নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

পাঠক কমে গেল?

২০ শে মে, ২০২২ দুপুর ১২:১৭


'১৫-'১৬ সালের সাথে '২২ সালের হিসেব মিলিয়ে দেখি তখন যেকোনো একটা পোস্ট দিলে কমপক্ষে ৫০০-১০০০ পাঠক ছিল। মন্তব্য পড়ত ৩০-৪০ টা। অথচ এখন হারিকেন জ্বালিয়েও পাঠক খুঁজে পাই না। কারণ কী? লেখা ভালো হয় না? না কি অন্যকিছু?

লেখা ভালো হয় না, এটাও হতে পারে; আবার পাঠক হয়ত ভয়ে আসে না (ফেসবুকে একটিভ থাকায় অনেকে ব্লগে এমনিতেও আসে না)। আমার বেশিরভাগ লেখাই দুঃখের। পাঠক হয়ত ভেবে বসতে পারে এখানে মন্তব্য করে কোন বিপদে পড়ি (সহযোগিতা চেয়ে বসে কি না)! সহপাঠিরাও এখন যে যার মতো। যাদের বিভিন্ন সময় সহযোগিতা করতাম, তারাও না চেনার ভান করে।

কল্লোল পথিক, নীলপরি, সচেতনহ্যাপী, ঢাকাবাসী- ইনারা আমার নিয়মিত পাঠক ছিলেন। ভালোমন্দ সব লেখাই মন্তব্য করতেন। এখন সোনাগাজী আর ইসিয়াক ছাড়া কেউ নেই। মরুভূমির জলদস্যু অবশ্য মাঝেমধ্যে হাজিরা দিয়ে যান। অন্যরা এমনভাবে থাকে মনে হয় চেনেই না। অবশ্য কিছু দুঃসময়ের সাথী ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখেন।

কল্লোল পথিক, নীলপরি, সচেতনহ্যাপী, ঢাকাবাসীর খবর কেউ জানেন? নীলপরির সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছিল '১৯ সালে। ওনি কি জীবিত আছেন? বাকিদেরই বা কী অবস্থা?








মন্তব্য ৫৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২২ দুপুর ১২:৩৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আসলে ব্লগে পাটক বা হিট পাওয়ার কার্যকরী মাধ্যম হচ্ছে অন্যের পোস্টে মন্তব্য করা। আপনি অপরজনের পোস্টে মন্তব্য না করলে না পড়লে আরেকজন আপনা পোস্টে আসবেন না। :( আপনি যে কজন পাঠক বা মন্তব্য কারী পাচ্ছেন উনারাই জেনুইন। এটাই স্বস্তি। নিজের জন্য নিজ আত্মার পরিতৃপ্তির জন্য লিখুন।

২০ শে মে, ২০২২ দুপুর ১২:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজের সন্তুষ্টির জন্যই লিখি আসলে। আজকে হঠাৎ কী খেয়াল চাপল, হুটহাট এই পোস্ট টা দেওয়া।

২| ২০ শে মে, ২০২২ দুপুর ১২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমিও নিয়মিত পাঠক আপনার।
আমার লেখাতে পাঠক মন্তব্য কোন সময়ই তেমন ছিল না। কষ্ট করেই তো লিখি কিন্তু কমেন্ট তো আসেনা। তাহলে লেখা আসে কি ভাবে বলেন? ইদানীং নিয়মিত লিখছি। ফেসবুক অফ। ব্লগে সময় কাটাচ্ছি সুযোগ পেলে।
গত পোষ্টে পাঠের তুলনায় মন্তব্য কম।

তাই কবিতা লিখছি না তেমন।

২০ শে মে, ২০২২ দুপুর ১২:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্য না পেলে ভেতর থেকে অনুপ্রেরণা আসে না।

৩| ২০ শে মে, ২০২২ দুপুর ১২:৫০

ইসিয়াক বলেছেন:








