![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
খবরঃ ১৩৩ জনের প্রতিনিধি বহর নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান। প্রতিনিধি দলে কয়েকজন সাংবাদিকও রয়েছে।
মন্তব্যঃ ট্যাকা হইলো তেজপাতা। জনগণের ট্যাকাই আছে আপনাগো আরাম-আয়েশ আর দুনিয়া দেখানোর লিগা! ১৩৩ জনের থিকা একজনও যদি কম হইত তাইলে আমগো দেশের মান-ইজ্জত সব ডুইবা যাইতো না???
আমিও বিদিশ সফরে যাতি চাই।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
রুহাশ বলেছেন: দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হইলো!!!
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ১৩৩ নয় ১৪০ জন।