নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

গাজীপুর সিটি নির্বাচন

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৮

গাজীপুর সিটি নির্বাচনে মোট প্রার্থী সাত জন। জনগনের হিসাব দুইজনকে নিয়ে। ১৪ দল সমর্থিত এডভোকেট আজমত উল্লাহ্‌ খান এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের আব্দুল মান্নান। জয় পরাজয়ের হিসাব নিকাশ তাদেরকে নিয়েই। নিরব ভোটাররা চুলচেরা বিশ্লেষণ করছেন দুই প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা নিয়ে। আওয়ামীলীগের প্রার্থী আজমত উল্লাহ্‌ টঙ্গি পৌরসভায় তিন বারের সাবেক মেয়র। টানা সতের বছর তিনি ছিলেন পৌর পিতার আসনে। তার ব্যক্তিগত আচার ব্যবহার নিয়ে প্রশ্ন নেই। এলাকায় সকলের সাথে হাসি মুখে কথা বলেন। মানুষকে কাছে টানার ক্ষমতা আছে তার। আর এটাই তার বড় সম্বল। আওয়ামীলীগের মত একটি সংগঠিত বড় রাজনৈতিক দলের গাজীপুর জেলা কমিটির সাধারন সম্পাদক তিনি এবং দল থেকে তাকেই সমর্থন জানানো হয়েছে। এটি তার জন্য বড় প্রাপ্তির দিক। অন্য দিকে ১৮ দলীয় প্রার্থী অধ্যাপক এম এ মান্নান ছিলেন গাজীপুর আসনের এমপি এবং ১৯৯১ সালে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালের নির্বাচনে হাসান উদ্দিন সরকারকে বিএনপি সমর্থন দিলে অধ্যাপক এম এ মান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তখন জাতীয় পার্টি থেকে আগত হাসান উদ্দিন সরকার পরাজিত হয়। এই কারনে অধ্যাপক এম এ মান্নান বিএনপি থেকে বহিষ্কৃত হন। এরই ধারাবাহিকতায় হাসান উদ্দিন সরকার এবং এম এ মান্নানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে এবং এই দ্বন্দ্ব এখনও চলছে। অভিজ্ঞ মহল মনে করছে ভোটের রাজনীতিতে এর প্রভাব পড়বে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

মদন বলেছেন: প্রার্থীর যোগ্যতা এবং কাজ যদি এই ভোটের নিয়ামক হতো তাহলে গত ৪ টি সিটি এর মধ্যে অন্তত ২টিতে আওয়ামী প্রার্থী জিততো।

২| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

রাজীব বলেছেন: কেন ভাই? বড় ২ দল ছাড়া কি যোগ্য প্রার্থী নেই???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.