নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

মহাকাল

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০১


অমোঘ নিয়তিকে আজ পরম সত্য মেনে
পদব্রজে ফিরি মহাকালের পথটা ধরে,
কাঁটা বিছানো পথকে নিজের আত্মীয় জেনে
দৌর্দন্ড প্রতাপে বীরেরা যেভাবে ফেরে ঘরে।
পেছনের যত ভুল-ত্রুটি ক্রমবর্ধমান
শকুনের চোখ মেলে চেয়ে আছে নির্নিমেষ,
সেদিকে তাকানোর সময় নেই; দিনমান
কষছি তাই ভবিষ্যতের অঙ্ক সবিশেষ।
মিটিয়ে দেব সকল, আছে যত লেনদেন
বিয়োগ-বেদনা-শ্রান্তি বেমালুম যাব ভুলে;
নিদ্রাচ্ছন্ন স্বপ্নগুলো পাবে ঠিক অক্সিজেন-
প্রাণসঞ্চার করবে অলি উড়ে ফুলে ফুলে।
যা হলো বিস্মৃত সে সবে আর কী কারবার?
সময় বহমান নদী সে তো যাবেই বয়ে,
পিছে পড়ে থেকে কেন তবে মন করা ভার?
প্রস্তর কাঠিন্য সব ঠিকঠাক যাব সয়ে।
কালের দাবিকে অগ্রাহ্য করি সাধ্য কী আর?
প্রকৃতির নিয়মেই ঘটে যা কিছু ঘটার;
সুনীল আকাশ- হাতে নাটাইঘুড়ি আমার
এসেছে সময় নীলাকাশে ঘুড়ি উড়াবার।

১৫ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


ভাবনায় সুদিন, অন্তরে আস্হা, রাস্তা সমতল

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: এ তুফান ভারী, দিতে হবে পারি নিতে হবে তরী পার।

২| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৮

ভ্রমরের ডানা বলেছেন: ঘুড়ি উড়ুক প্রানবন্ত হয়ে.....

১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৭

মোহাম্মদ শওকত হাসান বলেছেন: ভালো লাগল। অনুপ্রেরনা যেন কমে না যায়।

১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা যাক কতদিন লাস্টিং করে।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৯

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো খুব

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম। শুভকামনা আপনার জন্য।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১০

পদাতিক চৌধুরি বলেছেন: স্বপ্নরা পাড়িদিক দিগন্তরেখায়,পথ যতই বন্ধুর হোক; শুধু নাটাইটা পড়ে থাক মনের আঙ্গিনায়।‌‌‌
চমৎকার কামব্যাক দাদা।


শুভেচ্ছা নিয়েন।

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনাকে পেয়েও ভালো লাগল। ইদানীং খুব একটা আসা হয় না। লিখতে ভুলেই যাচ্ছি।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে বোকা, পিছনে বসতাম তো তাই হয়তো আজও পিছিয়ে আছি।

কবির হাতে জোর আছে!

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: কী যে বলেন, মশাই! লজ্জায় তো মাথাই তুলতে পারছি না।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লজ্জাকে আমাকে পরে নির্লজ্জ করব আমার পোস্টে মন্তব্য করেছি ওটার জবাব দেন আগে।

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: :)

৮| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ সত্যি ব্লগিং উপভোগ করছি।

আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও ভালো লাগছে।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
উড়ুক তবে ঘুড়ি
স্বপ্ন লয়ে একাকাশ
তুড়ি দিয়ে উড়ি মেরে
বাঁচাই জীবনে আশ্বাস!!

কবিতায় ++++

১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা অফুরান।

১০| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন ভাই সাহেব।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও তাই মনে হচ্ছে। লোকসমাজে দেখানো যায়। প্রেমের কবিতা লিখলে যেমন লোকে ঠাট্টা-মশকরা করে এখানে সে সুযোগ নেই।

১১| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৮

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতাটি অনেক ভাল লাগল ।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন।

১২| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৯

নীল আকাশ বলেছেন: কবির আবেগ সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে। নীলাকাশে মনের ইচ্ছে মতো কতক্ষণ ঘুড়ি উড়ানোর সুযোগ পায় মানুষ? বাধাবল্গাহীন ভাবে?
শুভ কামনা রইলো।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: সময়টা বড় অল্প, তবুও যতটুকু পায় সবটুকুর সদ্ব্যবহার করতে চায়। কতটুকু আর পারে?

১৩| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমারও তাই মনে হচ্ছে। লোকসমাজে দেখানো যায়। প্রেমের কবিতা লিখলে যেমন লোকে ঠাট্টা-মশকরা করে এখানে সে সুযোগ নেই।

আপনি বুদ্ধিমান।

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন:

১৪| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১২

নজসু বলেছেন:



অন্তমিলে অনন্ত ভালো লাগা কবিবর।

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীত হলাম। শুভেচ্ছা রইলো।

১৫| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৮

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,




যা কিছু গেছে তা যাক। পিছনকে ভুলে সামনে এগিয়ে যাবার নামই "জীবন"।

ভালো হয়েছে কবিতা।

২১ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.