নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

পোস্ট দিয়া যান, আম্রা পইড়া ধইন্যাপাতা হই; উত্তর দেওনের কী দরকার? একখানা প্রতিক্রিয়াশীল পোস্ট

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:১১



অনেকদিন ধইরা লক্ষ্য করসি কেউ কেউ পোস্ট প্রসব কইরা উধাও হইয়া যান (কেউ কেউ একদিনে তিন-চাইরটা পোস্টও দেন)! পরের দিন অথবা দুই-তিনদিন পরে ফেরেন! পূর্বের পোস্টে জমা হওয়া মন্তব্যের উত্তর না দিয়া আবার নতুন পোস্ট দেন । কেউ কেউ বাইছা বাইছা উত্তর দেন । এই যেমন কাল্কা এক্টা পোস্টে ১৫ টার মত মন্তব্য পড়ছে (আমারও এক্টা)! লেখক তিন্টা মন্তব্যের উত্তর দিছেন । রাগ কইরা উনারে কিছু কইতে চাইলাম । পরে মন্টারে কইলাম, থাক না! পোস্টদাতা বেশ পুরনো বোল্গার । যার মন্তব্যের উত্তর দিছেন, তিনি আমার প্রিয় একজন । কেউ কেউ শুধু নিজের পোস্ট লইয়া ব্যস্ত থাকেন! অন্যের পোস্টে যাওয়ার টাইম নাই । ইনাদের কেউ কেউ আবার বোল্গের দৈন্যদশা লইয়া হা-হুতাশ করেন! সভায় যারা উপস্থিত থাকেন, আমি একজন নিয়মিত বোল্গার হইয়াও তাদেরকে কখনো কারও পোস্টে লন্ঠন জ্বালাইয়া খুঁইজা পাইনা! বিষয়টা কি এমুন না খালি কলসি বাজে বেশি? ফেবুর মত বোল্গেও লুলের সংখ্যা বাইড়া গেছে! নতুন কিছু বোল্গার আইছে, লিখে দারুণ; অথচ তাদের লেখায় কোন মন্তব্য নাই, পাঠকও অল্প! লুল বোল্গারগণ বাইছা বাইছা শুধু মাইয়াদের পোস্টেই মন্তব্য করেন । মন্তব্যগুলো এমুনঃ চমৎকার, ভালো লিখেছেন, অাপনার লেখার হাত তো দারুণ, ক্যামনে লিখেন এত সুন্দর করে, অসাধারণ, ভালো লাগলো (এসব মন্তব্য করতে কষ্ট করে লেখা পড়তে হয়না)!

মন্তব্য ১৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৪৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:১৩

বিজন রয় বলেছেন: প্রথম কমেন্টস করা দোষের না।

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তা বটে!

২| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:১৫

সুমন কর বলেছেন: হাহাহহাাহহাহা........ঠিক একদম ঠিক।

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কী অার কইতাম দাদা! রাগ লাগে!

৩| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:১৭

বিজন রয় বলেছেন: সব পোস্ট পড়তে হবে এমন নয়, আপনার বাড়িতে আসলাম বা উপস্থিতি জানিয়ে গেলাম এটাও অনেক।
শুভেচ্ছা বিনিময় করা কোন দোষের কিছু না।

সবাই সবার বাড়িতে যেতে চায় না, সে যোগ্যতা অনেকের নেই।

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দাতা, আপ্নে পোস্টের শানে নুযুল বোঝেননি!

৪| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:১৮

স্বরব্যঞ্জ বলেছেন: রূপক বিধৌত সাধু ভাই আপনার এই লেখাটা পড়ে মজা পাইলাম :) :D

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: দীর্ঘজীবী হও, বৎস!

৫| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২৪

ঢাকাবাসী বলেছেন: খাটি কথা মজা করে লিখেছেন, ভাল লাগল।

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধইন্যবাদ!

৬| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২৬

মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: সত্য বলা দন্ডণীয়অপরাধ,ফাসী ও হইবার পারে ব্রো.।.।.।

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ইতা কিতা কও বাছা!

৭| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২৮

বিজন রয় বলেছেন: আপনি আমার কথার মূলটা বোঝেন নি।

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগ ব্যক্তিগত আড্ডাখানা নয়!

৮| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৩৩

বাকরখানি বলেছেন: সারা ব্লগে ফ্লাডিং কৈরা বেড়ানো চাঁদগাজীরে বাদ্দিলেন যে? যার চোখে কেউ ব্লগার না হেরে তেল না দিলে? নাকি ব্লগার হওয়ার জন্য হেরে তেল দিসিলেন?

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: রাগ কইরা উনার বোলগে যাওয়া বাদ দিছি!

৯| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৩৪

গেম চেঞ্জার বলেছেন: বাস্তব!! তাও আসছেন উনারা!!!!!!! সেটাই বা কম কি! :)

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক!

১০| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৩৫

বাকরখানি বলেছেন: সামুর মত একটা ছাইটে কেউ ৯বার ব্যান খাইতে পারে কেবল ছাগু হৈলে আর নাইলে মানসিক রুগী হৈলে। সমানে সবাইরে ইডিয়ট, আফগান, মগজহীন ডাকে তখন কৈ থাকেন ভাইসাব?

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: উনারে বহুবার সতর্ক হইতে কইছি! না হইলে আমার কী করার আছে?

১১| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৪৩

কাশফুল মন (আহমদ) বলেছেন: আপনার লেখার হাত তো দারুণ

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই বুঝি?

১২| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৪৫

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ওয়িখানে এক অতিমানব ব্লগার বলে গেলেন সবার পোস্ট পড়তে হবে এমন কথা নাই। কথা সত্যি। কিন্তু উপস্থিতি আর শুভেচ্ছা জানানোই যদি আসল কথা হয় তাহলে বাসায় বাসায় হিয়ে কড়া নেড়ে শারীরিক উপস্থিতিও জানান দিতে পারেন। কিংবা রাস্তার মোড়ে অবস্থান নিয়ে যেই যাবে তাকে বলতে পারেন, ভাইজান, আপনাকে শুভেচ্ছা।

উপস্থিতি জানানো আর শুভেচ্ছা বিনিময়ই যখন বড় কথা =p~

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: একজনের ধ্যান-ধারণার সাথে আরেকজনের মিলবেনা; এটাই স্বাভাবিক!

১৩| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৫৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঠিক বলেছেন রুচিশীল মন্তব্য পোস্টকে জীবন্ত করে তোলে

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তথাস্তু!

১৪| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:০০

সাহসী সন্তান বলেছেন: এই ধরনের পোস্ট সাময়িক কেন, দীর্ঘমেয়াদী হিসাবেই থাকুক না। আলোচনা সমালোচনা না হলে কোন কিছুর সঠিক সিদ্ধান্তে পৌছানো যায় না। সুতরাং প্রথমেই অনুরোধ করবো পোস্টটা সাময়িক না রেখে দীর্ঘ মেয়াদী হিসাবে রাখবেন!

