নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

'নতুন রাজনৈতিক দল আল জামাআহ'। জামায়াত নিষিদ্ধ হলে এই নামে মাঠে নামার প্রস্তুতি নিয়েছিল জঙ্গিরা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

জামায়াতে ইসলামীকে সরকার কোন কারণে নিষিদ্ধ করলে 'আল জামাআহ' নামে একটি রাজনৈতিক দল গঠন করে মাঠে নামার প্রস্তুতি নিয়েছিল জঙ্গিদের একটি গ্রুপ। আর এ কারণে জামায়াতের বেশ কয়েকজন নেতার সঙ্গে তারা যোগাযোগও করেছিল। আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা মুফতি জসিমুদ্দিন রাহমানী ও হিযবুত তাহরীর শীর্ষ নেতা ডা. ফরিদ উদ্দিন এই সংগঠনের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছিলেন। তৈরি হয়েছিল জামায়াতের আদর্শে গড়া গঠনতন্ত্রও। কিন্তু প্রস্তুতি পর্বেই গত মে মাসে জাল টাকার ঘটনায় গ্রেফতার হন ডা. ফরিদ উদ্দিন। এরপরও মুফতি রাহমানী দলের কার্যক্রম এগিয়ে নিতে চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত গত মাসে সহযোগীদের নিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন মুফতি রাহমানী। তার আস্তানা থেকে ওই গঠনতন্ত্রও উদ্ধার করেছে গোয়েন্দারা। মুফতি রাহমানীর আস্তানা থেকে 'আল জামাআহ' নামে একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের গঠনতন্ত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এটি জামায়াতের গঠনতন্ত্রের আদলেই তৈরি। জিজ্ঞাসাবাদে আনসারুল্লাহ'র একজন সদস্য স্বীকার করেছেন, এই রাজনৈতিক দলের জন্য তারা জামায়াতের বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। জামায়াত নিষিদ্ধ হলেই এই দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি ছিল তাদের। এমনভাবে তারা এটি তৈরি করেছে যাতে কোনভাবেই বোঝা না যায় এর পেছনে হিযবুত তাহরীর বা আনসারুল্লাহ'র মতো জঙ্গি সংগঠন রয়েছে। জামায়াত নিষিদ্ধের পর তাদের সমর্থকরা নতুন ইসলামী এই সংগঠনকে সহায়তা করা ছাড়াও নতুন দলে যোগ দেবে বলে বিশ্বাস ছিল জঙ্গি নেতাদের। হিযবুত তাহরীর নিষিদ্ধ হওয়ার পর এই সংগঠনের কর্মী-সমর্থকরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে শীর্ষ নেতারা নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে গোপনে কাজ শুরু করে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। পরে এই দুই সংগঠনের শীর্ষ নেতারা একাধিকবার বৈঠক করে নতুন করণীয় ঠিক করে। সেখানেই সিদ্ধান্ত হয় কোন কারণে জামায়াতকে সরকার নিষিদ্ধ করলে রাজনৈতিক দল নিয়ে মাঠে নামবে তারা। এখনই সময় এদেরকে রুখে দেবার। এদেরকে রুখতে না পারলে এরা বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে ভয় পাবে না।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.