![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতাকালীন সময়ে দেশ দুর্নীতির কালো গ্রাসে নিমজ্জিত হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি সেক্টরের ন্যয় শিক্ষা খাতে বাংলাদেশে দুর্নীতি কমেছে। এই খাতে বৈশ্বিক দুর্নীতির হার যেখানে ১৭ শতাংশ, সেখানে বাংলাদেশে দুর্নীতির হার ১২ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে এ হার দ্বিতীয় সর্বনিম্ন। পাঁচ বছরে এ খাতে দুর্নীতি কমেছে ২৪.২ শতাংশ। “বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন: শিক্ষা” শিরোনামে রিপোর্টটি মঙ্গলবার সারা বিশ্বে প্রকাশ করা হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অবস্থা ভালো হলেও এতে আত্মতুষ্টির সুযোগ নেই। বরং এ ব্যাপারে আরো বেশি সোচ্চার হতে হবে। বিনা মূল্যে বই বিতরণ ব্যবস্থা, নকল প্রতিরোধ, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার ও শিক্ষামন্ত্রীর উদ্যোগ শিক্ষা খাতে দুর্নীতি কমার ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে দেশবাসী মনে করে। শিক্ষা খাতে উন্নতির ধারাবাহিকতার কারণে ও সরকারের কঠোর নজরদারীর ফলে এই খাতে দুর্নীতিবিরোধী সাফল্য এসেছে। বই বিতরণব্যবস্থায় উন্নতি হয়েছে। জনগণের সম্পৃক্তির কারণেই এটা সফল হয়েছে। একইভাবে নকল ধরার অভিযানেরও ধারাবাহিক সাফল্য এসেছে। দেশবাসী সরকারের প্রতি উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা করে।
©somewhere in net ltd.