আমি আপনার পোস্টের পুরো বিষয়টার সাথে পূর্ণ সহমত জ্ঞাপন করছি। এমন কিছু ব্লগার আছেন যারা পোস্ট প্রসব করতে করতে গর্ভবতী হয়ে যান অথচ মন্তব্যের উত্তরের বেলায় কোন খোঁজ খবর নাই! বিশেষ করে গত কয়েকদিন ধরে এই ব্যাপারটা বেশ মারাত্মক প্রকপ ধারন করছে। আজ সকালে এই সম্পর্কে একজন ব্লগারের পোস্টে 'বৈশাখি আমরণ নিদাঘ' নামে একজনের মন্তব্য পড়ছিলাম। খুব ভাল লাগছিল! আমি এখানে সেই মন্তব্যেরই কিছু অংশ বিশেষ তুলে দিলামঃ-

ব্লগ যারা আপনাকে চেনেও না, তারাও আপনার এখানে কমেন্ট করে। একজন ব্লগারের কাছে তার নিজের লেখার মত কমেন্টও মুল্যবান। আমি যেমন নোটীফিকেশন না পেলেও ঘুরে এসে দেখে যাই কি রিপ্লাই পেলাম। আপনার মন্তব্যের প্রতিউত্তরে যথেষ্ঠ অনীহা এবং তা অসম্মানজনক। কারন, যে আগে কমেন্ট করেছে আপনি তাকে প্রতিউত্তর না করে মাঝ থেকে মাঝথেকে প্রতিউত্তর করছেন। আজকে দুটা, কালকে একটা।এমন করে। তার মানে আপনি আগে যারা কমেন্ট করে গেছে তাদের কমেন্টের বোধহয়
তেমন গুরুত্ব দিচ্ছেন না। ব্লগ পারস্পরিক মিথস্ক্রিয়ার স্থান, তবে সিরিয়াল মেনেই প্রতিউত্তর দিতে হবে তেমনও নয়। জরুরী মনে হলে অন উত্তরও আগে দিতে পারেন। আর আমার ধারনা যারা ব্লগিং এ আসেন, তারা সে সামান্য বোধটা ধারন করেন যে কিভাবে করা উচিত। আমি যেমন এ পোস্টে এসে আমার মনে হলো কালও তো আপনার এখানে কমেন্ট করেছিলাম। গিয়ে দেখি আপনি এ ধারাই ফলো করেন। আমার বক্তিগতভাবে মনে হয়েছে এটা অপমানজনকভাবে নিতেই পারেন যে কেউ। আপনি তাদের বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না, বা সামান্য সৌজন্য দেখালেন না। বাকী বিবেচনা আপনার হাতে।

পরিশেষে যতটা সম্ভব আমি পোস্ট সংশ্লিষ্ট মন্তব্য করতেই বেশি পছন্দ করি। এবং যতটা সম্ভব ব্যক্তি আক্রমণকে পরিহার করার চেষ্টা করি। কিন্তু ইদানিং কারো কারো ব্লগিং দেখলে সত্যিই মেজাজ খারাপ না করে পারা যায় না! আমার এই মন্তব্যটাও কাওকে আক্রমণ করার জন্য নয়। সুতরাং আশাকরি এটাকে সেভাবেই নেবেন!

হ্যাপি ব্লগিং....!!

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: রেখে দিলুম!
বৈশাখের অামরণ নিদাঘ এর মন্তব্য পড়েছিলাম এবং সহমতও জানিয়েছি । চমৎকার একটা মন্তব্য করেছেন উনি । আমার এই পোস্ট উনার ঐ মন্তব্য দ্বারা অনেকটাই প্রভাবিত ।
বিরক্ত হয়েই মূলত পোস্টটা দেওয়া! উনাদের মতিগতি ঠিক বুঝিনা আসলে!

১৫| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:০০

আহলান বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন .. :)

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বুচ্ছি! মৌন সমর্থন আছে!

১৬| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:০২

মুসাফির নামা বলেছেন: সাধু ভাই,দিলে ছট পাইছি।কঠিন হাছা কথা কয়া ফেলছেন।

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আপ্নে চোট পাইবেন ক্যা? আপনে তো এই দলে নাই!

১৭| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:০৮

জেন রসি বলেছেন: এসব ব্যাপার নিয়ে ইদানীং অনেকেই বলছেন। ব্লগের মজাটাই হচ্ছে মন্তব্য প্রতিমন্তব্য দিয়ে নিজেকেও ঝালাই করে নেওয়া। যারা তারা ব্লগের আসল মজাটাই পায়না!

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজেদের বোধহয় সবজান্তা মনে করেন তারা!

১৮| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৫

সুলতানা রহমান বলেছেন: সাধু, আপনার গতকালকের করা মন্তব্যগুলো দেখলাম। কাজী ফাতেমার ওখানে আপনি একটা কমেন্ট করছিলেন। তিনি তিনজনের উত্তর দিয়েছেন।

কিন্তু আপনার এখানে করা দুইটা কমেন্ট দেখে কনফিউজড হয়ে গেছি। কিছুটা হতভম্বও। এভাবে আলাদা করে পোস্ট দিয়ে কাউকে ছোট করাই কি তরুণদের ধর্ম? আপনাকে আমি যতটুকু জানি আপনি যথেষ্ট ভালো মনের। এভাবে ছোট করা কি ঠিক? আপনি নিজেই বিজন রয়ের একটা কমেন্ট টপকে গেছেন।

আপনার পোস্টে আপনার খুব প্রিয় কেউ কমেন্ট করলো, আপনি খুব ব্যস্ত। তখন আপনি শুধু একটা কমেন্টেরই উত্তর করলেন সেটা কি খুব দোষের হবে? নাকি ব্লগ হইছে পচানোর জায়গা? কে কাকে কতটুকু পচাতে পারবে তারই একটা প্রতিযোগীতা?
আপনার এখানে করা দুইটা মন্তব্য সরাসরি খায়রুল আহসানকে ইঙ্গিত করা। তিনি আমার একজন প্রিয় ব্লগার।
আপনি যদি পোস্টটা সরিয়ে ফেলেন আমি খুব খুশি হবো। অবশ্য সেটা আপনার ইচ্ছে।

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: উনার একটা পোস্টে মন্তব্য করেছিলাম । উত্তর না দেওয়ার কারণ জিগাইলাম । বললেন, ব্যস্ত থাকেন । মেনে নিলাম । এরপরও কয়েকটা পোস্ট দিয়েছেন তিনি । পড়েছি কিন্তু মন্তব্য করা হয়নি । কালকে মন্তব্য করলাম । দুইটার উত্তর দিলেন, আধা ঘন্টা পড়ে আরও একটার বাকিগুলোর দেননি । লাইনে আছেন, অনেক পরে একটার উত্তর দিয়েছেন অন্যগুলো এড়িয়ে! তাহলে কীভাবে বুঝবো উনি ব্যস্ত আছেন! পরেও তো উত্তর দিতে পারতেন! কাউকে পঁচানোর জন্য লিখিনি । তাহলে তো নামোল্লেখ করতাম । আপনিই তো করে দিলেন । খায়রুল আহসান সাহেবকে টানা হয়নি । উনি নিয়মিত পোস্ট দিলেও আগে উত্তর দিয়ে নেন । এখানেও একজন নারী চরিত্রকে কল্পনা করেছি ।
কাউকে ছোট করে পোস্টটা নয় । "দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে" এই আর কী!

