নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশী

রুহাশ

আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।

রুহাশ › বিস্তারিত পোস্টঃ

সবার উপ্রে i-report সত্য, তাহার উপ্রে নাই!

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

লুল! CNN এর ওয়েবসাইটে পাব্লিশ হওয়া একটি i-report নিয়ে আওয়ামী সমর্থকেরা যা করছে তা দেখে ব্যাপক বিনুদুন পাইলাম।



-প্রথমেই আসি i-report কি?



i-report হচ্ছে CNN er এর একটি segment যেখানে দুনিয়ার যে কোনখান থেকে যে কেউ রিপোর্ট লিখতে পারবে। তো স্বাভাবিকভাবেই বুঝা যাচ্ছে এই রিপোর্টটি কোন সাধারণ মানুষের লেখা।



যাই হোক, এবার আরেকটি i-report এর লিঙ্ক দিচ্ছি যা লেখা হয়েছে বিডিআর বিদ্রোহে সরকারের সংশ্লিষ্টতার উপর।

http://ireport.cnn.com/docs/DOC-1055436



যদি এই রিপোর্ট ২টি আমরা সত্য বলে ধরে নেই তাহলে বুঝে নিতে হবে বিডিআর বিদ্রোহে ২ পক্ষেরই সংশ্লিষ্টতা আছে।



কি এক দেশের নাগরিক আমরা রে ভাই...যে যাই দেখে তাই নিয়া ফালাফালি। সত্য-মিথ্যা যাচাই করার সুবুদ্ধিটাও কারও মাথায় আসেনা???

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আআজব রে ভাই

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

রুহাশ বলেছেন: আসলেই! :/

২| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

বিডি আইডল বলেছেন: বেকুব গুলা এইসব বাদ দিয়া নিজের পিঠ বাচাঁবে কেমনে সেই চিন্তা করুক

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

রুহাশ বলেছেন: এই চিন্তা যদি ওদের মাথায় থাকতো তাইলে তো হত!

৩| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০

মোঃ মামুনুর রশীদ বলেছেন: লাইফে একবার iReport লিখছিলাম, এখন মনে হইতাছে খুব অপরাধ করে ফেলছিলাম!

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

রুহাশ বলেছেন: হা হা হা হা.... ঘটনা সত্য! :D

৪| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
এ ক্ষেত্রে মোটিভ এখানে গুরুত্বপূর্ণ।


রৌমারি কিলিং স্মর্তব্য।


১০০% ক্ষমতায় যাওয়ার প্রতিশ্রুতিও কম বড় টোপ নয়! তা-ও ২০২১ সাল পর্যন্ত। এটাই আমার কাছে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য।



===============================



মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না-কেউ জবাব তার
সবাই বলে ভেল্কিবাজী বকিসনে আর খবরদার!!!

8-| #:-S B:-)



===============================

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২

রুহাশ বলেছেন: আপনার কথায় পয়েন্ট আছে। মোটিভ ছাড়া এত বড় ঘটনা ঘটতে পারেনা। এক্ষেত্রে আইএসআই এর চেয়ে "র" এর হাত থাকাটা যুক্তিযুক্ত বেশী। বিডিআর এর উপর ওদেরই ক্ষোভটা বেশী থাকার কথা।

৫| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

নীলআকাশ৩১৭ বলেছেন: আই রিপুট দেইখা, বালের বলদ গুলা মনের সুখে লাফা লাফি করতেছে, ওরা মনে হয় জানেই না , আই রিপুট কিতা! পাগলের সুখ মনে মনে =p~ =p~

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

রুহাশ বলেছেন: হা হা হা হা হা......
পাগলের সুখ মনে মনে.....জটিল বলেছেন!!! =p~ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.