![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহায় হয়ে যায় মানুষ যখন তারা আর কোন রাস্তা খুজে না পেয়ে বিছানায় এপাশ ওপাশ করতে থাকেন একা হয়ে। থাকে না কেও ধরে তোলার। নিজের কষ্টটাও কাউকে বলাও যায় না। বলতে গেলেই বেজে যায় আত্মসন্মানবোধে। মনে পরে যায় পুরোনো দিনের সেই অহংকারের কথা। যা নিয়ে মানুষের সাথে বড় বড় কথায় মেতে থাকত বরাই করত দুনিয়া চলে যাবে তাও যাবে না সে। আজ দুনিয়া দুনিয়ার মতই আছে নেই শুধু সে। ঠিক তখনি মনে পড়ে যায় একটা মানুষ কথা দিয়ে ছিল সব কিছুকে সাক্ষী রেখে কথা দিয়েছিল। আর বিছানায় পড়ে থাকা মানুষটাও বোকার মতি বিশ্বাস করেছিল। আর বিশ্বাস না করার মতও কোন কারণ ছিল না কেননা সেই মানুষ্টা তাকে এটাও বিশ্বাস করিয়েছিল যে হাতের পাচ আঙ্গুল যেমন সমান হয় না তেমনি দুনিয়ার মানুষের ভালবাসাও সমান হয় না। সে এক কিংবদন্তি অভিনেত্রী আর অভিনয় টা এত্ত সুন্দর ছিল যে ৮ বছরে অভিনয়ে একটা ভুলও হয়নি। যেখানে ৭১ ও মাছরাঙ্গা টিভির ৪০ সেকেন্ডের মসজিদের ভিতর ইয়াবা বিক্রির ভিডিও বানাতে ভুল করে ফেলেছিল কম পক্ষে ৫ টা। এইসব অভিনেত্রী দের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিৎ ।
বোকা গুলো বোঝেও বোঝেনা। তারা চায় কেউ একজন তাদের নিয়ে কবিতা লিখুক, লিখুক একটা উপন্যাস । তারা বাস্তব টাকে ছুতেও চায় না। তারা বোঝে যে আজ যার স্টেইজ নাই কাল যদি তার স্টেইজ হয় তাহলে সে বদলাবেই এটাই দুনিয়া কিন্তু তারা এটা বোঝেও মানে না। আর তাদের না মানার পেছনে সবচেয়ে বড় কারনটা হল তারা স্বার্থ চিনে না। তারা জীবনে একটা জিনিসেই চিনে আর এটাই শিখেছিল বোধ হয় যার নাম প্রত্নতাত্ত্বিকেরা দিয়েছিল "ভালবাসা"।
হুমায়ূন আহমেদ স্যারের কথা " ভালবাসার মানুষের সাথে বিয়ে হলে নাকি মানুষটাই থাকে কিন্তু কোন ভালবাসা থাকে না, আর বিয়ে না হলে হয়তো মানুষ টা থাকে না। কিন্তু ভালবাসা নাকি সারাজীবন থাকে।
হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু স্যার এটাও বলে যেতে পারতেন যে কাউকে নিজের চেয়ে বেশী মন থেকে ভালবেসে ফেললে তার পর যদি সে ফেলে চলে যায় তখন কি করা উচিৎ । যাকে ছাড়া একটা নিশ্বাসেরও কল্পনা কোন দিন করা হয়নি।
আজ কেমন করে যাচ্ছে দিনের পর দিন আর রাতের পর রাত।
ঠিক যেমনটা বলেছিলাম দুনিয়া চলছে দুনিয়ার মত। পড়াশোনা চলাফেরা যেখানে জীবনের সবটাই ছিল তাকে নিয়ে যেখানে তাকে ছাড়া কিভাবে জীবন কল্পনা হবে।
চোখ দুটো বন্ধ করলেই সাথে সাথে চোখের সামনে ভেসে উঠে কালো এক দুনিয়া। যেখানে নেই কোন ভালবাসা। ঠিক সেখানেই আছে আমার এক বন্ধু নাম তার মৃত্যু।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: বাস্তব জগতে থাকুন। আবেগ দূরে রাখুন।
২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
Rupok (Death) বলেছেন: ভায়া কল্পনা থেকে বলছি
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯
পবিত্র হোসাইন বলেছেন: ভালো লিখেছেন । শুভ কামনা ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৪
নীল আকাশ বলেছেন: আপনার লেখাটা খাপছাড়া মনে হলো আমার। ১ম প্যারার থীম এক আর ২য় প্যারা থীম আরেক।
উপরে স্বার্থপর আর নীচে ভালোবাসা। প্যারা উপরে এক, দুই লিখে দিতে পারতেন। পাঠক তাতে কনফিউজ হতো না........
হুট করে টিভি চ্যানেল আর অভিনেত্রীদের নিয়ে কি লিখলেন? এটা তো পড়ে কিছুই বুঝা যাচ্ছে না
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
ইমু সাহেব বলেছেন: আবেগ সম্বলিত পোস্ট , অনুধাবন করার মতো অনেক কিছু আছে ।
ভালো থাকবেন , আর সবাইকে তো একদিন মরতেই হবে ।