১৯| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:২৮

মার্কোপলো বলেছেন:




ব্লগার চাঁদগাজীকে 'কমেন্ট ব্যান' করে রেখেছে সামু; এই রকম অনেকেই আছেন; এরা শুধু নিজেদের পোস্টে কমেন্ট করতে পারেন; ফলে, অনেককিছু সঠিক মতো হচ্ছে না।

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ওয়েটান!

২০| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩০

মার্কোপলো বলেছেন:



"লেখক বলেছেন: রাগ কইরা উনার বোলগে যাওয়া বাদ দিছি! "

-তাই? ওকে

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: মাইন্ড করার কিছু নেই! সহনশীলতা বাড়াতে হবে!

২১| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৪২

মার্কোপলো বলেছেন:








@বাকরখানি,

-আপনার পরিসংখ্যান নীচে, এটি বলছে যে, আপনি পুরাতন ব্লগার, কিন্তু চাঁদগাজীর পোস্টে আক্রমণ করার জন্য এই নিক খুলেছেন; আপনারা ২১ টি নিক থেকে চাঁদগাজীর পোস্টে ফ্লাডিং করেছেন, ১৪০০ কমেন্ট করেছেন, উনি মুছে ফেলেছেন; 'চাঁদগাজী' নিকের মতো ৬ টা নিক বানায়ে, উনার প্রো-পিক ব্যব হার করে খারাপ কমেন্ট করেছেন; উনার কমেন্ট প্রতিটি ব্লগার চেনেন; এগুলো কি মানুষের কাজ?


পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৫টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ২০ ঘন্টা ৫২ মিনিট
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রধানমন্ত্রীকে পর্যন্ত মগজহীন বললে লোকজন তো ক্ষেপবোই । আপনি একজন মুক্তিযোদ্ধা! নিজের ওজন নিজেই হারাচ্ছেন!
সমালোচনার পলিসি গ্রহণযোগ্য নয়, পরিবর্তন জরুরি!

২২| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: আজকাল সময় করেই উঠতে পারছি না । তাই সেরকম ভাবে মন্তব্যও করা হয় না । কিছু কিছু ব্লগ পড়া হয় , কিন্তু ---- :(

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যাপার না!

২৩| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্যামনে লিখেন এত সুন্দর করে ???? (খেক খেক খেক !!!!! ----









আপনার প্রশ্ন হল প্রসব কইরা এরা কই যান ?
এর উত্তর হইল এঁরা ম্যাটারনীটি লিভ এ থাকেন , প্রসব জন্ত্রনার একটা রিপিলের দরকার আছে না !!! খেক খেক এর বাকি অংশ)

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই তো মনে হয়!

২৪| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: আমি কোন দলে পড়ি, বস

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আপ্নারে তো চিন্তাছি না!

২৫| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০২

গুলশান কিবরীয়া বলেছেন: ২৩ নম্বর কমেন্টে লাইক । এরা প্রসব করে ম্যাটারনিটিতে যায় । B-)

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যাক সেটা তো সমস্যা না, ফিরে এসেও তো উত্তর করতে পারে!

২৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই মন্ত‌ব্যের উত্তর দেয়া উ‌চিত। আর অন্য‌দের পো‌স্টেও সাধ্যমত মন্তব্য করা উ‌চিত।

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই ।

২৭| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২৮

গেম চেঞ্জার বলেছেন: গিয়াস ভাইয়ের সেন্স অব হিউমর সিরামমমমমমম B-)

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: গুণী বোলগার যে! সবকিছু বুইজ্জালছেন আগেই!

২৮| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: আমি সবাইকে উত্তর দেই ! তাই না সাধুভাইয়ু!!!!!!!!!!:)

আর উত্তর দিয়ে অনেক হাসি আর অনেক মজা পাই!!!!! তবে অনেক পোস্ট পড়ে মাথা ঘুরে মানে আমার গিয়ানের বাইরে তখন কোন দিক দিয়ে পালাবো সেই রাস্তা খুঁজি।

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি সবকিছু পজিটিভলি দেখেন; এটা ভালো । তবে মাঝে মাঝে বিরক্তিকর লাগে । কারণ, একজন সিনিয়র এবং অভিজ্ঞ ব্লগার হয়েও কারও ভুল-ত্রুটি তুলে ধরেন না! নতুনরা শিখবে ক্যামনে?

২৯| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধু সাধু

"দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে" এই আর কী!

বলেন বলেন- কিন্তু বলায় কি আর কুম্ভর্কণের ঘুম ভাঙ্গে ???

একবার দুইবার তিনবার ঘূরেও যখন দেখি উত্তর নাই.. তখন খুবই বাজে লাগে। মন্তব্য-প্রতিমন্তব্যইতো ব্লগিংয়ের প্রাণ।



০৩ রা জুন, ২০১৬ রাত ১০:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্য-প্রতিমন্তব্যইতো ব্লগিংয়ের প্রাণ!" দামী কথা বলেছেন । সবাই কি আর এটা বোঝে!

৩০| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: আমার মনের কথাডাই কইয়া ফালাইছেন।

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশিরভাগ নিয়মিত ব্লগারের মনের কথাই বোধহয় এগুলো ।

৩১| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:০৩

বাকরখানি বলেছেন: নিল্লজ্জটা এখানেও ল্যাদায়া গেল। স্ক্রিনশটদুইটা রাইখ্যা গেলাম। এরকম লোকজন থাকলে সরকারে ব্লগ বন্ধও কৈরা দিতে পারে।

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি মাঝেমধ্যেই উনার লেখার প্রতিবাদ করি । বারবার ব্যান হওয়ার পরও কেন মন্তব্যের ক্ষেত্রে সতর্ক হচ্ছেন না বুঝতে পারিনা!

