নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সত্য প্রকাশে মিডিয়ার গুরুত্ব।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫০

এখনকার সময়ে মিডিয়ার গুরুত্ব সচেতন মানুষ মাত্রই বুঝতে পারেন। সত্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে, আসল বিষয় সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে মিডিয়ার ভূমিকা অপরিসীম। বর্তমান বিশ্বের কার্যকর মিডিয়া বলতেই আমরা বুঝি B.B.C, C.N.N, VOA, AP, Al Jajira সহ জনপ্রিয় সব সংবাদ মাধ্যমগুলোকে। ফেসবুক, টুইটারের মত সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন অত্যন্ত জনপ্রিয় এবং এদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ব্লগিং এর মাধ্যমে মানুষ এখন তাদের মত সরাসরি প্রকাশ করতে পারে। কিন্তু যারা ব্লগিং এবং বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করেন তাদেরকে ব্যক্তিগত আক্রমণ এবং কুৎসা রটনা থেকে বিরত থেকে গঠনমূলক সমালোচনা এবং সুস্থভাবে মতের আদানপ্রদান করা উচিত। সামাজিক মাধ্যমগুলো বাংলাদেশে জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ সংবাদ জানার জন্য পত্রপত্রিকার পাশাপাশি ব্লগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুকের উপর নির্ভর করছে। পশ্চিমা দেশগুলোতে এখন ইন্টারনেট, প্রিন্ট মিডিয়ার চাইতে বেশি জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ফেসবুক, টুইটার, ব্লগ এগুলো প্রধান মিডিয়া হয়ে উঠেছে। প্রফেশনাল ব্লগিং এবং আউটসোর্সিং এর মাধ্যমে এখন বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। বর্তমানে বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মিডিয়ার ভূমিকা এবং গুরুত্ব অপরিসীম। কিন্তু যারা এই নতুন মিডিয়াকে ব্যবহার করছেন তারা যেন তাদের কাজের মাধ্যমে অন্যের বাকস্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতায় আঘাত না করেন। অতি সম্প্রতি গন জাগরণ মঞ্চ নিয়ে জনগনের মাঝে যে ব্যাপক সাড়া জেগেছিল তা সম্ভব হয়েছিল ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে। বর্তমান সরকার প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক মিডিয়া বলেন সবাইকেই সত্য প্রকাশে বাক স্বাধীনতা দিয়েছে। তাইতো আমরা সত্য এবং নিরংকুশ সংবাদ নিয়মিত জানতে পারছি। কিন্তু ইদানিং কিছু কিছু সংবাদ মাধ্যম তাদের রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার জন্য তিলকে তাল করে সংবাদ প্রচার করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। দেশের সাধারণ জনগণ মনে করছে এটাই হয়তবা সত্য। তবে একজন সাধারণ মানুষ হিসাবে আমার ব্যক্তিগত অভিমত হল মিডিয়াকে হতে হবে সত্য প্রকাশে আপোষহীন। কোন হুমকির মুখে তারা নীতি ভ্রষ্ট হবে না। শুধু সরকারকে নয়, এর জন্য সচেতন হতে হবে তৃণমূল পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে। আর তাহলেই আমরা সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ তথ্য জানতে পারব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.