প্রিয় ব্লগার,
আপনি আপনার মত ব্লগিং করুন, আমার পোস্টেও পাঠক কম তবু আমি লিখি, ভালো লাগে তাই লিখি। আপনি নিশ্চয় অন্য ব্লগারবৃন্দের পোস্ট পড়েন, ছোট করে হলেও সেখানে মন্তব্য করুন।


২০ শে মে, ২০২২ দুপুর ১২:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্ট পড়ি কিন্তু মন্তব্য করা হয় না। ইদানীং ভাবছি পত্রিকায় লেখা দেওয়াই ভালো। ব্লগে তো কপি হয়ে যায়।

৪| ২০ শে মে, ২০২২ দুপুর ১:০৯

শায়মা বলেছেন: এই ব্লগ এমন একটি স্থান এখানে পাঠক মন্তব্য এসব নিয়ে ভেবে ভেবে লিখলে চলবে না যেমনই কয় টাকা বেতন দেয় যে এই চাকুরীতে এত শ্রম দেবোএমন ভাবলে চলে না যে কোনো অফিসে।

লেখা বা যে কোনো কাজই নিজের মনের তাগিদে করে যখন মানুষ সেটার সৌন্দর্য্য এবং প্রয়োজনীয়তাই আসল।

এই ব্লগে যদি একজন পাঠকও যা থাকে এবং একটি মন্তব্যও না পড়ে তবুও নিজের মনে লিখে গেলেই সেটাই আসল লেখকের পরিচয় হবে বলে আমি মনে করি।

তুমি কিন্তু জব নিয়েও এমন ভাবো।
এত শ্রম দিয়ে কিছু হলো না, বেতন কম হেনো তেনো কি কি যেন লিখো।

আবার পোস্ট নিয়েও ভাবছো।

কেউ পড়ুক না পড়ুক তুমি তোমার লেখা লেখো যতদিন ব্লগ আছে।

:) :) :)

যস্মীন দেশে যদাচার
কাছা খুলে নদী পার।

ব্লগে যখন যে যুগে যত জন মানুষ ছিলো সেই অনুপাতে পাঠক লেখক ঠিকই আছে।

২০ শে মে, ২০২২ দুপুর ১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: তুমি কিন্তু জব নিয়েও এমন ভাবো।
এত শ্রম দিয়ে কিছু হলো না, বেতন কম হেনো তেনো কি কি যেন লিখো।
এমন মন্তব্য করছেন যে আমার জবান বন্ধ হয়ে গেছে। আসলেই ম্যালা সমস্যা আমার। বুঝতে পারছি ডোন্ট কেয়ার টাইপ হতে হবে। আমার কাজ আমি করব, কে পড়লে পড়ল না পড়লে নাই।

৫| ২০ শে মে, ২০২২ দুপুর ১:১২

ইসিয়াক বলেছেন: লেখা কপি হওয়ার ভয়ে আমিও অনেক লেখা পোস্ট করি না। এ বছর চারটা উপন্যাস রেডি করেছি কিন্তু পোস্ট করছি না। ভাবছি রেজিষ্ট্রেশন করে নিবো আগে। দৈনিক ইত্তেফাকে আপনার লেখা ছাপা হয়েছে দেখলাম। ভালো লেগেছে লেখাটা।

২০ শে মে, ২০২২ দুপুর ১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রিন্ট মিডিয়ায় লেখা ছাপা হওয়ার পর অনলাইনে ছাড়া ভালো মনে হয়।

৬| ২০ শে মে, ২০২২ দুপুর ১:১৪

ইসিয়াক বলেছেন: কোন কোন পত্রিকায় লেখা পাঠিয়েছেন? লেখা পাঠালে না-কি পত্রিকার সম্পাদক সাহেবর আবার যোগাযোগ করতে হয়। অনেকে বলে। সত্যি মিথ্যা জানি না।