৩২| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:০৭

বাকরখানি বলেছেন: চাঁদগাজী, তোমার মত আবর্জনা পরিষ্কার কর্তে ব্লগের সবার উচিত তোমারে ব্লক করা। নিজেরে তুমি কোন হেডা মনে কর? নিজে সারাদিন ল্যাদাইবা, আর তোমার ল্যাদানি মানুষের সহ্য কর্তে হৈব, ব্লগটা তোমার বাপের কিনা নাকি? একটা কমেন্ট দেখাও যেখানে গঠনমূলক কিসু লেকছ। পার্বা? পার্বা না।


আমি ব্লগার না। =p~

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: গঠনমূলকভাবে সমালোচনা করলে ভালো হয় ।

৩৩| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:১১

বাকরখানি বলেছেন: আর চাঁদগাজীর নিকরে নকল কৈরা যারা নিক বানাইসে, হেগরে আমার লাল সালাম। তুমি লালপানি খায়া পোস্টে পোস্টে যা ল্যাদাও, হেরাও সেইম কাজটা কৈরা তোমার নোংরা চেহারাটা সবার সাম্নে খুব ভাল কৈরা তুইল্লা ধর্সে, একটা কমেন্টও তোমার নিকের সিগনেচার কমেন্টের বাইরে করে নাই হেরা। তোমারে তেলাইলে যে তোমার কাছে ছাগবান্ধবরাও ব্লগে ভাল মানুষ(!) হয়া যায় তার প্রমাণ কালনী ছাগু।

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ কেউ নোংরা মন্তব্য করছেন; এগুলো কোন সমাধান নয় ।

৩৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:২৮

নীলপরি বলেছেন: প্রথমেই বলি আমি কিন্তু উত্তর দেই । অলস বলে দিতে দেরী হয় , তবু সবাইকেই উত্তর দেই । :)

আপনার সাথে অনেকটাই একমত ।

একটু আগে আমার একটা পোষ্ট সকল পোষ্ট অংশে দেখা যাচ্ছিল না । তারপর সাহসী সন্তান যেভাবে বললেন সেভাবে রিপোষ্ট করে এখন দেখা যাচ্ছে । তাই পজিটিভ ব্যাপারও আছে ।

শুভকামনা ।

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তাহলে নীলপরিও আমার পক্ষে আছে! আপনার কিন্তু একটা সমস্যা আছে! সমালোচনা সহ্য করতে পারেন না, অন্যের সমালোচনাও করেন না! মাইন্ড করা যাবেনা!

৩৫| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৪০

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সারা জগত জেনে গেল যে মার্কোপলো চাদগাজীর নয়া নিক আর উনি এখনো মার্কোপলো নিক দিয়ে নিজের চাদগাজী নিক ডীফেন্ড করতে আসছেন। নিজের নিক চাদগাজীকেই উনি, 'উনি, তিনি, উনার' এসব বলে সেটা যে অন্যের তা বোঝাতে চাইছেন? যার সামান্য এই জ্ঞান নাই বা পরযবেক্ষণ ক্ষমতা নাই যে মানুষ জানে বা জেনে গেছে যাহা মার্কোপলো তাহাই চাদগাজী, উনি মানুষকে ব্লগিং শিক্ষা দেন!

নাহ, জীবনেও চাদগাজীর মত ব্লগার হইতে পারবো না। আমিও অনেকক্ষেত্রে গাব, কিন্তু এইরকম গাব হওয়াও সম্ভব না। =p~

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: যিনি মার্কোপলো তিনিই চাঁদগাজী সহজ হিসেব!

৩৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:০৩

কালনী নদী বলেছেন: সুন্দর সচেতনতামূলক পোস্ট হয়েছে ভাই। আমিতো আজকে চাঁদগাজীর ভাইে পোস্টে মন্তব্য করতে পারলাম না :( অনেকবার চেষ্ঠার পরেও !

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সম্ভবত মন্তব্য গ্রহণ করছেন না!

৩৭| ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:১০

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আপনি সবকিছু পজিটিভলি দেখেন; এটা ভালো । তবে মাঝে মাঝে বিরক্তিকর লাগে । কারণ, একজন সিনিয়র এবং অভিজ্ঞ ব্লগার হয়েও কারও ভুল-ত্রুটি তুলে ধরেন না! নতুনরা শিখবে ক্যামনে?


হায় হায় কি বলো!!!!!!!!!! এমন কথা বলতে পারলা!!!!!!!!!!

আসলে আমি মানে না রেগে গেলে কারো ভুল ত্রুটি দেখতেই পাইনা। তবে

রাগায় দিলে সব ভুল ত্রুটি ধরতে পারি!!!!!!!! :)

কেনো জানোনা!!!!!!!!!!!!!!!!!!! B:-)


তাই বলে রাগাই দিওনা। আমি খুশী মনে থাকতে চাই!:) :) :)

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: "যে তোমার দোষ ধরে বন্ধু সেইজন"! হযরত আলী (রাঃ)

৩৮| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৩৩

বিজন রয় বলেছেন: আমি ব্যক্তিগতভাবে কিছু বলিনি সাধু। আপনি আরো বিজ্ঞের পরিচয় দিবেন বলে আশারাখি।

@ সালমা সুলতানা............ বিজন রায়কে পঁচানোর মতো ব্লগে কেউ নেই। বিজন রায় নিজের ক্ষমতা বলে ব্লগার কিংবা লেখক।
আপনাকে ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনি তো মন্তব্যের উত্তর দেন, লুলও না; তাহলে বিচলিত হচ্ছেন কেন? কীভাবে বুঝলেন এখানে আপনাকে উদ্দেশ্য করা হয়েছে?
উনি মহিয়সী মানুষ! বেশি বোঝেন; তাই উনার কথায় কান দিতে নেই ।
চাঁদগাজী আর আপনার ওপর আনীত অভিযোগ লক্ষ্য করেছি । গুরুতর অভিযোগ বটে! উত্তোরণ জরুরি!

৩৯| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৩৭

অশ্রুকারিগর বলেছেন: অপ্রাসংগিক কমেন্ট করতে পারিনা বলে বেশি কমেন্ট করা হয় না, কিন্তু কমেন্ট করে প্রতিউত্তর না পেলে আসলেই খারাপ লাগে।

আমি আমার মত পোস্ট দেই, কেউ পড়লে ভালো লাগে, না পড়লেও অত খারাপ লাগে না।

নির্বিবাদ থাকতেই ভালো লাগে।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার পোস্টে যেতে ভালো লাগে! আপনার নিকটাও সুন্দর "অশ্রু কারিগর", পোস্টও চমৎকার হয় ।
অন্যান্য ব্লগে অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন!

৪০| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:১৫

মুসাফির নামা বলেছেন: "দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে" এই আর কী!

"দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি -এটা সত্য,অনেকে অযথাই প্রশংসা করে বেড়ান,অনেকে মন্তব্যের উত্তর দেননা।আমার ব্যাক্তিগত মত হচ্ছে,এটা ব্লগিং চরিত্র নয়।

তাই যাহা আসে কই মুখে"-এটা ঠিক নয়,তাই চোট পাইলাম-আমি একটু ফান ভাষায় বললাম।
কারণ সত্যের মধ্যে আরও বাস্তব সত্য লুকিয়ে থাকে।ব্লগে লেখা কারও পেশা নয়,কিন্তু অনেকে আমাদের আপনাদের মধ্যে আসতে ,লিখতে পছন্দ করে।ব্যস্ততার কারণে আবার হত সময় পান না,আবার সামুর নোটিফিকেশন ঝামেলার কারণে পরে উত্তর দিলে হত পাননা।
এই সব সমস্যা আমার আপনার সবার হতে পারে।তবে পরে হলেও উত্তর দেওয়া উচিৎ।
আর সামুর নোটিফিকেশন নিয়ে খুবই বিরক্ত।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝলাম!

