নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বুয়েট ছাত্র দীপ এর জীবন নিভে গেল হেফাজতের হামলায়

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

হেফাজত নামধারী শিবিরের হামলায় গুরুতর আহত অবস্থায় প্রায় তিনমাস মৃত্যুর সংগে লড়ে হার মানলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ রায়হান দীপ। মঙ্গলবার ভোর চারটার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর হীম শীতল কোলে ঢলে পড়েন দীপ। বুয়েট ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য দীপের মৃত্যুর খবর সর্বত্র ছড়িয়ে পড়ার সাথে সাথে শোকের ছায়া নেমে আসে। গনজাগরন মঞ্চসহ তার সহকর্মীরা শোককে শক্তিতে পরিনত করে হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে। গত ০৯ এপ্রিল ২০১৩ হেফাজতের কর্মী বুয়েটের ছাত্র মেজবাহউদ্দীন কাজী নজরুল ইসলাম হলের সামনে তার উপর হামলা চালিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আরিফ রায়হান দীপ এর বাবা আলী আজম কান্না জড়িত কন্ঠে বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাড়ানোয় আমার ছেলেকে জীবন দিতে হলো। এভাবে যেন আর কাউকে জীবন দিতে না হয়। অবিলম্বে জামাত শিবির-হেফাজত নিষিদ্ধ করার দাবী জানান। অভিজ্ঞ মহল মনে করে এই বিষ বৃক্ষ উপড়ে ফেলা এখনই মোক্ষম সময়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

শিক্ষানবিস বলেছেন: আমার একটি প্রশ্ন, দীপ যে একজন ইমামকে মারধোর করেছে, এ অন্যায়ের বিচার কি এই সমাজ, এই প্রশাসন, এই সরকার, এই দল, এই আদালত, এই রাষ্ট্র কি কখনো করতো?
এভাবে অবিচার একটি উগ্র প্রতিবাদের জন্ম নেয়। প্রতিবাদী তখন নিজের প্রাণের ঝুকি নিয়ে বিচার করতে চায়। আমরা তাকে সন্ত্রাস বলি।
অবিচার আর সন্ত্রাসকে আমরা সমানভাবে ঘৃণা করি। আমাদের নিরপেক্ষ সুস্থ বিবেক এই শিক্ষাই আমাদের দেয়।
দীপ মারা গেছে আমরা কাদছি। কাদবোই। বিচার চাইছি। চাইবোই। কিন্তু দীপের আঘাতে সেই ইমাম মারা গেলে আমরা কতটা কাদতাম? কতখানি বিচার দাবী করতাম?

২| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

এনোমালী বলেছেন: আমরা আরেকটি নতুন "আওয়ামী দালাল" পেয়েছি আমাদের ব্লগে। সবাই উঠে দাড়িয়ে তাকে স্বাগত জানাও। আমাদের জীবন উজ্বল হোক এই দালালের উপস্থিতিতে।

জয় বাংলা। সস্তা দালাল সামলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.