নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাইকারী

পাইকারী

কম্পিউটার ইঞ্জিনিয়ার ঢাকা ,বাংলাদেশ

পাইকারী › বিস্তারিত পোস্টঃ

ঢাকার ভালবাসা জিন্দাবাদ বনাম কলকাতার চ্যালেঞ্জ :-*

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২০

ছবির শুরুতেই বিয়ের আসর থেকে জোর করে বউ তুলে আনে সৌরভ। পেছন পেছন ধাওয়া করে কনে পক্ষ কিন্তু সৌরভের কাছে হার তাঁদের। অতঃপর কনে সাজের মেয়েসহ সৌরভ এসে দাঁড়ায় নিজের বাড়িতে! কি মনে করছেন সৌরভ বিয়ে করবে কনে সাজের মেয়েটিকে? না ভুল বুজলেন! বিয়ের কনে কিন্তু নায়িকা না। ওইটা কিন্তু সৌরভের একটা বাজি। বিয়ের আসর থেকে বউ তুলে আনতে পারলে দামি ফোন দেবে। তাই সৌরভের এই কনে নিয়ে পালানো কাহিনী! তাঁর পর সৌরভের বাবা মায়ের ধমক! বাবার কাছে ধমক খেয়ে রাগ করে চলে আসেন ঢাকায়। ইতিমধ্যে কলেজে ভর্তি হয়েছেন। বোনের বাসায় থেকে এবার পড়াশোনা করবেন। তারপর চাকরি পেয়ে স্থায়ীভাবে ঢাকাতেই থাকবেন।কি কাহিনী বুজতে পেড়েছেন :D? একদম কলকাতার চ্যালেঞ্জ ছবির মত! কলকাতার চ্যালেঞ্জ ছবিতে দেব আর ঢাকায় আরেফিন শুভ। X((



সূত্র _ মিডিয়া

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯

প্রফেসর সাহেব বলেছেন: meye tule anata sallur ready fillm eo silo.

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

শাহরিয়ার খান রোজেন বলেছেন: নকল করা যায়, তাই বলে সবই নকল?

৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০

রোদের ক্রোধ বলেছেন: এই দেবাশিস বিশ্বাস হালায় পুরাই একটা ...... হালায় জানে খালি নকল । জীবনে ৪ টা মুভি বানাইল , সব ই নকল
১. শ্বশুরবাড়ি জিন্দাবাদ - কলকাতার প্রসেঞ্জিতের শ্বশুরবাড়ি জিন্দাবাদ
২. টক ঝাল মিষ্টি - গোবিন্দর দুলহে রাজা
৩. শুভবিবাহ - হিন্দি মুভি মেরে ইয়ার কি শাদি
৪. ভালোবাসা জিন্দাবাদ - কলকাতার দেভের চ্যালেঞ্জ ।

আসলেই এই বেটার ফাইজলামি শুরু হইছে সেই ইটিভিতে যখন পথের পাঁচালী নামের একটা ফান প্রোগ্রাম করতো , তখন থেকেই । আজীবন দর্শকদের সাথে ফান ই করে গেল । শালা নকল বাজ । তোর বাপের একটা মুভি না হয় রিমেক করতি । তাইলেও হইত । গুনি বাবার একটা বাটপার পোলা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.