৪১| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন: ভাই বইলা লাভ নাই। তারা নিজের পোষ্টের প্রতিমন্তব্যই যে করে না তা না শুধু - তারা অন্যান্য পোষ্টও দেখে না। তাদেরকে নিয়ে পোষ্ট দিয়ে কমেন্টে বললেই লাভ আছে? দেখলে তো :(





তবে ভাই প্রসব করা তো এত সোজা না। কতকিছু করা লাগে এর জন্য। সময় লাগে তো ঐসব করতে। এই জন্যই প্রসব করেই শেষ! সময়ই তো নাই ওদের। :((

আমি কিন্তু লেখা প্রসবের কথাই কইছি B-))

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বিরক্তিকর একটা ব্যাপার!

৪২| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: তেনারা আবার বিরুদ্ধমতের প্রশ্ন করলে অবলীলায় ট্যাগ দিয়ে যান।। জানি না তাদের ইতিহাস কি বলে!!
আসলেও কেমন যেন বদলে যাচ্ছে সবকিছু।।
নতুন কিছু বোল্গার আইছে, লিখে দারুণ; অথচ তাদের লেখায় কোন মন্তব্য নাই, পাঠকও অল্প! ১০০% সত্যি।।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শেখার মানসিকতা নেই এদের । নিজেদের জাহির করতে আসেন!

৪৩| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৫৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, আপনি ত দেখি আমাল মনের কথা গুলাই বলে পেল্লেন! ! :-B

আসলেই বাস্তব। সারাদিন বল্গে ঘুইরা এসব ই দেহি X(

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রতিবাদ জানাবেন ।

৪৪| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:৫৮

আমিই মিসির আলী বলেছেন: আহা!
ব্লগ চলে না চলে না চলে না রে ব্লগ চলে না..

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মিসির আলী সাহেবকে যে দেখা যায়না! কই থাকেন?

৪৫| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৩:২১

ডঃ এম এ আলী বলেছেন: সাধু ভাই এর এই ১১ লাইনের পোষ্টটা পড়তে সেই সাথে এর সাথে লেগে থাকা ৪৪ টি মন্তব্য ৩৭ টি প্রতিউত্তর পোষ্টটির প্রতি এসময় পর্যন্ত ( রাত ২,০১মি:) ৭ টি লাইক ব্যক্তিত্ব ও মন্তব্যের উপরে দান করা ৬৭ টি ১ , ২,৩, ৪ করা নম্বর সেই সাথে মন্ত্যব্যের পাশে দেয়া বহুবিদ মূখ চিহ্নের পাশাপাশি !!!!!!! ইত্যাদি বিষয়া নিয়ে ভরপুর এ পোষ্টটিকে হৃদয়ংগম করতে আমার প্রায় ৫০ মিনিট সময় লেগে যায় । নি:সন্দেহে আমি একজন স্লো লারনার মানে বোধাই পাঠক । যে কোন পোষ্টই আমার পড়ে শেষ করতে কমপক্ষে ১০/১৫ মিনিট লাগে । কমেন্ট লিখতেও প্রায় তাই । অল্প কিছুদুর পড়ার পরে যদি দেখা যায় যে পোস্টটি শেষ পর্যন্ত আমাকে ধরে রাখতে পারবেনা তখন অনিচ্ছা সত্বেও স্কিপ করতে হয় । তবে যেটি ভাল লাগে সেটিকে নিবিষ্ট মনেই পাঠ করি । ভাল লাগার কথা অকপটে জানান দিয়ে যাই সাথে সে কথাও বলে দিয়ে যাই লিখাটি কেন ভাল লেগেছে । এটা ভাবিনা যে, কে নতুন আর কে পুরাতন ব্লগার । এখানে নতুন হলেও তিনি যে অন্য কোথাও বিচেরণ করেন না তা হয়ত আমাদের জানা নেই । এখানে নতুন হলেও তিনি যে অন্য কোন মাধ্যমে প্রতিষ্ঠিত লেখক নন কিংবা তার পেশাধারী জগতের লিখালিখিতে যথেস্ট পন্ডিত নন সেটাও হয়ত আমরা জানিনা। তার লিখায় হয়ত চটকদার কথা , অপ্রাসঙগিক রসিকতার অভাব থাকতে পারে , তবে তার লিখায়, সে কবিতাই হোক আর গদ্যই হোক যথেষ্ট পরিমাণ গঠনমুলক বক্তব্য থাকে । সামুর সকল পাঠকই বিজ্ঞ পাঠক , তবে একেক জনের প্রকাশ ভংগী একেক রকম । কেও এক কথায় সকল প্রকাশ করে ফেলতে পারেন কেও পারেন না । যেমন আমিও পারিনি । মাত্র ১১লা্ইনের এ পোষ্টটির বেলাতেও সহজে বলতে পারলাম সুন্দর কিংবা অসাধারণ । এ পোস্টি নিয়ে মন্তব্য করার আগে একে ক্রিটিকেলী পর্যালোচনা করতে হয়েছে , বুঝতে হয়েছে যাদেরকে রেফারেন্স দেয়া হয়েছে তা্দের পোস্টে গমন করে প্রকৃত অবস্থা জানতে হয়েছে ( পোষ্ট লিখক ও মন্তব্যদানকারী উভয়ের লিখাতেই আসা রেফারেন্স গুলি দেখতে হয়েছে ) এতকিছুর পরে এই পোষ্টটিতে কিছু মন্তব্য করার যোগ্যতা হয়েছে বলে প্রতীয়মান হওয়ায় দুএকটি কথা বলতে চাই ।
১) লিখাটি পছন্দ হলে শুধু পছন্দের ঘরে ( লাইকের ঘরে) ছোট একটি টিপ দিয়ে গেলেই হয় , লিখক দেখে নিতে পারেন কে লিখাটি পছন্দ করে টিক দিয়ে গেছেন ।
২) লিখাটিকে লাইক ( পছন্দের ঘরে টিক না দিয়ে) না করে কি ভাবে একজন বলতে পারেন লিখাটি খুব সুন্দর হয়েছে অসাধারণ ইত্যাদি, এ কি স্ববিরোধি হয়ে যায়না ।
৩) লাইক টিক দেয়া কর্মটির পরে লিখা ভাল লাগা না লাগার বিষয়ে পাঠক যে কোন মন্তব্যই দিতে পারেন, সেটা পাঠকের ইচ্ছা । কিন্ত নীজ লিখাটিকে পাঠক যখন কস্ট করে পাঠ করে অারো ততোধিক কস্ট করে মন্তব্য রেখে যান তখন তার প্রতি উত্তর করা লিখকের জন্য প্রায় বাধ্যতামূলক হয়ে যায় ।
৪) প্রতি উত্তরের সময় সিরিয়াল মেইন টেইন করাই সমিচীন , তা না হলে মন্তব্যদানকারী কোন সময় প্রয়োজনে এ ব্লগে আসলে দেখে আহত হতে পারেন । এক মাঘে শীত যায়না ব্যপারটাতো উনার বেলাতেও ঘ্টতে পারে ।
যাহোক মন্তব্যের এ ঘরটিকে আরো লম্বা করে লিখকের দৈর্যচুতি ঘটাতে চাইনা । একজন সাধারন পাঠক বলতে গেলে নবিন ব্লগার হিসাবে যা মনে হল তা অকপটে বললাম । ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয়, বানান ভুলের তো অন্ত নেই তার জন্যও ক্ষমা চেয়ে নিলাম।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন! সহমত!

পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে গঠনমূলকভাবে মন্তব্য করার মত বিদগ্ধ পাঠকের মোটামুটি অভাব পড়েছে । আপনি এই শ্রেণির পাঠক এটা জেনে ভালো লেগেছে ।

৪৬| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:১৫

মোঃ নেছার উদ্দিন বলেছেন: অনেকাংশে সহমত। আমি সব মন্তব্যের উত্তর দেয়ার চেষ্টা করি। দেরীতে হলেও উত্তর দি।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো । এটা একজন ব্লগারের দায়িত্বের মধ্যে পড়ে!

৪৭| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ ।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করায়!

৪৮| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাই আমি তো তাহলে তোমাদের কাছে অপরাধ করছি । আমি সব মতামতের উত্তর দিই না । তবে না দেওয়ার পিছনে কারণ আছে ।কারণটা হল আমি ভাবি এখানে উত্তর না দিয়ে তার পোস্ট পড়ে ভাল বা মন্দ জানানোটাই বোধহয় ভাল । আর যেটি বিতর্কিত মতামত সেটির তো উত্তর দিতেই হয় ।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মতামতের উত্তর দেওয়া উচিত ।

৪৯| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:২৫

রাফা বলেছেন: ভালো পোষ্ট-কিছু কিছু ব্লগার আমি কি হনুরে মনে করে কমেন্টের রিপ্লাই নাও করতে পারে এটুকু মেনে নিতেই পারেন।আর কিছু ব্লগার কপি পেষ্ট অথবা অন্যের ধারনা চুরি করে পোষ্ট করে তাদের কাছে আপনি প্রতিউত্তর আশা করেন কি করে! কারন তারা নিজেরাই জানেনা কি নিয়ে পোষ্ট করেছে।কমেন্টের রিপ্লাই করা পোষ্ট করার চাইতেও কঠিন কখনও কখখনও।আর কিছু ব্লগার আছে তারা সত্যিকার অর্থেই ব্যাস্ত।আবার কেউ পোষ্ট করে হয়তো ভুলেই যায় যে সে একটি পোষ্ট প্রসব করেছিলো।

কমেন্টের রিপ্লাই না করাটা আমি অভদ্রতা মনে করি।যদি না সেই কমেন্ট আপত্তিজনক ও ব্যাক্তি আক্রমণ হয়ে যায়।আর কিছু কিছু ব্লগার অপ্রাসাঙ্গিক মন্তব্য করে যার উত্তর না দেওয়াই উচিত বলে মনে করি.সব কিছু মিলিয়ে ব্লগে এখন প্রাণ নেই মনে হয়।

ধন্যবাদ,রু.বি.সাধু।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: এটা ভালো বলেছেন যে প্রতি উত্তর দেওয়া যথেষ্ঠ কঠিন । কপি পেস্টকারী কিংবা ধারণা চুরি করা ব্লগারদের কাছ থেকে উত্তর আশা করা বোকামি! কিন্তু কিছু কিছু ভালো ব্লগার উত্তর দেননা, তখন বড্ড বিরক্ত লাগে! ব্যস্ত থাকলেও পরে উত্তর দেওয়া যায় । কিন্তু একেবারেই উত্তর না দিয়ে নতুন পোস্ট দেওয়া মন্তব্যকারীকে অপমান করার সমতুল্য ।

৫০| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:১৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ব্লগে আমার বয়স ১ বৎসর দুই মাস। এর মধ্যে সামান্য কয়েকটি পোস্ট লিখেছি। তেমন মানের কোন লিখা আজো লিখে উঠতে পারিনি। তবে যখনই কোন পোস্ট পড়ি মন্তব্য করি। বাঁকা মন্তব্য করা শিখিনি। বাঁকা লেখা বা ব্লগিয় লেখা এখনো লিখা শিখিনি। তবে শিখবো। আপনার হুলফুটানো কথাগুলো যথেষ্ট রিয়েক্টিভ হয়েছে। কারণ, কমেন্ট পালটা কমেন্টে জমে উঠেছে বেশ! হেঁয়ালি ভাষায় কাটা কাটা জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে পোস্ট প্রসব করে চলে গেলেই হয়না দেখাশুনাও করতে হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পোস্টের জন্যে।
ইদানিং ব্লগে আমার মতো অনেক নবিন রয়েছে যাদের লেখাতে কদাচিৎ কারো মতামত ব্যক্ত হয়। অনেকেই আছেন শুধুই ব্লগ দেখেন। কিন্তু কোন প্রতিক্রিয়া জানাতে চান না। আসলে নতুনরা শিখবে কোথা থেকে যদি কোন উৎসাহ না পায়। আর মতামত আর পালটা মতামতের মাধ্যমেই জমে।।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়তে পড়তে, লিখতে লিখতে, মন্তব্য করতে করতেই প্রকৃত ব্লগার হয়ে উঠবেন । ভালো লিখতে হলে অবশ্যই বেশি বেশি পড়তে হবে । মন্তব্যের মাধ্যমে নিজেকে ঝালাই করে নেওয়া যায় । সিনিয়র ব্লগারদের ফলো করবেন; নিজের ঘাটতি কমে যাবে ।

৫১| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

কল্লোল পথিক বলেছেন: হা,হা,হা,
আপনি দেখি আমার মনের কথা গুলো বললেন!
অনেক ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা! আচ্ছা, আপ্নার সমস্যার সমাধান কি হয়েছে?

৫২| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৪১

শায়মা বলেছেন: রাফাভাইয়ার কমেন্ট পড়ে হাসছি-

৪৯. ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:২৫ ১
রাফা বলেছেন: ভালো পোষ্ট-কিছু কিছু ব্লগার আমি কি হনুরে মনে করে কমেন্টের রিপ্লাই নাও করতে পারে এটুকু মেনে নিতেই পারেন।আর কিছু ব্লগার কপি পেষ্ট অথবা অন্যের ধারনা চুরি করে পোষ্ট করে তাদের কাছে আপনি প্রতিউত্তর আশা করেন কি করে! কারন তারা নিজেরাই জানেনা কি নিয়ে পোষ্ট করেছে।কমেন্টের রিপ্লাই করা পোষ্ট করার চাইতেও কঠিন কখনও কখখনও।


হা হা হা আমারও এমনি মনে হয়!!!!!!! :P

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: চুরি বিদ্যা বড় বিদ্যা না পড়লে ধরা! ধরা খাওয়ার ভয়েই কপিবাজরা উত্তর দেয়না ।

