নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার েদখা পৃিথবী

নীল অহনা

সাধারণ এক মানুষ

নীল অহনা › বিস্তারিত পোস্টঃ

B-)B-)হাওয়ায় ভাসা মানুষজন B-)B-)

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

কিছু মাইনসে হুদাই ভাব লয়। হুদাই নিজেরে যাহির কইরা মজা পায়। হুদাই কান্দে । হুদাই imotion দেহায় । হ্যাঁরা মনে করে দুনিয়াতে হ্যাঁরাই সেরা, হ্যাঁগোই ব্যাক দুক্কু। মাতার উপরে একটা ছাদ আর পায়ের তলায় জমি থাকলে হ্যাঁগো আর কোণও দিকে চাইতে মন চায় না। অন্যে যেমন মন চায় করুক গা,মরুক গা। আমার কি।আমি দুখখি।

ঘটনা-১/ প্রেমময় দুক্কু

মাইয়ার নাম মীরা (ছদ্ম নাম)। প্রেম করছে । ভাল কথা । করতেই পারে তো আমাগো কি ।তর প্রেম তুই কর মাইনসে রে pain দেছ ক্যা রে ভাই। তর বয়ফ্রেন্ড দেখতে ক্যামন- কালা না ফরসা, মোডা না হুগনা হেগুলা আমাগো জিগাছ ক্যা? প্রেম করার সময় তো আমাগো জিগাছ নাই। আবার আমাগো ভাল না লাগতে পারে। ব্যাকটির পছন্দ তো এক না। হেইডা কইলে আবার logic দেহাছ ক্যা রে ভাই।

ঘটনা বুইঝা তরেই কইলাম তুই আগে থেইকা সাবধান হইছ।এই প্রেম টিকবনা। তুই আপনা মানুষ। তোর উনারে কি আমরা গিয়া কিছু কইতে পারি?? তুই কি কইলি “আমার ভাল আমি বাসমু তোগো কি। না টিকলে না টিকব আমার কল্পনায় ও থাকবো।” ভাল কথা থাক।

নিজেরটা নিজের মইধ্যে রাখ। অন্যের বয়ফ্রেন্ড এর লগে তুলনা করছ ক্যা রে ভাই!! কর কর আবার তারেই গিয়া তোর কইতে হইব ক্যান?? বুজছ তুই কত pain দেছ তুই মাইনসেরে !!

সব কিছুর পর তুই ঠিক। তাইলে ছ্যাকা খাইয়া আমাগো কাছেই আইসা কান্দছ ক্যান?? শরম করে না তোর?? আবার আমাগো কাছেই সময় চাছ। আমরা অন্য কাজে ব্যাস্ত থাকলে দুক্ষে বুক টা ফাইটা যায় তোর। শুনি এত দুঃখ তোর কই থেইকা আহে!!

ঘটনা-২/ বাবাহীন দুক্কু

অতীব দুঃখের লগে কই যে তোর বাবা আর এই দুনিয়াতে নাই। কিন্তু আমার বাপ-মা থাইকাও কেউ নাই। ঘর নাই বাড়ী নাই। থাকার লাইগা একটু জায়গা করতে কত জায়গা ই না ঘুইরা বেরাইছি। কোণও দিন তো তোর মত এমন হা হুতাশ করি নাই। তোর নিজের বাড়ী আছে, পরিবার আছে। খোঁজ খবর করার মানুষ আছে।তুই বাইরে গালে তাঁর তোরে ফোন দিয়া দিয়া অস্থির কইরা ফালায়। আর আমার ই সামনে আইসা এইগুলা কস আমার ক্যামন লাগে বুজছ??



তুই ই ঠিক তুই ই ঠিক। হাজার বারি খাইলেও তুই ই থিক।ভাল থাক।তর লগে আমার দস্তি চলবো না।তুই তোর বাড়ী আর বাসার মানুষ লইয়া ভাল থাক। হাওয়ায় ভাস। আমি ফুটলাম

:|:P;)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.