![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
এত বড় একটা নৃশংস ঘটনার পর পুরো জাতির এক হওয়ার কথা ছিল। কিন্তু নাহ, আমরা তা পারলাম না। একদল অসুস্থ মস্তিকের বহরা শাবক নানারকম কেচ্ছা কাহিনী বানিয়ে এই ঘটনার দায় ভারতের উপর চাপাতে চাইছে। তারা কোনভাবেই মানতে নারাজ এই ঘটনা আইসিস ঘটিয়েছে! যেখানে এই জঙ্গি গ্রুপটি এই ঘটনার দায় স্বীকার করে টুইট করেছে এবং প্রমাণসরুপ ছবিও পোস্ট করেছে, সেখানে এই ধরণের কল্পনাপ্রসূত উদ্ভট প্রচারের ভিত্তি কি? কাদের আড়াল করতে চাইছে এইসব মানসিক ভারসাম্যহীন ছাগলগুলো??
বলা বাহুল্য, এই ধরণের অসুস্থ প্রচার প্রথম দেখলাম দিগন্ত টিভি নামের একটি পেইজে। এধরণের প্রপোগান্ডা চালানোর উদ্দেশ্য কি???এখনও কি বলে দিতে হবে এরা কাদের এজেন্ট???
এদেরকে খুঁজে বের করে যথাশিঘ্রি খোঁয়াড়ে পাঠানো হোক।
০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
রুহাশ বলেছেন: শুনলাম মুরগী কবির নাকি ফরমাইছেন, এসব বিম্পি-জামাতের কাজ। আম্লিগের কর্মীরাও দ্যাখলাম জোরেসোরে লাগছে দোষ বিম্পি আর জামাতের ঘাড়ে চাপাইতে। যত্তসব!
২| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সম্মানিত লেখক ও "বিচার মানি তাল গাছ আমার" ভাই দুজনেই সত্যটা উপলব্দি করতে পেরেছেন। এরপর ইনু এবং হাসান সাবেরা কি বলে দেখুন। আরো ক্লিয়ার হবে প্রধানমন্ত্রীর ভাষনের পর। প্রোপাগান্ডা! হ্যাঁ! প্রোপাগান্ডাই এখন আমাদের আসল কাজ। বাঙ্গালীদের এবারে সত্যিই ভিমরতিতে পেয়ে বসেছে।
ধন্যবাদ।
৩| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: এই ভিডিওটিতে প্রধানমন্ত্রী বলেছেন যে, ছয়জন জঙ্গী নিহত হয়েছে এবং একজন ধৃত। ওরা যে সবাই মুসলমান এটা তিনি কীভাবে বুঝলেন? ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে?
https://www.youtube.com/watch?v=xsHbZNTmHR8
৪| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
মোহাম্মদ ইমরান হোসাইন বলেছেন: জামাতের উপর দোষ টা না চাপলে আওমিলীগের ঐতিহ্যে ভাটা পড়বে।
৫| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: তনু হত্যার পর বাংলাদেশে ঘটে যাওয়া কোন ঘটনাদি নিয়া এডভান্স মন্তব্য করবো না বলে প্রতিজ্ঞা করছি।
০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:২২
রুহাশ বলেছেন: অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত।
৬| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:০৭
নতুন বলেছেন: এই সবাইকে রিমান্ডে নেওয়া দরকার।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফালতু। এবার ইনু, হাসানরা কী বলে দেখেন....