| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূপকথার রাজকন্যা
পাবে সামান্যে কি তার দেখা ....পাবে সামান্যে কি তার দেখা...বেদে নাই যার রুপরেখা
গত বছর ঠিক এরকম একটা সময়ে শুনতে পেয়েছিলাম আমার প্রিয় বন্ধু মুগ্ধ আর নেই।
তখন মুগ্ধ ও সুজন এই ২ জনের চলে যাওয়া নিয়ে ব্লগপাড়া তোলপার। বান্দরবনে ঘুরতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে যায় ওরা। আজ ওদের মৃত্যুদিন। ওদের স্মরন করি শ্রদ্হায়, ভালবাসায়।
অনেক দুষ্টু বন্ধু মুগ্ধকে নিয়ে গতবছর একটা পোস্ট দিয়েছিলাম। এবছর নতুন কিছু লেখা হলনা। ঐ পোস্ট টাই আবার দিলাম।
আমাদের বন্ধু 'মুগ্ধ'
মুগ্ধ....অনেক ভাল আছ নিশ্চয়ই। আ্যরি ম্যান স্টে ফাইন। আমরা তোমাকে এক মুহুর্তের জন্যও ভুলিনি।
২|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
মনে নাই বলেছেন: আপনার বন্ধুর জন্য দোয়া থাকলো, অনেক অনেক ভালো থাকবে নিশ্চয়ই।
২০০৯ সালে আমার খুব কাছের বন্ধু চলে গিয়েছিল আমাদেরকে ছেড়ে, প্রথম ২ বছর ঘুমাতে কষ্ট হয়েছিল খুব, সপ্তাহে অন্ততঃ ৩/৪ দিন ওকে দেখতে পেতাম।
৩|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: মুগ্ধ ছিল আমার বন্ধুর বন্ধু, খুব পরিচিত কেউ ছিল না। কিন্তু ওর গল্প শুনতে শুনতে সে আমাদের কাছে হয়ে গিয়েছিল একজন লিজেন্ড।
সে ভালো থাকুক।
৪|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আমিও মুগ্ধ হলাম।প্রেম
৫|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
খেয়া ঘাট বলেছেন: বড়ই বেদনাদায়ক।
৬|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
শাফায়াত হোসেন শাওন বলেছেন: মুগ্ধ আমি।!!!!
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
তুন্না বলেছেন: আল্লাহ ওনাকে জান্নাত বাসি কোরুন। আমিন..