![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিনের শত ব্যস্ততা;
তারই মাঝে আমি --
অধীরা, চঞ্চলা , আনমনা, খামখেয়ালী;
সাজাতে লেগেছিলেম সাধের রঙ্গিন,
শাড়ির বাগিচাখানি --
বিহ্বল চয়নে, কোন শাড়ি লাগবে
আমার মনে, সময় বয়ে যায়,
সাজানো ঝুলন্ত বাগানে ।
হ্ঠাৎ শাড়ির বাগানে একি,
চেনা সেই মুখখানি --
শতছিন্ন কাপড়ে, লজ্জা নিবারণে কাহিল,
বাড়িতে মাতাল স্বামী, ছেলে --
বড়লোকি চালে যায় রিক্সো চাপি।
ভারাক্রান্ত মন আমার জানতে অধীর,
আমায় কি তবে হেসে গেল চাহি?
২| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
মদন বলেছেন: ঢ্যাং মানে কি?
৪| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
বড়লোকি চালে যায় রিক্সো চাপি।
ঠিক বুঝলাম না এই লাইনটি