৫৩| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৫৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ সম্মানিত লেখক মহোদয় কুইক রিপ্লাই এবং সুন্দর পরামর্শের জন্যে। আসলে খুব একটা সময় পাইনা কাজের চাপে। তবে, যখনই সময় পাই পড়ি। নিজে লেখার চেয়ে অন্যের মজার মজার আর গুরুত্বপূর্ণ লেখা পড়তে বেশ ভালোই লাগে। ভালো থাকুন সতত।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনিও ভালো থাকুন । শুভেচ্ছা রইলো ।

৫৪| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:০৫

মনিরা সুলতানা বলেছেন: পোষ্ট দিয়ে উধাও হয়ে যাওয়া ,অনেক কারন থাকতে পারে ব্যাস্ত জীবনে ব্লগিং অনেকের জন্য প্রিয় শখ হলে ও সময় করে উঠা হয়ত সম্ভব না , তবে পরের পোষ্ট দেয়ার চাইতে ব্লগে বিশেষ করে মন্তব্য প্রতিউত্তর করা কম জরুরী না অবশ্যই অনেক খানি জরুরী ।
ব্লগ পারস্পরিক মিথিস্ক্রিয়ার স্থান ,এখানে একটা পোস্ট যতটা গুরুত্ব পূর্ণ , মন্তব্য আসা এবং সেই মন্তব্যের উত্তর দেয়াটা ততটাই গুরুত্বপূর্ণ ।

আর মন্তব্যের প্রতিউত্তরে ধারাবাহিকতা বজায় রাখা এটা একদম সাধারন সেন্স মানে কমন সেন্স এর পর্যায়ে পরে বলে আমি মনে করি ।

এটা অনেকখানি ই সত্যি নতুন ব্লগার দের পোস্ট এ মন্তব্য অনেক কম সেটার ও যৌক্তিক কারন আছে বেশ কিছু ,তবে আমার দেখায় সামু র সিনিয়রা নতুনদের কে চমৎকার ভাবে গ্রহন করেন ,এখন অবশ্য অনেককিছু ই আগের মত নাই ।

আমি নিজে অনেক বেশি পড়ি মন্তব্য করা হয় কম ,কারন একটা ভালো মন্তব্য করতে ও অনেক সময় এর দরকার হয় , তবে না পড়ে নিয়ম মাফিক মন্তব্য করে যাওয়া এটা ও সেই কমন সেন্স এর অভাব হিটসিকিং এর দলের কাজ ।


যদিও আপনি মজা করে ই লিখেছেন ,কিন্তু এই টপিক্টা নিয়ে সিরিয়াস আলোচনা ও হওয়া দরকার ।

শুভ কামনা :)

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: সালাম জানবেন । ভালো বলেছেন ।

৫৫| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪৭

বিজন রয় বলেছেন: চাঁদগাজী আর আপনার ওপর আনীত অভিযোগ লক্ষ্য করেছি । গুরুতর অভিযোগ বটে! উত্তোরণ জরুরি!

সাধু, এই লাইন বলার প্রয়োজন আছে বলে মনে করিনা, একবারেই অর্থহীন।
আপনাকে আরো বলিষ্ঠ বলেই জানি।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি আপ্নাদের (চাঁদগাজী ও আপনি) আপনা লোক তো!

৫৬| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০০

বিজন রয় বলেছেন: সময়ই একদিন সেটা ঠিক করে দিবে।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝিনি ।

৫৭| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০১

বিজন রয় বলেছেন: সেদিন ময়মনসিংহেই আপনার সাথে দেখা হবে।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এখানে খোলামেলা আলোচনা হচ্ছে! মোটামুটি সবারই সমালোচনা করছি । রাগ করলে তো সমস্যা!

৫৮| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৪

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: রে সাহিবকে নিয়া কোনো কথা হবে না। উনি আলুর গতিময় ব্লগার। উনি ৪ মাসে প্রায় ১০০০০ কমেন্ট কইরা ফেলছেন। একটু সাবধানে ভাই, উনি সেলিব্রিটী মানুষ =p~

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: যাদের উদ্দেশ্যে লিখলাম পোস্টটা, তাদের কারও ভাবান্তর নাই ।

৫৯| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৬

বিজন রয় বলেছেন: @ বৈশাখের আমরণ নিদাঘ........ আপনি আমকে ব্লক করেছেন কেন? এটা ঠিক না। ব্লকটি উঠিযে দিন দয়াকরে। আমি তো অপরাধ করিনি আপনার সাথে।

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: নতুন পোস্ট দেননা ক্যারে?

৬০| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
গুরুত্বপূর্ন একটি বিষয় তুলে ধরেছেন।....।

কিন্তু চোরায় না শুনে ধর্মের কাহিনী......। :)

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চোরায় না শুনে ধর্মের কাহিনী......।" তা বটে ।

৬১| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৯

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: না পড়ে কমেন্ট করা অপরাধ। ইহা ব্লগিং বাইবেল এর সর্বশেষ আয়াতের ঠিক আগের আয়াত। =p~

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: তাৎপর্যপূর্ণ আয়াত বটে!

৬২| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:৫২

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ধুর্মিয়া, একটা বাক্যও ঠিক কইরা লিখতে পারেন না। আপনে ব্লগার হইতে পারবেন না =p~

লিখেন, বড়ই তাৎপর্য্যপূর্ণ আয়াত।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভোটকেন্দ্রে দাঁড়াইয়া রিপ্লাই দিছিলাম! কী লিখসি পড়ি নাইক্কা!

৬৩| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:০০

খস্তগীর হোসেন বলেছেন: মামায় পস্ট সরায়া বোতল নিয়া বসছে লাগে। ঐটা বাইবেলের কয় নাম্বার আয়াত জিগাইতে পারি নাই =p~

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারে কৈলেন নি?

৬৪| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:০১

খস্তগীর হোসেন বলেছেন: এই ব্লগে আবার ব্লগার আসে নাকি? সবই তো আফগানফেরতা মগজহীন হাউকাউ পার্টি :((

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: তুমি কেডা বাপু?

৬৫| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:১৭

খস্তগীর হোসেন বলেছেন: আমি ব্লগার হৈতে পারি নাই,
আমি মগজহীন একটা প্রাণী।
বলগার হওয়ার আশায়
গাজী মাম্মার পিসনে ঘুরাঘুরি করি।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো । ঘোরাফেরা করুন । শিখতার্বেন মেলা কিছু!

৬৬| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:২৯

সাহসী সন্তান বলেছেন: বিজন রয় বলেছেন: সেদিন ময়মনসিংহেই আপনার সাথে দেখা হবে।

-বিজন রয়, এটা বলে আসলে কি বোঝাতে চাইলো বুঝলাম না! সাধু ভাই, আপনি কি কিছু বুঝছেন? না বুঝে থাকলে বিজন রয়কে বলেন ব্যাপারটা ক্লিয়ার করতে? আর বিজন রয়ের সাথে কি আপনার ব্যক্তিগত কোন যোগাযোগ আছে? যদি থাকে তাহলে আমার প্রশ্নের উত্তরের দরকার নেই! কিংবা প্রশ্নটা করার জন্য আমি দুঃখিত!

