নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় বসবাসরত সর্বস্তরের মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পুরণে সরকারের যুগোপযোগী পদক্ষেপ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

বিশুদ্ধ পানির চাহিদা ঢাকাবাসীর অনেক দিনের প্রাণের দাবি। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগরীতে চাহিদামাফিক বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সরকারের নির্দেশনায় ৫২৪৮ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি। এর মধ্যেই রয়েছে যমুনা থেকে পানি আনার প্রকল্প। এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এতে মেঘনা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এনে এই প্ল্যান্টে পরিশোধন করে ঢাকায় সরবরাহ করা হবে। প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পরিশোধন করা যাবে এই প্ল্যান্টে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরনো ঢাকা, মতিঝিল, পল্টন, ফকিরাপুল, উত্তরা, গুলশান, বনানী, নিকুঞ্জ, খিলক্ষেত, বাড্ডা ও মিরপুর এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহ করা যাবে। একটা সময় ছিল যখন প্রায় পুরো পানির চাহিদা মেটানো হতো মাটির নিচ থেকে পানি তুলে। এখানে ভূ-প্রাকৃতিক বিপর্যয় বা পরিবেশগত সঙ্কট সৃষ্টি হতে পারে। মাটির নিচের পানি তোলা কমিয়ে ভূপৃষ্ঠের পানি শোধন করার উদ্যোগ বাড়ানো দরকার-এমনই ছিল বিশেষজ্ঞদের অভিমত। এই লক্ষ্যে সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলা যায়। এক কথায় বলা যায়, প্রকল্পটি রাজধানীর পানি সঙ্কট নিরসনেই শুধু নয়, রাজধানীর পরিবেশ রক্ষায়ও সহায়ক হবে এতে সন্দেহ নেই। শেষ মূহুর্তেও সরকারের দেশবাসীর কল্যাণের জন্য একটুও কমতি নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.