![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য রাজধানীতে ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ১০ তলা ১৩টি ভবনে নির্মাণ করা হবে ১ হাজার ১৪৮টি ফ্ল্যাট। এতে ব্যয় ধরা হয়েছে ১৯০ কোটি টাকা। আগামী চার বছরের মধ্যে এসব ভবনের নির্মাণ কাজ শেষ করার সময় নির্ধারণ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রাজধানীর তিনটি জায়গায় ১০ তলা ১৩টি নতুন ভবন নির্মাণ করা হবে। এর আগে ২০০৫ সালে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে দয়াগঞ্জ, ধলপুর ও সূত্রপুরে ক্লিনার্স কলোনি নির্মাণ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল। ঢাকা শহরে পরিষ্কারকরণ, ময়লা-আবর্জনা সংগ্রহ ও ব্যবস্থাপনাসহ অনেক নাগরিক সুযোগ সুবিধা দেওয়া হয়। সিটি কর্পোরেশনে মোট ৭ হাজার ১৫৬ জন পরিচ্ছন্ন কর্মী রয়েছে। এসব পরিচ্ছন্ন কর্মীর মধ্যে ২ হাজার ৯৮০ জনকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এসব কর্মীর আবাসন সঙ্কট দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার যে গরীব দুঃখীর সরকার তা এর মাধ্যমে আর একবার প্রমানিত হল।
©somewhere in net ltd.