নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাবে সামান্যে কি তার দেখা....

রূপকথার রাজকন্যা

পাবে সামান্যে কি তার দেখা ....পাবে সামান্যে কি তার দেখা...বেদে নাই যার রুপরেখা

রূপকথার রাজকন্যা › বিস্তারিত পোস্টঃ

শুধু অপেক্ষা করছি শাহবাগ নিজেকে কি প্রমান করে তা দেখার জন্য

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫

কাদের মোল্লার জন্য যারা মাঠে নেমেছিল আজ তাদের আবার ও অনুরোধ জানাই... কাদের মোল্লা যদি ফাঁসির আসামি হয় তাহলে আজকে আপনারা অবশ্যই মাঠে নামবেন। আবার শাহবাগ শুরু করেন। শাহবাগের চেতনা ধবংস হতে দেবেন না।

কোথায় সেদিনের ড. ইমরান ? আপনারা নাকি ফাঁসির রায় নিয়েই শাহবাগ ত্যাগ করবেন! আজ কই আপনি? জাতি আপনাকে আবার স্মরন করছে। যদি রাজাকারদের সত্যিকারের বিচার চান তাহলে আবার মাঠে নেমে আসুন। আবার প্রতিবাদ করুন। আবার শাহবাগ জ্বলে উঠুক। আবার লাকি আক্তার বজ্র কন্ঠে চিতকার করুক।



উপরের সবই হবে যদি শাহবাগের এই জ্বলে ওঠা নেতারা "ভুয়া" কিছু না হয়। শাহবাগ যদি শুধু এক "তামাশা"র নাম না হয় তাহলে এর সবই হবে।

শুধু অপেক্ষা করছি "শাহবাগ" নিজেকে কি প্রমান করে তা দেখার জন্য।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮

মো: ফজলুল হক পিয়াশ বলেছেন: মনে হয় আর জমবে না।

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০২

রূপকথার রাজকন্যা বলেছেন: শাহবাগ আর ড.ইমরান , লাকি নিজেরাই প্রমান করবে তারা নিজেরা কি ছিল তাদের শাহবাগ আসলে কিসের শাহবাগ ছিল।

২| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০২

সিউল রায়হান বলেছেন: আইনমন্ত্রী, প্রতিমন্ত্রী সবাই সন্তুষ্ট, তারা জানিয়েছেন দেশবাসীও সন্তুষ্ট

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭

রূপকথার রাজকন্যা বলেছেন: আমরা কিন্তু এর আগেরবার দিপুমোনি আপাকে শাহবাগে গিয়ে ফাসি চাই ফাসি চাই করে চিল্লাতে দেখেছি। তার মানে সেবার ও উনি ফাসি চাচ্ছিলেন এবার ও তাই চাইবেন বলে মনে হচ্ছে। উনার কাছে থেকে জানা দরকার উনি কি সন্তষ্ট?

৩| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: যদি নেতারা সত্য হয়, তাহলে প্রথম দিকে কষ্ট হলেও একসময় শাহাবাগ জেগে উঠবে। আর যদি নেতারা ভুয়া হয় তাহলে শাহাবাগ জাগবে না।


তবে যাই হোক না কেন, স্বাধীনতাবিরোধীদের সাথে স্বাধীনতাপক্ষের দীর্ঘমেয়াদী সংঘর্ষের দ্বিতীয় স্টেইজ শুরু হলো। এটা সম্ভবত দ্বিতীয় জেনারেশন এর মধ্যেও ছড়িয়ে যাবে। হয়ত ভিন্ন ভাবে হবে। এটা সম্ভবত অনেক দীর্ঘস্থায়ী হবে। আর এই বিভাজনের সমস্ত সুবিধা নিবে আশে পাশের অনেক দেশ, এবং পরাশক্তি। কিন্তু এটা আর থামানো যাবে না। এটা সম্ভবত কন্ট্রোল এর বাইরে চলে গেল।

দ্বিতীয় প্যারা টা আমার ধারণা। ধারণা ভুল প্রমাণিত হলেই মনে হয় খুশি হব।

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩

রূপকথার রাজকন্যা বলেছেন: নেতারা ভুয়া হলে বুঝে নিতে হবে আগে যারা আমাদের যে পথ দেখাচ্ছিল তারা সকলেই ভুয়া। ঐ শাহবাগ এর উপর থেকে আস্থা ঝেরে ফেলে দিতে হবে। ঐ সময়ে যারা ভুয়া নেতা এবং ভু্যা প্রতিশ্রুতি আর ভুয়া শপথ (তামাশা আর কাকে বলে!!) নিয়ে যারা শাহবাগ আসন গেড়ে বসেছিল তাদের চেনা হয়ে গেল। তাদের সামনে পেলেই ধরে নেতা হওয়ার আর আমাদের মত সাধারন মানুষের সেন্টিমেন্ট নিয়ে তামাশা করার মজা বুঝাতে হবে।
আর যারা স্বাধিনতা বিরোধি আর স্বাধিনতা স্বপক্ষ বলে জাতিকে ২ ভাগে ভাগ করা শুরু করেছে ( আমার যতদুর মনে পড়ে ঐ ঘটনাই ছিল আমাদের বিভাজনের প্রথম স্টেপ) তাদের বয়কট করতে হবে।

জামাতকে নিষিদ্ধ করার আন্দোলোন কেন বন্ধ করা হল, কেন জামাত অবৈধ হলনা সরকারকে তার জবাব দিতে হবে।

৪| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮

বাঙ্গাল৭১ বলেছেন: ইমরানতো শাহবাগেই আছে।

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫

রূপকথার রাজকন্যা বলেছেন: এইবার দেখি ইমরান লাকি কি করে? এরা ভুয়া না আসল আন্দোলন কারি এবার প্রমান হবে। প্রমান হবে গত মাসাধিক ধরে বসে থাকা শাহবাগ আসলেই ভুয়া ছিল না।

৫| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫

এসএমফারুক৮৮ বলেছেন: ইমরানকে তো আজকেও মিছিলে দেখা গেল।

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

রূপকথার রাজকন্যা বলেছেন: শুধু মিছিলে হাটাহাটি না, ঐ চরমপত্রের প্রতিটা শপথ উনি মেনে তারপরেই ঘরে যাবেন।
এই ফলহীন হাটাহাটির কোনো মানে হয়না।

৬| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬

খাটাস বলেছেন: ইমরান কি করল, তাতে কিছু যায় আসে না।

৭| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

শিপু ভাই বলেছেন:
ইমরান কি করল, তাতে কিছু যায় আসে না।

ইমরান লাকি মানেই শাহবাগ নয়!!!

আমিই শাহবাগ...আপনিই শাহবাগ!!!

৮| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

সুপান্থ সুরাহী বলেছেন:

শাহবাগ নিজেদের প্রমাণ করেছে। তারা বালবাগ...

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১২

শাহেদ জামান বলেছেন: আবার দেখা হবে..? জানিনা জানা নাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.