নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

আহমদ শফী নারীদের নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন তা ইসলাম নারী সম্পর্কে যে ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে তার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী চট্টগ্রামের হাটহাজারীতে কিছুদিন আগে অনুষ্ঠিত একটি ধর্মীয় সভায় যে ওয়াজ করেছেন তার ভিডিও বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ার সুবাদে দেশবাসী এতদিন এই নেতা সম্পর্কে যে ধারণা সংযতভাবে পোষণ করতেন তাতে এখন মনে হয় বড় ধরনের চিড় ধরেছে। একটি ওয়াজ মাহফিলে দেয়া তার বয়ানে দেশের নারীদের নিয়ে যেসব বক্তব্য তিনি দিয়েছেন তা যে কোন সচেতন মানুষের বিবেচনায় অত্যন্ত ‘কুরুচিপূর্ণ’, ‘নোংরা’, ‘কুৎসিত’, ‘অশালীন’, ‘নারীবিদ্বেষী’, ‘নারী স্বাধীনতাবিরোধী’, ‘সভ্যতাবিরোধী’; এমনকি ইসলাম নারী সম্পর্কে যে ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে তার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। দেশের ওলামাদের মধ্যে অনেকেই মিডিয়ায় আল্লামা শাহ শফীর বক্তব্যকে ইসলামসম্মত নয় বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাদের সংগঠনের আমিরের বক্তব্য মিডিয়া ক্যু, খণ্ডিত ও বিকৃতভাবে প্রচারিত হয়েছে। হেফাজতে ইসলাম বিগত কয়েক মাসে দেশে আস্তিক ও নাস্তিকের কল্পিত অভিযোগ তুলে মুসলমানদের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত বিভাজন তৈরি করে রাস্তায় আন্দোলন করেছে, সিটি কর্পোরেশন নির্বাচনে ধর্ম রক্ষার নামে নারী-পুরুষ ভোটারদের ভোট প্রার্থনায় নেমেছে। ৫ মে’র ঘটনাবলী নিয়ে নানা মিথ্যাচার করে দেশের সাধারণ ধর্মপ্রাণ ও ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করতে হেফাজতের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। সেই হেফাজতে ইসলাম সংগঠনের আমির একটি ওয়াজ মাহফিলে দেশের নারীদের নিয়ে ধর্মের নামে ইসলাম সম্মত নয়, লোকসভায় শ্রবণযোগ্যও নয় এমন কিছু কুৎসিত ও অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন সে সম্পর্কে সংগঠনের নেতাকর্মীরা একেবারেই নীরবতা পালন করছেন, কোন ন্যায়নিষ্ঠ প্রতিক্রিয়া না দেখিয়ে কিংবা দুঃখ প্রকাশের মতো সভ্য রীতির প্রকাশ না ঘটিয়ে যা তারা করছেন তা বেশ বিস্ময়কর। আমাদের ধর্ম চর্চার দুর্বলতাকে না কাটিয়ে উঠলে সমাজে সততা, ন্যায়নীতি, হালাল, হারাম, ঘুষ, দুর্নীতি সবই একাকার হয়ে যাওয়া স্বাভাবিক; শিক্ষা, রাজনীতি ও গণতন্ত্রেও কোন মেধার স্ফূরণ ঘটবে না, দক্ষ, যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে না, রাষ্ট্র ও সমাজ কোনভাবেই আধুনিক হতে পারবে না। সমাজ চেতনা কখনও একুশ শতকের বাস্তবতা অনুধাবণে যোগ্য হতে পারবে না, বিজ্ঞান চেতনার বিকাশ ঘটবে না, সৎভাবে ধর্ম চর্চারও সুযোগ ঘটবে না। এমন কঠিন ও জটিল অন্ধকার সুড়ঙ্গ পথ দিয়ে বাংলাদেশ এখন চলছে। এর শেষ গন্তব্য কোথায় তা সহজেই অনুমেয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৭

শাহ আলম বাদশাহ বলেছেন: লণ্ডনের ডেইলি মেইল কী বলে পড়ুন!!!

২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

পরের তরে বলেছেন: ভাই রমজান মাসের দিন কিছু মনে করবেন না। আপনি এক দিনে এত পোষ্ট করতেছেন মনে হয় যেন নিদিষ্ট কোন দল প্রতিটা পোষ্ট লিখার বিনিময়ে আপনাকে টাকা পেমেন্ট করতেছে । গঠন মুলক লিখা একটাই যথেষ্ঠ নয় কি??? খামাখা এত জাবর কাটার কি আছে??

৩| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: শফি হুজুর বনাম মডারেট মুসলিম। আসলে ভণ্ড কারা ?
Click This Link

৪| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেছেন: এসব লেখার জন্য সময় লাগে না। বিভিন্নজনের লেখা থেকে কপি-পেস্ট করে দিলেই হয়। আমার অন্তত তাই মনে হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.