![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
তো চেতনাধারী ভাইয়েরা, দাদারা আমাদের চরম আত্মত্যাগের ইতিহাসকে বুড়ো আঙ্গুলী দেখিয়ে তাদের কারণেই এই দেশ স্বাধীন হয়েছে বলে যদি প্রচার করে তবে তাতেও কি আপনাদের চেতনার চোখে রাজ্যের ঘুম নেমে আসে?? নাকি আপনাদের চেতনার চোখে ছানি পড়ে দাদাদের কথা উঠলে??
চেতনা ব্যবসা ভাল ব্যবসা যদি না খায় ধরা!
©somewhere in net ltd.