নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশী

রুহাশ

আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।

রুহাশ › বিস্তারিত পোস্টঃ

রন্ধনপ্রেমী বঙ্গ রাজনীতি এবং আন্দোলন আন্দোলন খেলা

০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

তো তুম্রা হরতাল দিবা কিন্তু তুমাদের একজন শীর্ষ নেতারেও মাঠে দেখা যাইবেনা সেটা কিরাম হিসাব??? তুম্রা না ১৮ দল?! প্রতি দল থেকে একজন করে নেতা আইসলেও তো মাঠ গরম হবার কথা! কিন্তু তুম্রা আসবা না। তুম্রা আচলের তলায় লুকাই থাইকা ভারাইট্টা দিয়া আন্দোলন আন্দোলন খেলবা। তুম্রা ম্যাচের কাঠি সাপ্লাই দিবা আর তা দিয়া তুমগো ভারাইট্টারা ভাত রান্ধনের মত মানুষ রানবে আর আম্রা কিছ সভ্য নাগরিক ফেসবুকে হাসি-তামশার ঝড় তুলপো! আর বাকি গুলা বিদেশে বইসা বইসা দেশ গেল, দেশ গেল বইলা গালিবাজি করপো! এইবারে বুজলাম দেশী চ্যানেলগুলাতে রান্ধনের অনুষ্ঠান ক্যান বেশী! বাঙ্গালী মাত্রই রন্ধন আর ভোজন রসিক। হোক না সিটা কাভার্ড ভ্যানের ভিত্রে মানুষ রান্ধা!!! জিন্দাবাদ হ্যায় মেরে প্যায়ারে বাঙ্গাল রাজনীতি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.