![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসেছে বর্ষাকাল শুরু হবে বৃষ্টি। বৃষ্টির ফোটায় ফোটায় নরম হবে পাহাড় এবং একসময় তা ধসে পড়ে কেড়ে নিবে হাজার হাজার নিরিহ প্রাণ। চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে হাজার হাজার পরিবার। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ এবং ১৩টি পাহাড়কে রেড এলার্ট জারি করছে প্রশাসন। বিগত ২০০৭ সালে পাহাড় ধসে প্রাণ হারায় কয়েক’শ মানুষ। আসন্ন বর্ষা মৌসুমে যাতে আর পাহাড় ধসে মূল্যবান প্রাণহানি না ঘটে, সেজন্য চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী ভূমিহীন লোকজনকে পুনর্বাসনের জন্য নগরীর টাইগারপাসসহ শহরের বিভিন্ন এলাকায় ছয়তলা ভবন নির্মাণ করবে সরকার। আগামী বছর এ ভবনে প্রতি পরিবারকে সহজ কিস্তিতে ২৫০ বর্গফুটের একটি আবাসন বরাদ্ধ দেয়া হবে। সরকারের এই উদ্যোগের ফলে পাহাড়িদের আবাসন ব্যাবস্থার কিছুটা হলেও উন্নতি হবে। পাহাড় ধ্বসে আর আমরা মূল্যবান প্রান বিসর্জন দিতে চাইনা। সরকারের এ উদ্যোগ দ্রুত গতিতে বাস্তবায়িত হোক এটাই আমাদের প্রত্যাশা।
©somewhere in net ltd.