![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিষ্ঠা করা হয়েছে বিজিবির নতুন ব্যাটালিয়ন ৫৪ বিজিবি। খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন নতুন এ ব্যাটালিয়ন রবিবার বাঘাইছড়ি ৩৯ বিজিবি ব্যাটালিয়ন সদরে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি। দেশের অরক্ষিত সীমান্ত এলাকাগুলো পর্যায়ক্রমে বিজিবির নজরে আনা হবে। এ লক্ষ্যে বিজিবির নতুন ৪টি রিজিয়ন হেডকোয়ার্টার ও ৩টি ব্যাটালিয়ন স্থাপন করা হয়েছে। ৩৯ বিজিবির ব্যবস্থাপনায় নতুন ব্যাটালিয়ন ৫৪ বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি দক্ষিণ-পূর্ব আঞ্চলিক কমান্ডার চট্টগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল আলী মরতুজা খাঁন এএফডব্লিউসি, পিএসসি, খাগড়াছড়ি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজি শামসুল ইসলাম পিএসসি, খাগড়াছড়ি সেক্টর কামন্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান, ৩৯ ব্যাটালিয়নের জোন কামান্ডার লে. কর্নেল রবিউল ইসলামসহ সামরিক বেসামরিক উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা। বিজিবি মহাপরিচালক বলেন, নতুন ব্যাটালিয়ন স্থাপনের মাধ্যমে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও সাজেক এলাকার সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি বিজিবি স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ করবে।
©somewhere in net ltd.