২০ শে মে, ২০২২ দুপুর ১:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ইমেইল করলে ওরা লেখা সিলেক্টেড হলে জানায়। ইত্তেফাক, যায় যায় দিন, ভোরের কাগজ, সংবাদ- এরা নতুনদের মূল্যায়ন করে।

৭| ২০ শে মে, ২০২২ দুপুর ১:১৬

নূর আলম হিরণ বলেছেন: ব্লগে এমনিতেই পাঠক সংখ্যা কম। আকর্ষণীয় হেডলাইন ও ছবি এট্যাচ করুন, কিছুটা বাড়তে পারে।

২০ শে মে, ২০২২ দুপুর ১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: হাস্য-রসাত্মক লেখা বেশি পড়ে লোকে। সেধে কেউ কষ্ট নিতে চায় না।

৮| ২০ শে মে, ২০২২ দুপুর ১:২১

শায়মা বলেছেন: ২০ শে মে, ২০২২ দুপুর ১:১৬০

লেখক বলেছেন: তুমি কিন্তু জব নিয়েও এমন ভাবো।
এত শ্রম দিয়ে কিছু হলো না, বেতন কম হেনো তেনো কি কি যেন লিখো। এমন মন্তব্য করছেন যে আমার জবান বন্ধ হয়ে গেছে। আসলেই ম্যালা সমস্যা আমার। বুঝতে পারছি ডোন্ট কেয়ার টাইপ হতে হবে। আমার কাজ আমি করব, কে পড়লে পড়ল না পড়লে নাই।


আবার লেখালিখি নিয়ে টাকা কামাবার ধান্ধাবাজীও মনের শান্তি নষ্ট করে দিতে পারে। :)

আরেকটা কথা-
৭. ২০ শে মে, ২০২২ দুপুর ১:১৬০

নূর আলম হিরণ বলেছেন: ব্লগে এমনিতেই পাঠক সংখ্যা কম। আকর্ষণীয় হেডলাইন ও ছবি এট্যাচ করুন, কিছুটা বাড়তে পারে।

হিরণভাইয়ার এই কমেন্টটাই তোমার পোস্টের উত্তর।


প্রমান- এই পোস্টের শিরোনাম। এই শিরোনাম তোমার লেখায় পাঠক আনবে।

শিরোনাম ইজ মোস্ট ইমপোর্ট্যান্ট পার্ট অফ দ্যা রাইটিং।


অনেক আগে দুরন্ত স্বপ্নচারী আমাকে বলেছিলো আমি শিরোনামে এক্সপার্ট মানে তখন ছিলাম যখন আমি আবেগী ছিলাম।

যাইহোক পাঠক হোক ১০০০ এই লেখার। হা হা

২০ শে মে, ২০২২ দুপুর ১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনাম তো দিতেই পারি কিন্তু পরে না আবার পাঠকের সাথে প্রতারণা হয়। এত বড়ো গোনাহের কাজ কেমনে করি?

৯| ২০ শে মে, ২০২২ দুপুর ১:২৭

শায়মা বলেছেন: কি বলো আবোল তাবোল!!

প্রতারণা গোনাহ এই সব আবার কি???


তবে তুমি কি শুধু একখানা ইন্টারেস্টিং শিরোনাম দিয়ে বসে থাকবে নাকি??

লিখবে না???

তাইলে তো অন্তঃসার শুন্য পাগলা লেখা বলে মানুষ তোমাকেই পাগল ঠাউরাবে!!!!!! B:-)

উফ তোমার থট প্রসেসর দেখি উল্টা পাল্টা কাজ করে!!!!!!!! X((

২০ শে মে, ২০২২ দুপুর ১:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকের শিরোনাম আর লেখায় তেমন মিল থাকে না, সেটা বললাম। দৃষ্টি আকর্ষণের জন্য উদ্ভট নাম দেয় অথচ শিরোনাম এক লেখা আরেক।

