![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্থান হাতিরযিল প্রকল্প
"রামপুরা ব্রিজ এর পাশে সেনাবাহিনী ট্র্যাফিক নিয়ন্ত্রণে "
একটা পুলিশের গাড়ি রাস্তার উল্টা পাশ দিয়া (ভুল সাইড ) যাইতে চেষ্টা করতাসিল কিন্তু সেনাবাহিনী দেখে তারা গাড়ি থামায় !
সেনাবাহিনীর একজন পুলিশের গাড়ি গুরাতে বলে । পুলিশের একজন বড় অফিসার গাড়ি থেকে বাহির হয় সেনাবাহিনীর সদস্য সাথে কথা বলতে
কিন্তু কোন লাব হয়নাই !
শেষে পুলিশের গাড়ি গুরাইতেই হয় ।
বুজলাম না কেন পুলিশ সেনাবাহিনীদের এত ডরাই কেন !!
তবে শাবাস বাংলাদেশ সেনাবাহিনী শাবাস
আইন সবার জন্য সমান ওইটা তোমরা পুলিশদের দেখালে !
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
শের শায়রী বলেছেন: বুজলেন না ভাই? যার হাতিয়ার যত বড় তার তত ইজ্জত।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
সাইকেলার বয় বলেছেন: পুলিশ হলো খমতা বানদের দালাল বাট সেনাবাহিনি তা নয় বলে হয়তো ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
পাইকারী বলেছেন: ঘটনাটা দেখিয়া খুব ভালো লাগলো
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
অনিমেষ রহমান বলেছেন: মেশিনেরে সবাই ডরায়।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
একাকী বালক বলেছেন: এখানে ডরা ডরির কিছু নাই। যেই নিয়ম ভাঙ্গবে তারই শাস্তি হওয়া উচিত। এর ভিতর পুলিশ, আর্মি, সরকারী লোক বলে কিছু নাই। ফখরুদ্দিন সাহেবের আমলে এক আর্মি অফিসারের সাথে যাইতেছিলাম। তার গাড়ীরই দোষ ছিল। সার্জেন্ট ধরার পর আর্মি অফিসার তার পরিচয় দেবার পর সার্জেন্ট সুন্দরমত বলল স্যার আইন ভাঙ্গছে আপনার গাড়ী আমি কেস করব এতে তো আপনার লজ্জার কিছু নাই। খুবই পছন্দ হইছিল আমার কথাটা।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
তিমিরবিদারী বলেছেন: পুলিশের বাপ যে সেনাবাহিনী।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
জহীরুল ইসলাম বলেছেন: শাবাস বাংলাদেশ সেনাবাহিনী শাবাস
আইন সবার জন্য সমান ওইটা তোমরা পুলিশদের দেখালে !
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
শরৎমেঘ বলেছেন: আইনের লোক হয়ে রং সাইড দিয়ে গাড়ি চালালে তো ক্ষমতা দেখানোর ক্ষমতা থাকার কথা নয়।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: আমাদের গাড়ি একদিন ঐ স্থানেই রং সাইডে গিয়েছিল, স্যার স্যার বলে রিকোয়েষ্ট করেছিলাম, লাভ হইনাইক্যা।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
লুকার বলেছেন:
বেইলী রোড এখন ওয়ান ওয়ে। একদিন শান্তিনগর থেকে বেইলী রোডে ঢুকতে ছিল ডিবি এর একটা গাড়ী। পুলিশ ঢুকতে দেয় নাই, ঘুরায়া দিছে।
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
শূন্য পথিক বলেছেন: আসল ডাণ্ডা কার হাতে?!
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
রিফাত হোসেন বলেছেন: আমার এইখানে আর্মিরে দৌড়ের উপর রাখে একদিন এক মেজর এর গাড়ি রং সাইডে রাখলে ....... জড়িমানা তো ভরসেই + গাড়িও লইয়া গেছে গা... হেহেহেহেহ বেচারা মেজর