![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ব্লাড ক্যান্সার রোগি ৭ বছরের ছোট বোনের জন্য ১ দিন পর পর ৩/৪ ব্যাগ এ পজিটিভ [A+] রক্ত দরকার হচ্ছে। আগামীকাল ৪ ব্যাগ রক্ত দরকার ছিলো যা অনেক কষ্টে যোগাড় করা হয়েছে! সামনের কয়েকটা দিন আরো ব্লাড লাগতে পারে। চট্রগ্রামের এ পজিটিভ [A+] ডোনাররা একটু এগিয়ে আসবেন কি?
রক্ত দিতে পারলে যোগাযোগ করুন 01829623709 (রোগীর চাচা)। আর যারা রক্ত দিতে পারছেন না তারা চুপচাপ বসে না থেকে যে যেভাবে পারেন রক্তদাতা খুজতে একটু সহায়তা করেন প্লিজ ! পোস্টটি শেয়ার করুন যাতে কেউ পোষ্টটি দেখে রক্ত দিতে এগিয়ে আসেন।
[collected]
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৫
তুহিন সরকার বলেছেন: http://www.donatebloodbd.com-এই সাইটে যোগাযোগ করুন।