নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবে বৈধ হয়েছেন ৭ লাখ বাংলাদেশী। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭

সৌদি সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় এ পর্যন্ত প্রায় সাত লাখ বাংলাদেশী শ্রমিক বৈধ হয়ে স্পন্সর ও পেশা পরিবর্তনের সুযোগ নিয়েছেন। দেশটিতে কর্মরত অবৈধ ও মেয়াদোত্তীর্ণ শ্রমিকদের সাধারণ ক্ষমার সময় শেষ হচ্ছে আগামী ৩ নভেম্বর। এ সময়ের মধ্যে বৈধ না হলে ৪ নভেম্বর থেকে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে দেশটির সরকার। সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়া ৭ লাখ বাংলাদেশীর মধ্যে প্রায় ৩ লাখ ১০ হাজারকে আউটপাস ইস্যু, নতুন পাসপোর্ট ইস্যু, পুরনো পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা দিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিস। আউটপাস নিয়ে এরই মধ্যে প্রায় ১৬ হাজার অবৈধ বাংলাদেশী দেশে ফিরে এসেছেন। এরা ভিজিট ভিসা বা নন-ওয়ার্ক ভিসায় এত দিন সৌদি আরবে অবস্থান করছিলেন। বর্তমানে দেশটিতে যেসব অবৈধ ও মেয়াদোত্তীর্ণ শ্রমিক রয়েছেন, তাদের বৈধ করতে সব ধরনের সহায়তা করছে সে দেশে বাংলাদেশ দূতাবাস। যাদের পাসপোর্ট নেই, তাদের পাসপোর্ট নতুন করে তৈরি করা বা যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের পাসপোর্ট নবায়ন করা হচ্ছে। চলতি বছরের ৬ এপ্রিলের আগে যাওয়া সব অবৈধ প্রবাসী শ্রমিক সাধারণ ক্ষমার আওতায় আসবেন। এছাড়া ২০০৮ সালের ৩ জুলাইয়ের আগে হজ্ব করতে গিয়ে যারা সে দেশে থেকে গেছেন, তাদেরও বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে সৌদি সরকার। পাশাপাশি সৌদি আরবে বসবাসরত যেসব ব্যবসায়ীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরও আবেদনের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সৌদি স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়। অবৈধ বাংলাদেশী শ্রমিকদের সাধারণ ক্ষমায় আনা, বৈদেশিক মুদ্রা অর্জনে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে এ সংবাদ সত্যিই সুখের তা আর বলার অপেক্ষা রাখে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.