নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

জামায়াত শিবিরের ডিজিটাল অপপ্রচার মহাজোট গাছাড়া।

১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

সারাদেশে বর্তমানে চারটি সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। নির্বাচনী প্রচারণায় প্রার্থিদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আহার নিদ্রা বাদ দিয়ে প্রার্থিরা ছুটছে ভোটারদের বাড়ী বাড়ী। প্রার্থিদের আগামী দিনের কর্মসূচি তুলে ধরছেন। কেউ কেউ বর্তমান মেয়র প্রার্থীর কুৎসা রটনা করছেন আবার কেউ কেউ বর্তমান সরকারের সমালোচনা করছেন। এ ক্ষেত্রে জামায়াত শিবির এক ধাপ এগিয়ে। তারা ল্যাপটপ নিয়ে বাড়ী বাড়ী যাচ্ছে এবং মা, বোনদের হেফাজতের সাথে পুলিশের সংঘর্ষ –জামায়াত শিবিরের সংঘর্ষের ছবি দেখিয়ে ভোটারদের উত্তেজিত করছে, বিভ্রান্ত করছে। স্থানীয় ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন এ ক্ষেত্রে পিছিয়ে আছে। তারা শিবিরের অপপ্রচারের জবাব দিচ্ছে না। এক্ষেত্রে ১৪ দলীয় জোটের নির্লিপ্ততা মানুষকে হতাশা করছে। বিশিষ্টজনদের অভিমত শিবিরের এই অপকৌশল, ভোটের রাজনীতিতে তেমন কোন প্রভাব ফেলবে না। কারন বর্তমান ভোটাররা খুবই সচেতন। তারা দেশের সার্বিক অবস্থার কথা জানে ও খোঁজ খবর রাখে। নির্বাচনী আইন পরিপন্থি কোন কাজ কোন সংগঠন বা দল করলে তার বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিবে এ প্রত্যাশা দেশবাসীর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

এমজামান বলেছেন: নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিবে এ প্রত্যাশা দেশবাসীর।

ভাইজান হাসাইলেন,
ওনারা কঠিন ব্যবস্থা নিলে ওনাদের যদি মান ইজ্জত চইলা যায়। ওনারাতো পুতুল যে দল ক্ষমতায় থাকে তখন তাদের পুতুল হয়ে নাচে। ওনাদের দোষ দিয়ে লাভ নেই সরকার নিরপেক্ষ থাকলে সব কিছুই সম্ভব।

২| ১৩ ই জুন, ২০১৩ ভোর ৪:০১

নয়ামুখ বলেছেন: সিলেটে বদর উদ্দিন কামরান এবার ভালোই ধরা খেয়েছেন। যেখানেই যাচ্ছেন লোক জন তাকে ছিছি করছে।

এটাকে আবার জামাত শিবিরের অপপ্রচার বলে চালিয়ে দেয়ার চেষ্টা করবেন না। গত তিন তিনটা নির্বাচনে আমি কামরানকে ভোট দিয়েছি। এবার আরিফকে দিতে পারি । তাই বলে তা আরিফকে ভালোবেসে নয় , কামরানের মতো ভন্ডকে আর আর মেওর পদে দেখতে চাইনা বলে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.