নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

প্রতিক্রিয়া নেই মুজাহিদের মামলার রায়েও বিএনপির! নীরবতায় সম্মতির লক্ষণ! তাহলে কি বিএনপি বুঝেছে এই বিচার সঠিক হয়েছে?

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

এবারও প্রতিক্রিয়া নেই বিএনপিতে। গোলাম আযমের পর মুজাহিদের মামলায় রায়ের পর দলের কোন পর্যায় থেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। শুরু থেকেই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া রায়ে কোনরকম প্রতিক্রিয়া দেয়া থেকে বিরত থাকে বিএনপি। দীর্ঘদিন পর গোলাম আযমের মামলার রায়ে একই পথ অনুসরণ করে। সর্বশেষ মুজাহিদের মামলার রায়ে বিএনপির পক্ষ থেকে পক্ষে বিপক্ষে কোন বক্তব্য পাওয়া যায়নি। এ সরকার ক্ষমতায় আসার আগ থেকেই বিএনপির সঙ্গে জোটগতভাবে একসঙ্গে আন্দোলন করে আসছে জামায়াত। প্রতিটি কর্মসূচীকে একে অপরের সমর্থন দিয়েছে আসছে। তবে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে বরাবরই নিশ্চুপ থেকেছে বিএনপি। যদিও সরাসরি না বললেও পরোক্ষভাবে যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তাদের পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে বিএনপিও যুদ্ধাপরাধের বিচার চায়। কিন্তু সে বিচার হতে হবে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন। এর আগে জামায়াতের নায়েব আমীর দেলয়ার হোসাইন সাইদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ,আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার ও জামায়াতের ইসলামির সাবেক আমীর গোলাম আযম মামলায় রায়ের পরও আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি বিএনপি। তাহলে কি বিএনপি বুঝেছে এই বিচার সঠিক হয়েছে? এখানে আমার প্রশ্ন মহাজোট সরকারের গঠিত ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানসম্পন্ন নাই হবে, তাহলে গোলাম আযমের ও মুজাহিদের মামলায় রায়ের পর প্রধান বিরোধী দল বিএনপি নিশ্চুপ কেন?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: বিএনপি বুঝলে তো ভালো কথা।

২| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

লিঙ্কনহুসাইন বলেছেন: প্রতিক্রিয়া নেই মুজাহিদের মামলার রায়েও বিএনপির! নীরবতায় সম্মতির লক্ষণ!
কিন্তু এই রায়ের বিরুদ্ধে যখন হরতাল দেয় শিবির তখন কিন্তু ঠিকই বিএনপি হরতালে সমর্থন দেয় !!! কি বুঝলেন ছেলে ৯৯ % ভালো খালি ........

৩| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

রাজীব দে সরকার বলেছেন: প্রতিক্রিয়া নেই মুজাহিদের মামলার রায়েও বিএনপির! নীরবতায় সম্মতির লক্ষণ!
কিন্তু এই রায়ের বিরুদ্ধে যখন হরতাল দেয় শিবির তখন কিন্তু ঠিকই বিএনপি হরতালে সমর্থন দেয় !!! কি বুঝলেন ছেলে ৯৯ % ভালো খালি ........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.