নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সরকারবিরোধী আন্দোলনে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে পোশাক শ্রমিকদের

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

মজুরি বৃদ্ধির সঙ্কটকে পুঁজি করে পোশাক শিল্পে তৃতীয় পক্ষ ফায়দা লুটছে। অনেকটা আগুনে ঘি ঢালার মতো। এই তৃতীয় পক্ষ হচ্ছে সরকারবিরোধী রাজনৈতিক শক্তি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়াই তাদের লক্ষ্য। ফলে মজুরি বৃদ্ধির বাস্তবতা যত যৌক্তিক তার চেয়ে বড় বাস্তবতা হচ্ছে সুযোগ সন্ধানীদের ষড়যন্ত্র।

এ কারণে শ্রমিকদের বেতন বৃদ্ধির নিয়মতান্ত্রিক আন্দোলন হচ্ছে অনিয়মতান্ত্রিকভাবে। আর এতে করে বন্ধ হচ্ছে একের পর এক পোশাক কারখানা। তবে সরকারবিরোধী কয়েকটি শ্রমিক সংগঠন এবং কয়েকটি রাজনৈতিক দলের কর্মকান্ডের প্রতি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মজুরি বৃদ্ধির আন্দোলনের সঙ্গে তৃতীয় পক্ষের সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬৬২ থেকে বাড়িয়ে ৩০০০ টাকা নির্ধারণ করা হয়। দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বাড়ায় ফের আবারও মজুরি বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সরকার। ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মজুরি বোর্ড পোশাক কারখানা মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছে। তবে মজুরি কত বৃদ্ধি করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। পোশাক শিল্পের উদ্যোক্তারা ২০ শতাংশ মজুরি বাড়ানোর প্রস্তাব দিয়েছে মাত্র। এ প্রস্তাবকে কেন্দ্র করেই শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছে। আর তাতে সরকারবিরোধী শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলো শক্তি যোগাচ্ছে। অথচ শ্রমিকদের এ আন্দোলনের ফলে ইতোমধ্যে অনেক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলো পুনরায় চালু না হতে পারলে কোরবানিতে বেতন-ভাতা ও বোনাস থেকে বঞ্চিত হবে শ্রমিকরা। আর তাতে এ শিল্পে গভীর সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুধু মজুরি বৃদ্ধির জন্য শ্রমিকদের এ আন্দোলন নয়। এখানে রীতিমতো রাজনীতি ঢুকে পড়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে শ্রমিকদের নিয়মতান্ত্রিক আন্দোলন অনিয়মতান্ত্রিকভাবে করার জন্য উসকে দেয়া হচ্ছে। শুধু শ্রমিক নয়, ধ্বংসাত্মক এ আন্দোলনে বহিরাগতরাও অংশগ্রহণ করছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.