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও তো কিছু বুঝলাম না! উনি আমার সাথে অভিমান করলেন নাকি?

৬৭| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:৪০

নীলপরি বলেছেন: আপনার কিন্তু একটা সমস্যা আছে! সমালোচনা সহ্য করতে পারেন না, অন্যের সমালোচনাও করেন না! মাইন্ড করা যাবেনা!

মাইন্ড করিনি । :)
কিন্তু সমালোচনা সহ্য করতে পারি না , এটা মানতে পারলাম না । উদাহরন চাই ।

অন্যের লেখাতে টাইপো দেখলে বলি । যদিও নিজেরও ভুল হয় । তার চেয়ে বেশী আর কি বলবো ? আমি নিজেই জানিনা । :)

০৫ ই জুন, ২০১৬ ভোর ৫:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো মাইয়া! বেঁচে থাকো কন্যা!

৬৮| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:০৬

বিপন্ন_বিস্ময় বলেছেন: এ যে শুধু জমানো আক্ষেপ দাদাভাই

০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: হুঁ! অগ্নিগিরির মত বিস্ফোরিত হলো!

৬৯| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:



শত মানুষের হাজার কথা

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যান দেখি তুলে দিয়েছে! এবার অন্তত সচেতন হোন!

৭০| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সইত্য .....। আমিও কিন্তু অনেক সময় মন্তব্য দিতে পারিনা সরি সরি

কিন্তু আমার অনেক অসুবিধা থাকে যার দরুন উত্তর দিতে দেরী হয়।

সংসার + বাচ্চা+অফিস+বাচ্চাদে;র স্কুল+ ফেইসবুকিংটাও তো করা লাগে হাহাহাহ ...। তাছাড়[া আারো নানান কাজে ব্যস্ত থাকতে হয় বিধায় অনেকের পোস্টও বেশী পড়তে পারি না সরি সরি

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যস্ত থাকলেও নতুন পোস্ট দেওয়ার আগে উত্তর দেওয়া উচিত অন্তত, তাই না?

৭১| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৬

উল্টা দূরবীন বলেছেন: পোস্ট না পড়েই যে মন্তব্যগুলা পাওয়া যায় সেগ্লাই বেশি হয়। একজন বোগ্লার, নাম কমু না, কিছু পোস্টাইলেই ফেবু ইনবক্সে বার্তা দিয়া বলেন পড়ে দেখতে। পড়ি এবং মনতৈব্যও করি কিন্তু হেই ব্যাডা কোন আঞ্চার দেয় না। বিষে গা জ্বইলা যায় দ্যাখলে। এখন সে আমারে মেসেজ দেয়, আমি ব্লগ পড়ি এবং মন্তব্য না কঅইঅইরাই তারে কই যে করছি। তিনি চেক করেন কিনা জানি না। তবুও আবার লিংক দেন। আমার কাছে এত এত লিংক জমা হইছে যে ওগুলা ফ্রি রপ্তানি করলেও বহুত সুনাম পাওন যাইতো।

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ওরে বলবেন উত্তর, দেন না কেন? না হলে তো বুঝতে পারবেনা । আপনিও বিরক্তির হাত থেকে বাঁচতেন ।

৭২| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




ঠিক সময় মতোই আপনার পোস্ট পড়েছিলুম । কিন্তু ভাবলুম, এমন সত্যকথাগুলোতে মন্তব্য করা নিষ্প্রয়োজন তাই তখন করিনি । :||
আজ আপনার ঘরে উঁকি দিতে গিয়ে মনে হলো , কষ্ট করে পোষ্ট দিলেন আর আম্রা পইড়া ধইন্যাপাতা হইলাম । এইডা ঠিক না ! উত্তর দেওনের কী দরকার কইয়া ক্ষোভ ও ঝারলেন । আপনের ক্ষোভ কমাইন্নার লইগ্গা উত্তর দেওনেরও যে দরকার আছে হেইডা বুজাইতে কমেন্ট কর্তাসি - এই পোস্টে মন্তব্য নিষ্প্রয়োজন :( :P

০৬ ই জুন, ২০১৬ রাত ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যের উত্তর দিতে আমার কোন সমস্যা নেই । আপনাকে মিস করছি । এদ্দিন কই ছিলেন?

৭৩| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৩

অদৃশ্য বলেছেন:



এই সমস্যাটা নতুন কিছু না... আমিও শুরু থেকে এমন দেখে এসেছি... কিছু পাবলিক থাকে ব্লগে যারা কিনা ব্লগিং সম্পর্কে সঠিক ধারণা রাখেনা... সমস্যা এখানেই... আপনি যদি অন্যকে মূল্যায়ন বা সম্মান করতএ না জানেন তবে আপনারও একই হাল হবে, এটা সময়ের ফের...

তবে অনেককেই দেখেছি অন্যকে দেখে দেখে ঠিকই ভ্দ্রতা শিখে ফেলেছে... তবে দেরি করে মন্তব্যের জবাব দেবার ব্যাপারে বলতে পারি যে এরকম অনেকেই আছেন যারা একটি পোষ্ট দিয়ে এক'দুদিন বাদে আসেন এর উত্তর দিতে তাদের কিছু অংশ ইন্টারনেট সমস্যায় থাকেন বা ব্যস্ততার কারনে এমন করেন...
যাই হোক আসল কথা হলো এসব সাধারণ ভদ্রতা আমাদের জানা থাকা দরকার... তারপরেও জে জানেনা বা বুঝেনা তার জন্য কিছু একটাতো করা দরকার...

বিষয়টা হেলাফেলার নয়... আপনি বিষয়টা নিয়ে আরও সুন্দরভাবে পোষ্টটি দিতে পারতেন... অনেকেই শিক্ষা লাভ করতো... আশাকরি আপনার এটুকু থেকেও অনেকেই কিছুটা হলেও শিক্ষা লাভ করবে...

শুভকামনা...

০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সিরিয়াসলি লিখলে অনেকেই মাইন্ড করতেন, তাই হালকা আর অল্প হেয়ালি কথায় কিছু একটা বলতে চেয়েছি । তারপরও দুএকজন মাইন্ড করেছেন!

মন্তব্যে লেখা সম্পর্কে পাঠকদের মূল্যায়ন উঠে আসে । পোস্টদাতা যদি তা খেয়ালই না করেন, শিখবেন কীভাবে? তাছাড়া মন্তব্যকারীর আত্মসম্মানে বাঁধে যদি তার প্রতিউত্তর না দেওয়া হয় । সাধারণ ভদ্রতাও অনেকে মধ্যে দেখি না । অনেককে অন্যের পোস্টে মন্তব্য করতেও অনীহা; শুধু একটার পর একটা পোস্ট দিয়ে যান!

৭৪| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩০

বিলুনী বলেছেন: খুব ভাল লাগল পোস্ট এবং মন্তব্যের লিখা গুলি ।

২৪ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । বড্ড বিরক্ত হয়ে পোস্টটা দিয়েছিলাম তবুও অনেকের বোধোদয় হয়নি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.