১০| ২০ শে মে, ২০২২ দুপুর ১:৩৩

শায়মা বলেছেন: না সাথে সাথে চিন্তা করে ভালো ভালো লিখবে.... :)

২০ শে মে, ২০২২ দুপুর ১:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

১১| ২০ শে মে, ২০২২ দুপুর ১:৫১

নিমো বলেছেন: লেখক বলেছেন: হাস্য-রসাত্মক লেখা বেশি পড়ে লোকে। সেধে কেউ কষ্ট নিতে চায় না।
আপনার এই বক্তব্যটাকে যদি পোস্টের মূল কথা ধরি, তাহলে এটাই স্বাভাবিক। কারণ আনন্দে অংশ নেয়া সহজ, একটা জন্মদিনের উৎসবে আপনি চাইলেই হল্লোড় করতে পারবেন। কিন্তু কারও মৃত্যুতে স্বান্ত্বনা সবাই দিতে পারে কি ? কষ্টের পোস্টে কিছু লিখতে যে সূক্ষ অনুভূতি আর সংবেদনশীলতা দরকার, তা আজকের চাপের পৃথিবীত বজায় রাখা মুশকিল। কেউ কেউ হয়তো পারেন- যেমন স্বপ্নবাজ সৌরভ। তাই সবাই এসব পোস্টে পাঠক হিসেবে অংশ নিবে এ ধারণাটাই আমার কাছে ভুল মনে হল। ভালো থাকুন।

২০ শে মে, ২০২২ দুপুর ১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কষ্টের পোস্টে কিছু লিখতে যে সূক্ষ অনুভূতি আর সংবেদনশীলতা দরকার, তা আজকের চাপের পৃথিবীত বজায় রাখা মুশকিল। ঠিকই বলেছেন।

১২| ২০ শে মে, ২০২২ দুপুর ১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: যেখানে সামুর ভিজিটর কম সেখানে পাঠক কমে যাবে এটাই তো স্বাভাবিক।

২০ শে মে, ২০২২ দুপুর ২:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: তাও ঠিক।

১৩| ২০ শে মে, ২০২২ দুপুর ২:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লিখতে থাকুন প্রিয় ব্লগার।
লিখুন আর পড়ুন। আমিও আছি।

২০ শে মে, ২০২২ দুপুর ২:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা আর হচ্ছে কই! এত চড়াই-উৎরাই! পাশে আছেন জেনে ভালো লাগল।

১৪| ২০ শে মে, ২০২২ দুপুর ২:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্যাচাল শুরু করুন
পাঠক ও মন্তব্য দুই'ই ফিরে
পাবেন!

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: সসম্মানে থাকতে চাই।

১৫| ২০ শে মে, ২০২২ বিকাল ৩:১৫

শায়মা বলেছেন: ১৪. ২০ শে মে, ২০২২ দুপুর ২:৫৬০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্যাচাল শুরু করুন
পাঠক ও মন্তব্য দুই'ই ফিরে
পাবেন!


ইয়েস এনাদার গুড পয়েন্ট।


ভাইয়া কেচাল পোস্ট লেখো দেখো মরা পাঠকরাও জেগে উঠে আসবে। :)

নুরুভাইয়ু বুদ্ধিমানের মত কথা বলেছে আজকে আসলেও। :)

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: এত মনোবল নেই ঝগড়াঝাঁটি করার।

১৬| ২০ শে মে, ২০২২ বিকাল ৩:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: মানুষ শুধু আনন্দ চায়। দুঃখ আর বিরহকে এড়িয়ে চলতে চায়। কিন্তু মানুষের জীবনের শুরু কান্না দিয়ে আবার সমাপ্তিও কান্না দিয়ে।

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষের জীবনের শুরু কান্না দিয়ে আবার সমাপ্তিও কান্না দিয়ে। কিন্তু সবাই চায় মাঝের সময়টা হাসতে। এখানে কান্নাকাটি কারও বিরক্তি উদ্রেক করে।

