![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নাগরিকের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। আর দেশের সার্বভৌমত্ব রক্ষার মহান ব্রত নিয়ে যে সশস্ত্র বাহিনী প্রাণকে বিলিয়ে দেয়ার জন্য সংকল্পবদ্ধ তাদেরকে শুধু সুনাগরিক না বলে, দেশ প্রেমিক বলাই উত্তম। আর বর্তমান সরকার এই দেশ প্রেমিকদের যথাযথ মূল্যায়ন করেছেন। তিনি সশস্ত্র বাহিনীর অধিকার প্রদানে তাদেরকে সুখী, সুন্দর ও দেশ রক্ষা তথা দেশ প্রেমে আরো বেশি উদ্বুদ্ধ করতে বর্তমান প্রধানমন্ত্রী তাদের মৌলিক অধিকার যথাযথাভাবে নিশ্চিত করেছেন। এই সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করে তুলতে এবং আরো উন্নত ও প্রযুক্তির সাথে এগিয়ে নিয়ে যেতে অবদান রেখেছেন সর্বক্ষেত্রে। ভবিষ্যতে আরো উন্নতি সাধনে যুগোপযোগী নির্দেশনা প্রদান করছেন। বর্তমান সরকারের সময়কালে বর্তমান প্রধানমন্ত্রী সার্বভৌমত্তের অতন্দ্র প্রহরীদের যে সকল সুবিধা নিশ্চিত করেছেন তা নিম্নরূপঃ
১। মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও যুগোপযোগী করতে ফোর্সেস গোল ২০৩০ এর অনুমোদন দিয়েছেন।
২। সশস্ত্র বাহিনীর উন্নয়নে রাশিয়া থেকে ১ বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয়, অত্যাধুনিক এ্যামুনিশন প্ল্যান্ট, চতুর্থ প্রজম্মের এমবিটি ২০০০ ট্যাংক, উইপন লোকেটিং রাডার, আর্মাড পারসোন্যাল ক্যারিয়ার ও হেলিকপ্টার ক্রয় করা হয়েছে।
৩। নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষে সেনাবাহিনীতে বিভিন্ন সম্মানজনক পেশায় মহিলা সৈনিক ভর্তির উদ্যোগ গ্রহন করা হয়েছে যা ইতিমধ্যে শুরু হয়েছে।
৪। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সশস্ত্র বাহিনীর জন্য একটি সন্তোষজনক পে স্কেল ঘোষনা করেছে। উল্লেখ্য যে, উক্ত পে স্কেলে তিন বাহিনীর বেতন সমতা করা হয়েছে যেখানে পুর্বে বাহিনীত্রয়ের মাঝে অসামজ্জস্য ছিল।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: পোশাক শ্রমিকদের জন্য নতুন কী কী অবদান রেখেছে জানান । সরকার এটা করলে দেশবাসি আরো বেশি উপকৃত হবে ।