শার্টের কলারের দিকে হাত বাড়ালেন।
“ওহ ভুলেই গেছি।”
“তুমি এত অন্যমনস্ক কেন? এই, আমার দিকে তাকাও…” স্বামীর গলায় বেঁধে দিতে দিতে বললেন, ”আই লাভ ইউ।” ফিসফিস করে তার কানে দ্বিতীয়বার থেমে থেমে বললেন “আমি তোমাকে ভালোবাসি।”
“ন্যাকামো বাদ দাও তো…”
“মানে! আমরা বিবাহিত না? স্বামী স্ত্রী মাঝে মধ্যে একটু প্রেম করলে অসুবিধা কোথায়?” কথাটা বলেই তার ভীষণ লজ্জা লাগলো। লাজুক হাসি নিয়ে তিনি মেঝের দিকে তাকালেন।
“আমিও তোমাকে ভালোবাসি।”
শেষ কবে এই বাক্য তাদের মুখে উচ্চারিত হয়েছিল কে জানে। দুজনেরই বেশ লজ্জা লাগছিল, কিন্ত একটুও মন্দ লাগছিল না।
ভদ্রলোক স্ত্রীর হাতটি শক্ত করে ধরলেন।
“চলো যাই?”
“আচ্ছা।”
এবং সাথে সাথে তিনি তাদের নিচ থেকে চেয়ারটা ফেলে দিলেন।
(গল্পটি ইন্টারনেটে বহুল প্রচারিত জাপানি গল্প থেকে অনূদিত।)
২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:২০
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ। আপনি ধরতে পেরেছেন! ^_^
২| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।
২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: দুজনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
৩| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২১
Sujon Mahmud বলেছেন: ঝাল কম হইছে
২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: কিসের ঝালের কথা বলতেছেন? মাথা ঠিক আছে?
৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন: টুইস্টটা জোশ
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৮
সুমন কর বলেছেন: অাত্মহত্যা !! গভীর, ভালো লাগল।