১৭| ২০ শে মে, ২০২২ বিকাল ৩:৪১

শেরজা তপন বলেছেন: আপনার অনেক লেখাই আমি পড়েছি- কিছু কিছু লেখায় সবসময় মন্তব্য করার কথা খুঁজে পাওয়া যায় না।

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: হয়ত এমন কিছু লিখি যা অনেকের কাছে বিরক্তিকর

১৮| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি সবার পোষ্টই পড়ি কিন্তু মন্তব্য করা হয়ে উঠে না।

২০ শে মে, ২০২২ রাত ৯:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যস্ততা থাকে সবারই কমবেশি।

১৯| ২০ শে মে, ২০২২ রাত ৮:০১

ইসিয়াক বলেছেন: আপনি একটা কবিতা লিখুন। নতুন এবং আনকোরা। গভীর মনোযোগ আর আবেগের সংমিশ্রণে।
একটু সময় নিন। লিখুন।

বলা হয় নি কখনও আপনার কবিতার আমি বিশেষ ভক্ত। ভক্তের আবদার রাখবেন নিশ্চয়।

শুভকামনা রইল।

২০ শে মে, ২০২২ রাত ৯:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার কবিতা বরাবরই আনকোরা

২০| ২০ শে মে, ২০২২ রাত ৮:৪৬

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



শুধু আপনারই নয় অনেকেরই পাঠক সংখ্যা কেন কমে গেছে তা মন্তব্যকারীদের অনেক মন্তব্যেই এসেছে । সেখান থেকে পাঠক সংখ্যা কমার কারন তুলে ধরছি -
ভার্চুয়াল তাসনিম ------ আসলে ব্লগে পাটক বা হিট পাওয়ার কার্যকরী মাধ্যম হচ্ছে অন্যের পোস্টে মন্তব্য করা। আপনি অপরজনের পোস্টে মন্তব্য না করলে না পড়লে আরেকজন আপনা পোস্টে আসবেন না।

ইসিয়াক ------ আপনি নিশ্চয় অন্য ব্লগারবৃন্দের পোস্ট পড়েন, ছোট করে হলেও সেখানে মন্তব্য করুন।

শায়মা -------- তুমি কিন্তু জব নিয়েও এমন ভাবো। এত শ্রম দিয়ে কিছু হলো না, বেতন কম হেনো তেনো কি কি যেন লিখো।

মোঃ মাইদুল সরকার --------- যেখানে সামুর ভিজিটর কম সেখানে পাঠক কমে যাবে এটাই তো স্বাভাবিক।

আর এর সমাধান ?
প্রায় সব মন্তব্যকারীরাই দিয়ে গেছেন। এগুলো নিয়ে মনযোগ সহকারে ভাবুন।
আসল কথা হলো লেখা ..... লেখা .......... এবং লেখা....................যে যা-ই ভাবুক!

২০ শে মে, ২০২২ রাত ৯:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কার্যকরী মন্তব্য করেছেন ওনারা। মেনে চলতে হবে।

২১| ২০ শে মে, ২০২২ রাত ৮:৫৭

জুল ভার্ন বলেছেন: নিজের মতো করে লিখি- কেউ পড়ে মন্তব্য করলে ভালো লাগে। তবে কেউ পড়ুন আর না-ই পড়ুন আমার কিছু করার নাই। ব্যাক্তিগত ভাবে অপরিচিত ব্লগারদের লেখা তেমন একটা পড়া হয়না। তবে যারা আমার লেখা পড়ে মন্তব্য করেন আমিও তাদের লেখা পড়ে মন্তব্য করি। আবার কারো লেখা পড়ে মন্তব্য করলে সেই মন্তব্যের জবাব না দিলে দ্বিতীয় বার তার পোস্ট মাড়াই না।

২০ শে মে, ২০২২ রাত ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্ট পড়ে ভালোমন্দ একটা মতামত দিলে ভেতর থেকে উৎসাহ আসে।

