![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সভ্যতার উৎকর্ষ শুরু মানুষের মেধা, শ্রম, বুদ্ধি, আধ্যাত্মিকতা ও লেখনীর মাধ্যমে। ক্রম উন্নয়নের ধারায় শিক্ষা-ক্ষেত্রে কলমের কালীর রং কখনো কালো, কখনওবা সাদা। প্রাথমিক যুগে আবক্ষ শক্ত ভিত্তিতে (ব্লাকবোর্ডে) লিখতে ব্যবহৃত হত সাদা চক যা এখনো বিদ্যমান। বর্তমানে সাদা বোর্ডে কালো মার্কার কলম ও কালো বোর্ডে সাদা মার্কার কলম। কি-বোর্ডে সাদা-কালো অক্ষর বাটন নব প্রযুক্তির অবদান। Believes in the ultimate potential of Human Mind……
বিগত ১৩ বছরের লেখালেখি জীবনে ও সামহোয়ারইন ব্লগে ৭ বছর ৯ মাসে এই প্রথম বিশেষভাবে শুধু ছবি নিয়ে পোস্ট দিচ্ছি। শুধু ছবি, ছড়া ও পর্যবেক্ষণ। ২১ তলা ভবনের বারান্দা থেকে ঢাকা শহরটাকে কেমন দেখায়- চলুন নির্বাক নয়নে অনুভব ও অবলোকন করি।
ছবি (১)
“ইট আর কংক্রিটের খাঁচা
যেন এই নিরাবেগ ঢাকা।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (২)
“যাদুর এই শহর মরীচিকা হায়
নিচে তাকাইলে সব ক্ষুদ্র মনে হয়।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (৩)
“যদি করো সূক্ষ্ম পর্যবেক্ষণ
শৌখিনের ছাদবাগান করিবে দর্শন।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (৪)
“যতদূর দেখি নাইকো প্রকৃতি-সবুজ
রসকষ-প্রাণহীন শহরে প্রয়োজন এই বুঝ।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (৫)
“গাছপালা কেটে করেছে শেষ
অক্সিজেনের প্রয়োজন হচ্ছে বিশেষ।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (৬)
“যতদূর চোখ যায় দেখি ধোঁয়াশ
বাতাসে মিশে আছে বিষাক্ত গ্যাস।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (৭)
“মাঝে মাঝে নজরে আসে কদাচিৎ সবুজ
বুঝে নাও এগুলো করিৎকর্মা মানুষের বুঝ।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (৮)
“খেয়াল করো নির্মাণ পিচ ঢালা রাস্তা
ছোট ছোট যন্ত্রযান করিছে যাওয়া-আসা।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (৯)
“টিনশেড বস্তি নিম্নবিত্তের নিভৃতে বাস
নিদারুণ রহস্য সংসার করছে বিরাজ।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (১০)
“টিনশেড, সবুজ, সুউচ্চ অট্টালিকার পরে
শহরের প্রান্তে কিছু আর চোখে নাহি পরে।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (১১)
“সারি সারি অট্টালিকা দাড়িয়ে ঠায়
সভ্যতার নিদর্শন এই যেন হায়।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (১২)
“যদি দাও একটু নজর
করিবে খেয়াল মস্তিষ্কের জোর।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (১৩)
“আমি, তুমি ও প্রবল ছাড়া
এই শহরে আরও বাস করে সর্বহারা।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (১৪)
“উঁচু উঁচু ভবনের আধুনিক ঢাকা
এই শহর হচ্ছে নগরায়নের চাকা।”
স্থানঃ ৫ মিরপুর রোড, ঢাকা – ১২১৬
ছবি (১৫)
“এক পাতায় পড়ে নাও ইট-কাঠ-কংক্রিটের মন
এই হল ঢাকা- নির্লিপ্ত শশিপ্রভা শহরের দর্শন।”
স্থানঃ ১০০ গুলশান এভিনিউ, ঢাকা - ১২১২
বিশেষ দ্রষ্টব্যঃ ছবিগুলো Samsung Galaxy S22 Plus দিয়ে তোলা হয়েছে।
Copyright (C) All Rights Reserved
১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৩
*কালজয়ী* বলেছেন: @@ চাঁদগাজী ,
মানুষ নিয়ে। ধন্যবাদ।
২| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কংক্রিটের খাঁচায় আমরা বন্দি। নিত্য নতুন বিল্ডিং উঠতেছে উঠতেছে আর উঠতেছে
গাছ কাটতেছে কাটতেছে আর কাটতেছে
কয়দিন আগে আমিও ১৫ তলার উপর হতে ছবি তুলেছিলাম পোস্ট দিয়েছিলাম।
ধন্যবাদ ভালো থাকুন
১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৫
*কালজয়ী* বলেছেন: @@ কাজী ফাতেমা ছবি ,
আপনার জন্য শুভকামনা।
৩| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৫
Abida-আবিদা বলেছেন: আপনি অনেক চমৎকার ছড়া লিখতে পারেন। ছবির সাথে সাথে পর্যবেক্ষণ সুন্দর।
পোস্টে +++++
১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৬
*কালজয়ী* বলেছেন: @@ Abida-আবিদা ,
নিরন্তর শুভকামনা।
৪| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৯
জুল ভার্ন বলেছেন: ছবিগুলো কমন, ছড়াগুলো সুন্দর হয়েছে।
১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৭
*কালজয়ী* বলেছেন: @@ জুল ভার্ন ,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: কংক্রিটের জঙ্গল
১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৮
*কালজয়ী* বলেছেন: @@ মরুভূমির জলদস্যু ,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: সব ছবি কি একই বিল্ডিং আর একই জাগায় দাঁড়িয়ে তুলেছেন। আমি ভেবেছিলাম নানান রকম ছবি দেখতে পারব।
১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৯
*কালজয়ী* বলেছেন: @@ রাজীব নুর ,
নানান রকম ছবি দেখতে একই রকম।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনার পরিচয়ে লেখা আছে, আপনি গবেষক; কিসের উপর গবেষণা করছেন?