![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
মানিকগঞ্জে পুলিশের গুলিতে নিহত ৪ এবং সকলেই সাধারণ মানুষ কোন শিবির নাই! গত ৫ দিনে পুলিশের গুলিতে ১১ জন নিহত হন যাদের প্রায় সকলেই সাধারণ মানুষ...।
পুলিশকে এভাবে নির্বিচারে মানুষ হত্যার লাইসেন্স কে দিয়েছে??? গত কদিনে এতগুলো মানুষ মরলো আর নতুন প্রজন্ম আছেন শিবিরের গুষ্ঠী উদ্ধারে!!!!! জামাত-শিবির নিধন করতে গিয়ে নিরীহ মানুষগুলোর প্রান যাবে এটা কেমন কথা???? থুঃ বাল সরকার, থুঃ জামাত-শিবির, থুঃ পুলিশ, আফসোস নতুন প্রজন্ম!!!!
©somewhere in net ltd.