![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামের নাম ব্যবহার করে আহমদ শফি জাতির সংগে প্রতারণা করেছেন। ইসলামে নারীর মর্যাদা যেভাবে দেওয়া হয়েছে সেটাকে হেয় করে তিনি নারিদেরকে পরিবার, সমাজ, দেশ তথা সারা বিশ্বের কাছে খেলনা পুতুল বানিয়েছেন। বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় জানা গেছে, সৌদি আরবের ১২ শতাংশ মেয়ে পেশাজীবী। তবে সংযুক্ত আরব আমিরাত দেশটির মেয়েদের মধ্যে অর্ধেকই কর্মজীবী। সমগ্র আরব জগতে মাত্র এক-তৃতীয়াংশ নারীর নিজস্ব উপার্জন রয়েছে। তবে আশার কথা হচ্ছে আরব বিশ্বে কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে। অধিকহারে নারীরা প্রবেশ করছে শ্রম বাজারে।
আরব ইন্টারন্যাশনাল উইমেন ফোরামের প্রতিষ্ঠাতা হাইফা ফাহোউম আল কাইলানি এই প্রসঙ্গে বলেন,“এই অবস্থা থেকে এখন বের হয়ে আসতে হবে আরবের মেয়েদের। তার ভাষায়, ''আরব বিশ্ব অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে এগিয়ে যেতে পারবে না, যদি জনসংখ্যার অর্ধেককেই বাইরে রাখা হয়। বিশাল এই জনসম্পদের অপচয় রোধ করতে হবে।"
বাহরাইনের আফনান রাসিদ আল জায়ানি বলেন, “তার দেশ সুশিক্ষিত ও সক্রিয় নারী কর্মীর ওপর নির্ভরশীল। এখন ৮ শতাংশ বাহরাইনি মেয়ে পরিবারের বাইরে কাজ করে অর্থ উপার্জন করেন। মেয়েরা আরো বেশি করে কর্মজগতে প্রবেশ করলে দেশের অর্থ দেশেই থাকবে। জীবনযাত্রার মানও উন্নত হবে। উন্নত হবে শিক্ষার মান, বৃদ্ধি পাবে ছেলে-মেয়েদের কাজের সুযোগ-সুবিধা। মেয়েদের পেশার জগতে আসাটা রাষ্ট্রীয় অর্থব্যবস্থার জন্যই বেশি জরুরি”। তার মতে, রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাকে সচল করতে হলে অন্যান্য দিকেও দৃষ্টি দিতে হবে। শুধু তেল, গ্যাস ও কাঁচামালের দিকে নয়। আর মেয়েদের অংশগ্রহণ করা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
একজন নারীর পক্ষে আরেক নারী চিকিৎসকের কাছে শারীরিক সমস্যার কথা যেভাবে তুলে ধরা সম্ভব তা পুরুষ চিকিৎসকের কাছে বলা সম্ভব না। আহমদ শফি নারী চিকিৎসকদের বিষয়ে যে মন্তব্য করেছেন তা নিঃসন্দেহে তার নারীদের উচ্চ শিক্ষার বিরুদ্ধে অবস্থান। আজ আহমদ শফির জন্য দেশের আলেম সমাজ লজ্জিত। আলেমগণ বলেন শফি জাতির জন্য সংক্রামক ব্যাধি। নারীরা ঘরের বাইরে যেতে পারবেন না এমন বক্তব্য সম্পূর্ণ ইসলাম বিরোধী। হেফাজত আমীর আহমদ শফির বক্তব্য ইসলামকে কলঙ্কিত করেছে।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
স্বপ্নতরী (রাজু) বলেছেন: শফি হুজুরের কথা বিশ্বাস করার মত শিক্ষাগত যোগ্যতা নিশ্চয় আপনার আছে।
শুধুমাত্র গাধারাই শফি হুজুরের চর্চা করে সময় নষ্ট করে। (আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে শফি হুজুরের মুরিদ হয়ে মেয়েকে ক্লাস ৩/৪ পর্যন্ত না পড়ানোর জন্য। আর রিকশাওয়ালাকেও এখন বলতে হয়না "কনডম কি জিনিস"। কনডম এখন সবাই নিজ দায়িত্বে ব্যবহার করে।)