![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময়ে বাংলাদেশের পরিচয় ছিল এটি একটি দুর্ভিক্ষ ও দুর্যোগপ্রবন দেশ। দুর্ভিক্ষের দেশ হিসেবে পরিচয় ইতিমধ্যে পরিবর্তিত হয়ে দেশটি সম্ভাবনাময় দেশ হিসেবে বর্তমানে পরিচিত। কিন্তু পরিবেশ সমস্যা বাংলাদেশের উন্নয়ন-উদ্যোগে সব সময়ই কিছু বাধ সাধে। গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার অববাহিকার বিপুল জলরাশি বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। এই এলাকার পানি নিষ্কাশন তাই হয়ে গেছে বাংলাদেশের ভৌগোলিক দায়িত্ব। এতে স্বাভাবিকভাবেই দেশটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও এই জলপ্রবাহ নিয়ে আসে পলিমাটি যাতে একদিকে ফসল উৎপাদনে সহায়তা পাওয়া যায় এবং অন্যদিকে নদীগর্ভ ক্রমাগত ভরাট হতে থাকে। বিশ্বের উষ্ণতা বৃদ্ধির ফলে এখন বাংলাদেশের ব্যাপক এলাকা সমুদ্র কর্তৃক গ্রাস হতে পারে। জলবায়ু পরিবর্তন এ দেশের তিন-ফসলী কৃষিচক্রেও অসুবিধা সাধন করছে। তাই জলবায়ু মোকাবেলা করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ নিজেরা জলবায়ু পরিবর্তনে তেমন কোন উপাদান সরবরাহ করে না। কিন্তু বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বড় শিকার। এ জন্য জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীকে মুখ্য ভূমিকা পালন করতে হয় এবং সে ভূমিকা তিনি অত্যন্ত দক্ষতার সংগে পালন করে যাচ্ছেন। বিশ্বের উষ্ণায়ন প্রক্রিয়াকে থামাতে হবে এবং সবাই মিলে সেজন্য নিশ্চিত অঙ্গীকার করতে হবে। বর্তমান সরকার বাংলাদেশকে রক্ষার জন্য পরিবেশকে ইতিমধ্যেই সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করেছে। সরকার এ বিষয়ে কৌশলপত্র ও কার্যক্রমও প্রণয়ন করেছে। এখানে একদিকে যেমন থাকবে কৃষি পদ্ধতি ও গবেষণার বিষয়, অন্যদিকে থাকবে পানি ব্যবস্থাপনার বিষয়াবলী, বন্যা নিয়ন্ত্রণ ও নদী শাসনের প্রকল্প এবং উপকূলীয় বেড়িবাঁধ পরিকল্পনা। থাকবে বনায়ন উন্নয়নের জন্য সার্বিক চিন্তাভাবনা, আর একই সংগে থাকবে কার্বন উদগিরনের প্রতিষেধক ব্যবস্থা। এছাড়া সকল প্রকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনায় পরিবেশ সংরক্ষণের বিষয়ে বর্তমান সরকার যথেষ্ট তৎপর।
©somewhere in net ltd.