![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নাবিক নিতে চায় পানামা সরকার। আন্তর্জাতিক নৌ খাতে বাংলাদেশি নাবিকদের সুনাম ছড়িয়ে পড়ায় পানামা সরকার এ আগ্রহ প্রকাশ করেছে। পানামা সরকার বাংলাদেশ থেকে নাবিক নেওয়ার জন্য একপক্ষীয় (ইউনিলেটারাল) চুক্তি করতে চায়। গত ৭ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত পানামার রাষ্ট্রদূত এরাম ডি সিসমিরোস বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তর এ অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি নাবিক নিয়োগের বিষয়ে ওই দেশের সরকারের আগ্রহের কথা জানান। বাংলাদেশ সরকার পানামার প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশ্বে সর্বোচ্চ সংখ্যক জাহাজের রেজিস্ট্রেশন (পতাকাবাহী) প্রদানকারী দেশ হলো পানামা। আন্তর্জাতিক রুটে চলাচলকারী প্রায় ১০ হাজার জাহাজকে পানামা সরকার রেজিস্ট্রেশন দিয়েছে। আর বাংলাদেশের রেজিস্ট্রেশন পাওয়া জাহাজের সংখ্যা মাত্র ৭৩টি। পানামা বিশ্বে জাহাজের রেজিস্ট্রেশন প্রদানকারী সর্ববৃহৎ দেশ হলেও নাবিক প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ-সুবিধা তাদের নেই। তা ছাড়া আন্তর্জাতিক রুটে জাহাজ পরিচালনার মতো বর্তমানে পানামাতে যোগ্যতাসম্পন্ন নাবিক পাওয়া যাচ্ছে না। তাই পানামা সরকার বাংলাদেশ থেকে নাবিক নিতে চায়। এতে বাংলাদেশের নাবিকদের জন্য সম্ভাবনার একটি নতুন দিগন্ত সৃষ্টি হবে। বাংলাদেশ থেকে ১০ হাজার নাবিকের কর্মসংস্থান হবে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে। পাশাপাশি বাংলাদেশি জাহাজ মালিকরাও পানামায় তাদের জাহাজের দ্বৈত রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।
©somewhere in net ltd.