![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা ১১টায় পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র প্রকল্পের প্রথম পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ উপলক্ষে প্রকল্প এলাকায় একটি সমাবেশে তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। সভায় সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এদিকে বিদ্যুত প্রকল্প উদ্বোধনের পর পর প্রধানমন্ত্রী মুলাডুলি কেন্দ্রীয় খাদ্য গুদামসহ উপজেলার ৬টি প্রকল্পের উদ্ধোধন এবং মহিলা কলেজের ৪তলা ভবন, সাঁথিয়া আলীম মাদ্রাসার চতুর্থ তলা ভবন ও চরগরগরি মাদ্রাসার তৃতীয় তলা ভবনসহ ২২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা ১১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকল্প এলাকায় আয়োজিত উদ্বোধনী সভায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। বর্তমান সরকার দেশের উন্নয়নের চাকা ঘুরাতে ৮৫০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করেছে এবং সারা দেশে ১৮ লক্ষ বিদ্যুত সংযোগ প্রদান করেছেন। উক্ত বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের বৃহৎ বিদ্যুৎ চাহিদার অনেকখানিই পূরণ হবে বলে আশা করা যায়।
©somewhere in net ltd.