নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

মেধাবীরাই হিযবুতের টার্গেট

২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:১২

আমাদের দেশে মেধাবী ছাত্র ছাত্রীর সংখা অনেক। বিভিন্নভাবে অসংখ্য মেধাবী ছাত্র জড়িয়েছেন হিযবুতের সঙ্গে। চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকার স্টার কাবাব থেকে বৈঠককালে গ্রেফতার হন ৭১ ছাত্র, যাদের ৫১ জন বুয়েটের। অন্যরা ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর মধ্যে ২১ জন হিযবুতের সঙ্গে সরাসরি যুক্ত। অন্যরা এসেছিলেন হিযবুতের 'দ্বীনের দাওয়াতে'। বিভিন্ন সময়ে তারা গ্রেফতার হন। কিছুদিন পর ছাড়া পেয়ে আবার জড়ান পুরনো পথে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেই। দেশসেরা মেধার অপচয় হচ্ছে জঙ্গিবাদে। হিযবুতের অন্যতম প্রতিষ্ঠাতা পাকিস্তানের নাগরিক মাজিদ নেওয়াজ। প্রায় ১৪ বছর হিযবুতের অর্গানাইজিং সেক্রেটারির দায়িত্ব পালন করেন তিনি। তবে বছর পাঁচেক আগে চরমপন্থা ছেড়ে ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তার প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক কুইলিয়াম ফাউন্ডেশন কাজ করছে ভুল পথে যাওয়া অন্যদের ফিরিয়ে আনতে। গত সোমবার ই-মেইলে যোগাযোগ করা হয় মাজিদ নেওয়াজের সঙ্গে। তিনি ব্লগে জানান, পশ্চিমাদের প্রতি ঢালাও ক্ষোভ ও মুসলমানদের দুরবস্থা থেকে রক্ষায় তারা হিযবুতের সঙ্গে জড়িয়ে যান। তিনি বলেন, গ্রেফতার কোনো সমাধান নয়। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাকেই গুরুত্ব দেওয়া উচিত। দলে ভেড়াতে মেধাবীদের কাছে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়কে নিগৃহীত হিসেবে উপস্থাপন করা হয়। শুধু ছাত্র নয়, মেধাবী ছাত্রীদেরও দলে ভেড়ায় হিযবুত। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান বা মানুষের অধিকার রক্ষার তাড়না বোধ করেন তারা ভাবেন, হিযবুত বোধহয় একমাত্র সমাধান। সমাজের উচ্চশিক্ষিত ও বুদ্ধিজীবী পর্যায়ে কাজ করে হিযবুত। নিজ দলের মেধাবী শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারে প্রবেশ করানোর চেষ্টা করে। দলটির তাত্ত্বিকরা মনে করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগ নিজ লোকজন দিয়ে পূরণ করা সম্ভব হলে রাষ্ট্রক্ষমতা দখল করা যাবে। এ কারণেই মেধাবীদের দলে টানা হয়।' গোয়েন্দা সূত্র জানায়, 'আলোকিত ছাত্রী ফোরাম'-এর নামে কাজ করেন তারা। এর নেতৃত্বে রয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক ফারিয়া আফসানা মুনমুন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৪

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: এর চে বলেন ছাত্রলিগ বা যুবলীগে মত জঙ্গি সংঘটন এ যাতে না জড়ায় আমাদের মেধাবী তরুন সমাজ।

২| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৬

মোমেরমানুষ৭১ বলেছেন: ছাত্রলীগই উত্তম আদর্শ

৩| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

স্বাধীন শোয়েব বলেছেন: ছাত্রলীগের টার্গেট কি?

প্রথম শ্রেণীতে প্রথম হওয়া ছেলে ভা্সিটিতে শিক্ষক হতে পারেনা। দ্বিতীয়শ্রেণী নিয়ে কোন রকমে পাস করা কেউ সেটা পেয়ে যায়। কেলেঙ্কারিতো আছেই।

রাষ্ট্রের মুলায়ন কি এইসব মেধাবীদের ব্যাপারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.