২২| ২০ শে মে, ২০২২ রাত ৯:৪৬

গরল বলেছেন: আপনার লেখা পড়ি কিন্তু মন্তব্য করা হয় না কারণ আমি শুধু মন্তব্য করার জন্য মন্তব্য করি না। না বাুঝে বা কিছু একটা মন্তব্য করে দেওয়াটা পছন্দ হয় না। তাই যারা একটু কাব্যিক ধরণের লেখা লিখে তাদের পোষ্টে মন্তব্য করা হয় না কারণ আমার মধ্যে কাব্যজ্ঞান খুব কম।

২০ শে মে, ২০২২ রাত ৯:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি, সোবোজ, সাসুম, নতুন, ডক্টর আলী, জগতারন, আখেনাটেন প্রমুখকে যথেষ্ট সমীহ করি আমি অথচ আপনারা কোনো মন্তব্য করেন না।

২৩| ২০ শে মে, ২০২২ রাত ১১:১১

জ্যাকেল বলেছেন: আপনার পাঠক কমে যাবার বিশেষ একটা কারণ হইতে পারে লেখা চুরি'র মত অপরাধকে ছোট করে ধরেন/সাফাই দেন এমন সব লোকের সাথে সখ্যতা। আর আপনি তো জনপ্রিয়তার জন্য লিখতেছেন এমন না তাই না? মনের চাহিদা পূরণ করাই যদি আসল হয় তবে এইসব পাঠক খোজা বাদ দেন।

২০ শে মে, ২০২২ রাত ১১:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কোনো লেখাচোরের পক্ষে সাফাই গেয়েছি বলে তো মনে পড়ছে না।

২৪| ২১ শে মে, ২০২২ রাত ১২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এটা প্রায় সকলের ক্ষেত্রেই ঘটেছে।

২১ শে মে, ২০২২ সকাল ৮:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তাও ঠিক।

২৫| ২১ শে মে, ২০২২ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: আমার নিজের কথা বলি-
আমি লিখে আনন্দ পাই। আর যদি কেউ আমার লেখা পড়ে এবং মন্তব্য করে তখন আনন্দের পরিমান কিচ্ছুটা বাড়ে।
পাঠক থাক বা না থাক আপনি লিখে যাবেন।

২১ শে মে, ২০২২ সকাল ৮:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠক বেশি থাকলে, মন্তব্য বেশি পেলে লিখার মনোবল ফিরে আসে।

২৬| ২১ শে মে, ২০২২ রাত ১:৫০

সোনাগাজী বলেছেন:


একটিভ ব্লগারদের শতকরা ২০ জন আমাকে কমেন্ট ব্যান করে রেখেছেন; আমার অবস্হা বুঝেন!

তবে, আমাকে যাঁরা কমেন্ট ব্যান করেন, তাঁদের ঠিকানা হয় ফেইসবুকে।

২১ শে মে, ২০২২ সকাল ৮:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু সুশীল ব্লগার আছেন। কোন সমালোচনা পছন্দ করেন না।

২৭| ২১ শে মে, ২০২২ দুপুর ১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: এ ব্লগে বর্তমানে ৯৫% ব্লগার কমেন্ট করেনা।অনেকে অন্য কেউ করলে জেলাস করে। যারা আপনার পোস্টে মন্তব্য করে তাদের পোস্টে আপনি লাইক দেন। তাহলে পাঠক বেড়ে যাবে।

২১ শে মে, ২০২২ বিকাল ৫:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

২৮| ২১ শে মে, ২০২২ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পাঠক বেশি থাকলে, মন্তব্য বেশি পেলে লিখার মনোবল ফিরে আসে।

আমার আবার এরকম চিন্তা না। আমি জাস্ট লিখেই আনন্দ পাই। এই আনন্দই আমার কাছে অনেক বড়।

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: ও আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.