নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছেন। স্বাভাবিকভাবে এ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশে পর্যটন শিল্প উন্নয়নের সম্ভাবনা অপরিসীম। নতুন করে কৌশল ঠিক করে সম্ভাবনার সবটুকুকে কাজে লাগিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে পর্যটনে মডেল হতে পারে। পর্যটন হলো একটি বহুমাত্রিক শ্রমঘন শিল্প। এ শিল্পের বহুমাত্রিকতার কারণে বিভিন্ন পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনা তৈরি হয়। ফলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমান বিশ্বের পর্যটন বিলিয়ন বিলিয়ন ডলারের শিল্প মাধ্যম। শতাব্দীর সেরা শিল্প পর্যটন । বিশ্বের একক বৃহত্তম শিল্প পর্যটন। আর কঙ্বাজার সমুদ্র সৈকতকে বাদ দিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পকে কল্পনাই করা যায়না । অনিন্দ্য সুন্দর কক্সবাজারের মূল আকর্ষণ হচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু বিগত চারদলীয় জোট সরকারের আমলে এই পর্যটন শিল্পের উন্নয়নমূলক কোন হয়নি। বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় এসেই পর্যটন শিল্পকে আধুনিকায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ, দোহাজারি থেকে কক্সবাজার শহর হয়ে ঘুমধুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ, কক্সবাজার বিমান বন্দরকে আর্ন্তজাতিক মানের উন্নীতকরণ, বিমান বাহিনীর ঘাঁটি, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে ব্যান্ডউইড্থ বৃদ্ধি কার্যক্রম, মেরিন ড্রাইভ সড়ক দ্রুত সম্পন্ন করা, প্রত্যেক গ্রামে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, লবণ নীতিমালা প্রস্ত্তত করে প্রকৃত লবণ ব্যবসায়ী ও চাষীদের কাছ থেকে লবণ ক্রয় বিষয়টি সম্পৃক্তকরণ, কক্সবাজারকে আর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দেশের স্বার্থে কক্সবাজারকে ঢেলে সাজানোসহ যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অনেকটা বাস্তবায়নের পথে রয়েছে। প্রতিশ্রুতির বাইরে জনতার দাবিতে যে আশ্বাস অর্ধ লাখ মানুষকে জনসভার মঞ্চে দিয়েছিলেন সেই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামও অনেকটা প্রস্তুত। এমনকি বছরে একশ' কোটি ডলার আয়ের লক্ষ্যে সরকার পর্যটন শিল্পের উন্নয়নে মহাপরিকল্পনা তৈরি করছে। এ পরিকল্পনার অংশ হিসেবে দেশের দুই পর্যটন কেন্দ্র কক্সবাজার ও কুয়াকাটার ব্যাপক উন্নয়ন করা হবে। দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করবে আধুনিক সুযোগসুবিধা। বিদেশী পর্যটকদের জন্য গড়ে তোলা হবে আধুনিক জোন। সমুদ্র সৈকত ঘেঁষে এই জোনকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা হবে। পাশাপাশি থাকছে আন্তর্জাতিক মানের হাসপাতাল, সম্মেলন কেন্দ্র, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাসহ আধুনিক অন্যান্য সুযোগ সুবিধা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.